২০১০ দক্ষিণ এশীয় গেমস
২০১০ দক্ষিণ এশীয় গেমস বা একাদশ দক্ষিণ এশীয় গেমস হল একটি বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা দক্ষিণ এশীয় গেমসের ১১তম আসর হিসাবে ২০১০ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়।[১] এটি ছিল ঢাকায় অনুষ্ঠিত দক্ষিণ এশীয় গেমসের তৃতীয় আসর। ঢাকা একমাত্র শহর যেখানে পরপর তিনবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
একাদশ দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | ঢাকা, বাংলাদেশ | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৮ | ||
অংশগ্রহণকারী ক্রীড়াবিদ | ২০০০+ (আনুমানিক) | ||
বিষয়সমূহ | ২৩টি ক্রীড়া | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২৯ জানুয়ারি | ||
সমাপ্তি অনুষ্ঠান | ৯ ফেব্রুয়ারি | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | শেখ হাসিনা | ||
প্রধান মিলনস্থন | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ||
|
লোগো ও মাসকাট
সম্পাদনাখেলা সমূহ
সম্পাদনা১১তম দক্ষিণ এশীয় গেমসের ২৩ খেলা নিয়ে অনুষ্ঠিত হয়।[১]
- আর্চারি (বিস্তারিত)
- অ্যাথলেটিকস (বিস্তারিত)
- ব্যাডমিন্টন (বিস্তারিত)
- বাস্কেটবল (বিস্তারিত)
- মুষ্টিযুদ্ধ (বিস্তারিত)
- ক্রিকেট (বিস্তারিত)
- সাইক্লিং (বিস্তারিত)
- ফুটবল (বিস্তারিত)
- গল্ফ (বিস্তারিত)
- হকি (বিস্তারিত)
- হ্যান্ডবল (বিস্তারিত)
- জুডো (বিস্তারিত)
- কাবাডি (বিস্তারিত)
- কারাতে (বিস্তারিত)
- শ্যুটিং (বিস্তারিত)
- স্কোয়াশ (বিস্তারিত)
- সাঁতার (বিস্তারিত)
- টেবিল টেনিস (বিস্তারিত)
- তাইকোন্দো (বিস্তারিত)
- ভলিবল (বিস্তারিত)
- ভারোত্তোলন (বিস্তারিত)
- কুস্তি (বিস্তারিত)
- উশু (বিস্তারিত)
অংশগ্রহণকারী দেশ
সম্পাদনা৮টি দেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
পদক তালিকা
সম্পাদনা* স্বাগতিক জাতি (বাংলাদেশ)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত (IND) | ৯০ | ৫৫ | ৩০ | ১৭৫ |
২ | পাকিস্তান (PAK) | ১৯ | ২৫ | ৩৬ | ৮০ |
৩ | বাংলাদেশ (BAN)* | ১৮ | ২৩ | ৫৬ | ৯৭ |
৪ | শ্রীলঙ্কা (SRI) | ১৬ | ৩৫ | ৫৪ | ১০৫ |
৫ | নেপাল (NEP) | ৮ | ৯ | ১৯ | ৩৬ |
৬ | আফগানিস্তান (AFG) | ৭ | ৯ | ১৬ | ৩২ |
৭ | ভুটান (BHU) | ০ | ২ | ৩ | ৫ |
৮ | মালদ্বীপ (MDV) | ০ | ০ | ২ | ২ |
মোট (৮টি জাতি) | ১৫৮ | ১৫৮ | ২১৬ | ৫৩২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "11th South Asian Games to start in January 2010"। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০০৯।