সাবিনা খাতুন
সাবিনা খাতুন (জন্ম: ২৫ অক্টোবর, ১৯৯৩, সাতক্ষীরা, বাংলাদেশ) একজন বাংলাদেশী পেশাদার মহিলা ফুটবলার, যিনি বাংলাদেশ মহিলা ফুটবল লিগ ক্লাব বসুন্ধরা কিংস মহিলা এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলে ফরোয়ার্ড হিসাবে খেলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়কত্ব করছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | সাবিনা খাতুন | |||||||||||||||||||||||||
জন্ম | ২৫ অক্টোবর ১৯৯৩ | |||||||||||||||||||||||||
জন্ম স্থান | সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ | |||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ৫ ইঞ্চি (১.৬৫ মিটার) | |||||||||||||||||||||||||
মাঠে অবস্থান | ফরোয়ার্ড | |||||||||||||||||||||||||
ক্লাবের তথ্য | ||||||||||||||||||||||||||
বর্তমান দল | বসুন্ধরা কিংস মহিলা | |||||||||||||||||||||||||
জার্সি নম্বর | ১১ | |||||||||||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | ||||||||||||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | |||||||||||||||||||||||
২০০৯–২০১২ | সাতক্ষীরা জেলা | ২১ | (৭০) | |||||||||||||||||||||||
২০০৯ | বাংলাদেশ ভিডিপি | ৫ | (৬) | |||||||||||||||||||||||
২০১১ | শেখ জামাল | ৫ | (২৫) | |||||||||||||||||||||||
২০১৩ | ঢাকা মোহামেডান | ৫ | (২৮) | |||||||||||||||||||||||
২০১৪–২০১৬ | বিজেএমসি দল | ১২ | (৭৪) | |||||||||||||||||||||||
২০১৫ | মালদ্বীপ প্রতিরক্ষা বাহিনী | ৭ | (২২) | |||||||||||||||||||||||
২০১৮ | সেতু এফসি | ৭ | (৬) | |||||||||||||||||||||||
২০২০– | বসুন্ধরা কিংস | ২৫ | (৬২) | |||||||||||||||||||||||
জাতীয় দল‡ | ||||||||||||||||||||||||||
২০০৯–২০১২ | বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ৫ | (১) | |||||||||||||||||||||||
২০০৯– | বাংলাদেশ | ৩৯ | (২২) | |||||||||||||||||||||||
অর্জন ও সম্মাননা
| ||||||||||||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৯ ডিসেম্বর ২০২০ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২০ মার্চ ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক। |
প্রারম্ভিক জীবন
সম্পাদনা১৯৯৩ সালে বাংলাদেশ সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা মো: সৈয়দ গাজী ও মা মমতাজ বেগম, সাবনিা তাদের চতুর্থ সন্তান। ২০০৭ সালে অস্টম শ্রেণীতে পড়ার সময় থেকে ফুটবলের সাথে সাবিনার সম্পর্ক। সাতক্ষীরা জেলা ফুটবল কোচ আকবরের মাধ্যমেই ফুটবলের হাতেখড়ি। স্কুল পর্যায়ে, আন্তঃস্কুল ও আন্তঃজেলা পর্যায়ে ভাল খেলার সুবাদে ডাক পেয়ে যান জাতীয় দলে।
আন্তর্জাতিক ক্যারিয়ার পরিসংখ্যান
সম্পাদনা২০০৯ সালে জাতীয় দলের হয়ে সাবিনার অভিষেক ঘটে। ২০১৫ সাল থেকে তিনি জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন। ২০২২ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নারী দল তার নেতৃত্বে এবং অসাধারণ নৈপুণ্যে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।[১][২]
- ২১ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল | বছর | প্রতিযোগিতামূলক | প্রীতি | সর্বমোট | |||
---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ | ২০১০ | ৩ | ১ | — | ৩ | ১ | |
২০১২ | ২ | ০ | — | ২ | ০ | ||
সর্বমোট | ৫ | ১ | ০ | ০ | ৫ | ১ | |
বাংলাদেশ | ২০১০ | ৮ | ৪ | — | ৮ | ৪ | |
২০১১ | ২ | ০ | — | ২ | ০ | ||
২০১২ | ৩ | ০ | — | ৩ | ০ | ||
২০১৩ | ৩ | ০ | — | ৩ | ০ | ||
২০১৪ | ৪ | ৪ | — | ৪ | ৪ | ||
২০১৬ | ৬ | ৭ | — | ৬ | ৭ | ||
২০১৭ | ২ | ২ | — | ২ | ২ | ||
২০১৮ | ৩ | ০ | — | ৩ | ০ | ||
২০১৯ | ৩ | ১ | — | ৩ | ১ | ||
২০২১ | ২ | ০ | ৩ | ৪ | ৫ | ৪ | |
সর্বমোট | ৩৬ | ১৮ | ৩ | ৪ | ৩৯ | ২২ | |
ক্যারিয়ার সর্বমোট | ৪১ | ১৯ | ৩ | ৪ | ৪৪ | ২৩ |
সম্মাননা
সম্পাদনাক্লাব
সম্পাদনাবসুন্ধরা কিংস মহিলা
- বাংলাদেশ মহিলা ফুটবল লিগ
- বিজয়ী (১): ২০২০
আন্তর্জাতিক
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রমীলা ফুটবল খেলোয়াড় হিসেবে বিদেশে খেলতে যাচ্ছেন সাবিনা"। www.kheladhula.com।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা"। Bangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-০৪।