২৭ অক্টোবর

তারিখ
(অক্টোবর ২৭ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২
১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯
২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬
২৭ ২৮ ২৯ ৩০ ৩১  

২৭ অক্টোবর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩০০তম (অধিবর্ষে ৩০১তম) দিন। বছর শেষ হতে আরো ৬৫ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১২৭৫ - আমস্টারডাম নগরীর প্রতিষ্ঠা হয়।
  • ১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস কিউবা আবিষ্কার করেন।
  • ১৫২৬ - মোগল সম্রাট বাবর দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
  • ১৬৫১ - ইংরেজ সেনাবাহিনী আয়ারল্যান্ডের লিমেরিক দখল করে।
  • ১৬৭৬ - পোল্যান্ড ও তুরস্ক শান্তিচুক্তি করে।
  • ১৭৭৫ - মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী গঠিত হয়।
  • ১৭৯৮ - ফরাসি সেনাবাহিনী আয়ারল্যান্ড দখলের ব্যর্থ চেষ্টা চালায়।
  • ১৮০৩ - ফরাসিদের দ্বারা বার্লিন দখল হয়।
  • ১৮০৬ - ফ্রান্সের সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে।
  • ১৯০৫ - নরওয়ে সুইডেনের কাছ থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।
  • ১৯১০ - জাপান রাশিয়া ও চীনের বিরুদ্ধে দীর্ঘ কয়েক বছর যুদ্ধ পরিচালনার পর বিজয় লাভ করে এবং কোরিয় ভূখণ্ডকে নিজ দেশের সাথে সংযুক্ত করে।
  • ১৯১৪ - ব্রিটিশ যুদ্ধ জাহাজ অডাসিয়াস ডুবে যায়।
  • ১৯১৭- ফ্রান্সের যুদ্ধে মার্কিনীদের অংশগ্রহণ।
  • ১৯১৯ - ভারতবর্ষে প্রথম খিলাফত দিবস পালিত হয়।
  • ১৯৪০ - চীনের ইয়ানআন শহরে সিনহুয়া বেতারের নির্মাণকাজ শুরু হয়।
  • ১৯৪৭ - কাশ্মীরের সার্বভৌমত্ব অধিকার করার জন্যে ভারত আর পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ঘটে।
  • ১৯৫৪ - ওয়াল্ট ডিজনির প্রথম টিভি শো ডিজনিল্যান্ডের প্রিমিয়ার হয়।
  • ১৯৫৮ - পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আইয়ুব খান রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে পাকিস্তানের ক্ষমতা গ্রহণ করেন।
  • ১৯৬১ - মরিতানিয়া এবং মঙ্গোলিয়া জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৬২ - যুক্তরাষ্ট্র পারমাণবিক পরীক্ষা চালায়।
  • ১৯৭১ - কঙ্গো প্রজাতন্ত্রের নাম বদলে জায়ারে করা হয়।
  • ১৯৭৯ - সেন্ট ভিনসেন্টের স্বাধীনতা লাভ।
  • ১৯৮৬ - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।
  • ১৯৮৯ - যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া রাজ্যের কাম্পোশান কারাগারে বারবার দু’টি বিরাট দাঙ্গা ঘটে, ফলে বন্দী ও পুলিশসহ মোট ১২০ জন আহত হয়, গোটা কারাগারের ১৪টি জায়গা ধ্বংস হয় ।
  • ১৯৯১ - তুর্কমেনিস্তান সাবেক সোভিয়েত রাশিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে।
  • ১৯৯১ - বিপ্লবের [১৯৪৭] পর পোল্যান্ডে প্রথম অবাধ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।

মৃত্যু

সম্পাদনা
  • ১৪৪৯ -উলুগ বেগ মির্জা মোহাম্মদ তারেঘ বিন শাহরুখ, তিমুরীদ বংশীয় সুলতান এবং প্রখ্যাত জ্যোতির্বিদ ও গণিতবিদ।
  • ১৫০৫ - রাশিয়ার জার তৃতীয় আইভান।
  • ১৬০৫ - মোগল সম্রাট আকবর।
  • ১৬৭৫ -গিলে্‌স ডে রবেরভাল, ফরাসি গণিতবিদ।
  • ১৯০৭ - ব্রহ্মবান্ধব উপাধ্যায় ভারতের বাঙালি ব্রহ্মবাদী ব্যক্তিত্ব,সাংবাদিক ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।(জ.১১/০২/১৮৬১)
  • ১৯৩৭ - ভারতের খ্যাতনামা হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত শিল্পী আবদুল করিম খাঁ।(জ.১৮৭২)
  • ১৯৬৮ -লিজে মাইটনার, অস্ট্রীয় বংশোদ্ভূত ইংরেজ পদার্থবিজ্ঞানী ও অধ্যাপক।
  • ১৯৭৫ - কাফি খাঁ নামে পরিচিত প্রফুল্লচন্দ্র লাহিড়ী, প্রখ্যাত বাঙালি ব্যঙ্গচিত্রশিল্পী।(জ.০৮/১১/১৯০০)
  • ১৯৮০ -জন হ্যাসব্রাউক ভ্যান ভ্লেক, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ ও গণিতবিদ।
  • ১৯৯১ -জর্জ বার্কার, ইংরেজ লেখক ও কবি।
  • ২০০১ - ভারতীয় বাংলা ও হিন্দী অভিনেতা প্রদীপ কুমার
  • ২০০৩ - তরুণকুমার চট্টোপাধ্যায় বাংলার বিশিষ্ট চলচ্চিত্র ও মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের অনুজ।(জ.২৪/০২/১৯৩১)
  • ২০০৮ -ফ্রাঙ্ক নাগাই, জাপানি গায়ক।
  • ২০১৩ -ডারর্যকন রান্ডাল, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা