পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়

(West Bengal State University থেকে পুনর্নির্দেশিত)

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি নবগঠিত সরকারি বিশ্ববিদ্যালয়। এটি উত্তর ২৪ পরগনার সদর বারাসতে অবস্থিত। বিশিষ্ট শিক্ষাবিদ প্রোফেসর বাসব চৌধুরী২০১৫ সালের সেপ্টেম্বর মাসে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। জেলার মোট ৫৭টি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারভুক্ত হয়েছে। এগুলি পূর্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ছিল।

পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়
পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সীলমোহর
নীতিবাক্যलक्ष्यं विश्वमानम् (সংস্কৃত)
বাংলায় নীতিবাক্য
লক্ষ্য বিশ্বমানের
ধরনসরকারি
স্থাপিত২০০৮ (2008)
অধিভুক্তিবিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন
ভারতীয় বিশ্ববিদ্যালয় সমিতি
বাজেট ১৬.০৬৮৯ কোটি (ইউএস$ ১.৯৬ মিলিয়ন) (২০২১-২২)[]
উপাচার্যঅধ্যাপক(ড.) সৌরেন বন্দ্যোপাধ্যায়
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
৯৯
শিক্ষার্থী১,৭৫৭
স্নাতকোত্তর১,৪৮৫
২৭২
অবস্থান, ,
ভারত
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা, ইংরেজি
ওয়েবসাইটপশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইট
মানচিত্র

অনুমোদিত কলেজ

সম্পাদনা
 
বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথ
 
বিশ্ববিদ্যালয়ের আদি ভবন এবং প্রাঙ্গণ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Detailed Demands For Grants For 2021-22" (পিডিএফ)। ফেব্রু ৫, ২০২১। সংগ্রহের তারিখ ফেব্রু ৬, ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা