মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক

মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম
(Women's Twenty20 International cricket থেকে পুনর্নির্দেশিত)

মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) আন্তর্জাতিক ক্রিকেটে মহিলাদের ক্রিকেট খেলার সংক্ষিপ্ততম সংস্করণ। মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের উপযোগী নির্ধারিত ২০ ওভারের খেলায় সর্বোচ্চ ১৫০ মিনিটের মধ্যে প্রতি দলের ইনিংস সম্পন্ন হয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শীর্ষ ১০ র‌্যাঙ্কিংধারী দেশগুলো মহিলাদের ক্রিকেটে অংশ নেয়।[] আগস্ট, ২০০৪ সালে ইংল্যান্ডনিউজিল্যান্ডের মধ্যকার সর্বপ্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে।[] এরফলে পুরুষদের টুয়েন্টি২০ আন্তর্জাতিকের তুলনায় মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক ছয় মাস পূর্বে অনুষ্ঠিত হয়।[]

মহিলাদের টি২০ আন্তর্জাতিক

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণের মর্যাদা পাওয়ায় টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ১০টি দল সরাসরি অংশ নিচ্ছে।[] দলগুলো হলো:-

এছাড়াও নিম্নবর্ণিত দলটি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করলেও তারা টুয়েন্টি২০ মর্যাদার অধিকারী দল নয়। তবে ভবিষ্যতে তারা পুনরায় এ মর্যাদার অধিকারী হতে পারবে।

র‌্যাঙ্কিং

সম্পাদনা
আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং
অবস্থান দল খেলা পয়েন্ট রেটিং
  অস্ট্রেলিয়া ১৯ ৫,৩১৬ ২৮০
  নিউজিল্যান্ড ২৫ ৬,৯২৮ ২৭৭
  ইংল্যান্ড ১৯ ৫,২৩৯ ২৭৬
  ওয়েস্ট ইন্ডিজ ১৯ ৪,৯২৮ ২৫৯
  ভারত ২৭ ৬,৭৩৩ ২৪৯
  দক্ষিণ আফ্রিকা ২১ ৫,১০৭ ২৪৩
  পাকিস্তান ২৪ ৫,৪৫১ ২২৭
  শ্রীলঙ্কা ২৩ ৪,৭৭০ ২০৭
  বাংলাদেশ ২৭ ৫,২০৯ ১৯৩
১০   আয়ারল্যান্ড ১৩ ২,৪৪৭ ১৮৮
১১   স্কটল্যান্ড ১,১৯৯ ১৫০
১২   থাইল্যান্ড ২৮ ৪,০৭৬ ১৪৬
১৩   জিম্বাবুয়ে ১৪ ২,০২৯ ১৪৫
১৪   সংযুক্ত আরব আমিরাত ১৬ ২,০৮১ ১৩০
১৫   উগান্ডা ২০ ২,৫৩২ ১২৭
১৬   কেনিয়া ৯৬৫ ১২১
১৭   পাপুয়া নিউগিনি ১০ ১,১৯৮ ১২০
১৮     নেপাল ৯৩৩ ১১৭
১৯   সামোয়া ৩১৮ ১০৬
২০   তানজানিয়া ১৮ ১,৬০৬ ৮৯
২১   হংকং ১৫ ১,২১৯ ৮১
২২   ইন্দোনেশিয়া ৫৬২ ৮০
২৩   নেদারল্যান্ডস ৬৮২ ৭৬
২৪   কাতার ৩৬৮ ৭৪
২৫   চীন ১২ ৮৭০ ৭৩
২৬   নামিবিয়া ২০ ১,২৬১ ৬৩
২৭   জাপান ২৮৪ ৫৭
২৮   বতসোয়ানা ১০ ৪৮৮ ৪৯
২৯   আর্জেন্টিনা ১৪ ৬৭৪ ৪৮
৩০   সিয়েরা লিওন ৪০০ ৪৪
৩১   মালয়েশিয়া ২০ ৮৬২ ৪৩
৩২   জার্মানি ২৫৭ ৪৩
৩৩   ওমান ১৪৫ ৩৬
৩৪   ব্রাজিল ১৮ ৫৯৭ ৩৩
৩৫   ভানুয়াতু ৮৭ ২৯
৩৬   ফ্রান্স ১২৫ ২৫
৩৭   মোজাম্বিক ১০ ২১৪ ২১
৩৮   ডেনমার্ক ৯৮ ২০
৩৯   জাম্বিয়া ৩৪ ১১
৪০   মালাউই ৬৮ ১০
৪১   বেলজিয়াম ৪৩
৪২   চিলি ১৩ ৮৬
৪৩   পেরু ১১
৪৪   লেসোথো
৪৫   ইসোয়াতিনি
৪৬   সিঙ্গাপুর
সূত্র: আইসিসি মহিলা টি২০আই র‌্যাঙ্কিং, ১২ অক্টোবর, ২০১৮

পরিসংখ্যান ও রেকর্ড

সম্পাদনা

সংক্ষিপ্ত ফলাফল

সম্পাদনা
দল খেলার সংখ্যা জয় পরাজয় টাই ফলাফল হয়নি % জয়
  অস্ট্রেলিয়া ৭২ ৪৩ ২৭ ৬১.১১
  বাংলাদেশ ২৩ ১৮ ২১.৭৩
  ইংল্যান্ড ৮৫ ৬০ ২২ ৭২.৬১
  ভারত ৫২ ২৫ ২৭ ৪৮.০৭
  আয়ারল্যান্ড ৩৩ ২৬ ২১.২১
  নেদারল্যান্ডস ১১ ১০ ০.০০
  নিউজিল্যান্ড ৭১ ৩৮ ৩০ ৫৫.৭১
  পাকিস্তান ৫৪ ২২ ৩০ ৪২.৪৫
  দক্ষিণ আফ্রিকা ৫২ ২১ ৩০ ৪১.১৭
  শ্রীলঙ্কা ৪৫ ১২ ৩০ ২৮.৫৭
  ওয়েস্ট ইন্ডিজ ৭৪ ৪৩ ২৬ ৬১.৮০

সূত্র: Cricinfo, ২১ অক্টোবর, ২০১৪ অনুযায়ী। ফলাফলবিহীন অবস্থাকে শতাংশের বাইরে ও টাইকে অর্ধ-জয় হিসেবে ধরা হয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Women's Twenty20 Playing Conditions" (পিডিএফ)International Cricket Council। ২৪ জুলাই ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১০ 
  2. Miller, Andrew (৬ আগস্ট ২০০৪)। "Revolution at the seaside"Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১০ 
  3. English, Peter (১৭ ফেব্রুয়ারি ২০০৫)। "Ponting leads as Kasprowicz follows"Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১০ 
  4. "ICC Global Rankings (as at 23 August 2012) Women's Twenty20 Cricket" (পিডিএফ)International Cricket Council। ৬ নভেম্বর ২০১২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১২ 

আরও দেখুন

সম্পাদনা