রন গন্ট

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Ron Gaunt থেকে পুনর্নির্দেশিত)

রোনাল্ড আর্থার গন্ট (ইংরেজি: Ron Gaunt; জন্ম: ২৬ ফেব্রুয়ারি, ১৯৩৪ - মৃত্যু: ৩১ মার্চ, ২০১২) পশ্চিম অস্ট্রেলিয়ার ইয়র্ক এলাকায় জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫০-এর দশকের শেষার্ধ্ব থেকে ১৯৬০-এর দশকের মাঝামাঝি সময়কাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]

রন গন্ট
১৯৬১ সালের সংগৃহীত স্থিরচিত্রে রন গন্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামরোনাল্ড আর্থার গন্ট
জন্ম(১৯৩৪-০২-২৬)২৬ ফেব্রুয়ারি ১৯৩৪
ইয়র্ক, পশ্চিম অস্ট্রেলিয়া
মৃত্যু৩০ মার্চ ২০১২(2012-03-30) (বয়স ৭৮)
সিডনি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২১০)
২৪ জানুয়ারি ১৯৫৮ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৪ জানুয়ারি ১৯৬৪ বনাম দক্ষিণ আফ্রিকা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৮৫
রানের সংখ্যা ৬১৬
ব্যাটিং গড় ৩.০০ ১০.৪৪
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৩২*
বল করেছে ৭১৬ ১৬,০৮৮
উইকেট ২৬৬
বোলিং গড় ৪৪.২৮ ২৬.৮৫
ইনিংসে ৫ উইকেট ১০
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৩/৫৩ ৭/১০৪
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৩১/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১০ জুন ২০২০

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, বামহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন রন গন্ট

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

১৯৫৫-৫৬ মৌসুম থেকে ১৯৬৩-৬৪ মৌসুম পর্যন্ত রন গন্টের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। গড়পড়তা ফাস্ট বোলার হিসেবে পরিচিতি লাভ করেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে ২৬.৮৫ গড়ে ২৬৬ উইকেট পেয়েছেন। শুরুতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও পরবর্তীতে ভিক্টোরিয়ার প্রতিনিধিত্ব করেন।

খেলোয়াড়ী জীবনের মাঝামাঝি সময়ে ভিক্টোরিয়ার দিকে ধাবিত হন। তার সময়কালে অ্যালান ডেভিডসন, গার্থ ম্যাকেঞ্জিইয়ান মেকিফের কারণে অস্ট্রেলিয়া দলে অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন রন গন্ট। তিনটি ভিন্ন ভিন্ন সিরিজে এ তিনটি টেস্টে অংশ নেন। ২৪ জানুয়ারি, ১৯৫৮ তারিখে ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২৪ জানুয়ারি, ১৯৬৪ তারিখে অ্যাডিলেডে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

আঘাতপ্রাপ্ত ইয়ান মেকিফের শূন্যতা পূরণে তাকে দলে নিয়ে আসা হয়। ১৯৫৭-৫৮ মৌসুমে ডারবানে অনুষ্ঠিত টেস্ট ক্রিকেট অভিষেকে প্রথম ওভারেই ডিক ওয়েস্টকটের উইকেট লাভের কৃতিত্ব দেখান। সব মিলিয়ে ৪৪.২৮ গড়ে ৭টি টেস্ট উইকেট লাভ করেন।

১৯৬১ সালের অ্যাশেজ সফরে ২১.১২ গড়ে ৪০টি প্রথম-শ্রেণীর উইকেট লাভ করেন। তবে, কেবলমাত্র ওভাল টেস্টেই তার অংশগ্রহণের সুযোগ হয়েছিল।

১৯৬৩-৬৪ মৌসুমে আরও একটি টেস্টে অংশ নেন। এ বছরেই প্রথম-শ্রেণীর ক্রিকেটের সর্বশেষ মৌসুম খেলেন।

অবসর সম্পাদনা

খেলোয়াড়ী জীবন থেকে অবসর গ্রহণের পর কোচ হিসেবে সফলতার স্বাক্ষর রাখেন। মেলবোর্নভিত্তিক ফুটসক্রে ক্রিকেট ক্লাবের ক্রিকেটার মার্ভ হিউজটনি ডোডেমাইডের ন্যায় বোলারদের উত্থান তার সংস্পর্শে হয়েছিল।

শেষদিকে গল্ফের দিকে ঝুঁকে পড়েন। অনেকগুলো বছর ভিক্টোরিয়ার ডনকাস্টারভিত্তিক ইস্টার্ন গল্ফ ক্লাবের সক্রিয় সদস্য ছিলেন রন গন্ট। এরপর, নিউ সাউথ ওয়েসলসের গসফোর্ড অঞ্চলে চলে যান।

৩১ মার্চ, ২০১২ তারিখে ৭৮ বছর বয়সে নিউ সাউথ ওয়েলসের সিডনি এলাকায় রন গন্টের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ron Gaunt"। Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৯ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা