২০১৬ দক্ষিণ এশীয় গেমসে নেপাল
২০১৬ দক্ষিণ এশীয় গেমসে নেপাল ৩৯৮ জন প্রতিযোগি ২২টি ক্রীড়ায় দলগত ও ব্যক্তিগত পর্যায়ে অংশগ্রহণ করে। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের শিলং ও গুয়াহাটিতে অনুষ্ঠিত এ আসরে নেপাল ৩ স্বর্ণসহ মোট ৬০ টি পদক অর্জন করে।
এশিয়ান গেমসে নেপাল | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
২০১৬ দক্ষিণ এশীয় গেমস | ||||||||||
প্রতিযোগী | ৩৯৮ জন | |||||||||
পদক Rank: ৬ |
স্বর্ণ ৩ |
রৌপ্য ২৩ |
ব্রোঞ্জ ৩৪ |
মোট ৬০ |
||||||
এশিয়ান গেমস ইতিহাস | ||||||||||
এশিয়ান গেমস | ||||||||||
এশিয়ান শীতকালীন গেমস | ||||||||||
এশিয়ান ইনডোর এবং মার্শাল আর্ট গেমস | ||||||||||
এশিয়ান বিচ গেমস | ||||||||||
এশিয়ান যুব গেমস | ||||||||||
দক্ষিণ এশীয় গেমস ইতিহাস | ||||||||||
দক্ষিণ এশীয় গেমস | ||||||||||
পদক তালিকা
সম্পাদনানেপাল ৩ টি স্বর্ণ ২৩ রৌপ্য ও ৩৪ টি ব্রোঞ্চ পদকসহ মোট ৬০ টি পদক অর্জন করে।[১]
ক্রীড়া | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | Rank |
---|---|---|---|---|---|
আর্চারি | 0 | 0 | 1 | 1 | 5 |
অ্যাথলেটিকস | 0 | 0 | 0 | 0 | 0 |
ব্যাটমিন্টন | 0 | 0 | 2 | 2 | 4 |
মুষ্টিযুদ্ধ | 0 | 0 | 0 | 0 | 0 |
সাইক্লিং | 0 | 0 | 0 | 0 | 0 |
ফিল্ড হকি | 0 | 0 | 0 | 0 | 0 |
ফুটবল | 1 | 1 | 0 | 2 | 1 |
হ্যান্ডবল | 0 | 0 | 0 | 0 | 0 |
জুডু | 1 | 0 | 0 | 0 | 0 |
কাবাডি | 0 | 0 | 0 | 0 | 0 |
খো খো | 0 | 0 | 0 | 0 | 0 |
শ্যুটিং | 0 | 0 | 0 | 0 | 0 |
স্কোয়াশ | 0 | 0 | 0 | 0 | 0 |
সাঁতার | 0 | 1 | 3 | 4 | 5 |
টেবিল টেনিস | 0 | 0 | 2 | 2 | 4 |
তাইকোন্দো | 0 | 0 | 0 | 0 | 0 |
টেনিস | 0 | 0 | 0 | 0 | 0 |
ট্রায়থলন | 0 | 0 | 0 | 0 | 0 |
ভলিবল | 0 | 0 | 0 | 0 | 0 |
ভারোত্তোলন | 0 | 0 | 0 | 0 | 0 |
কুস্তি | 0 | 0 | 0 | 0 | 0 |
উশু | 1 | 7 | 0 | 9 | 2 |
সর্বমোট | ৩ | ২৩ | ৩৪ | ৬০ | ৬ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Results: Medal Tally"। South Asian Games। ২০ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৬।