রক্ষন্দা খান
ভারতীয় অভিনেত্রী
(Rakshanda Khan থেকে পুনর্নির্দেশিত)
রক্ষন্দা খান ত্যাগী (জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯৭৪) একজন ভারতীয় অভিনেত্রী, যিনি হিন্দি টেলিভিশনে কাজ করেন।[৩] তিনি সনি টিভি'র কমেডি ধারাবাহিক জস্সী জ্যায়সী কোই নেহি-তে মল্লিকা শেঠ, স্টার প্লাসের কিউঁকি সাস ভি কাভি বহু থি-তে তানিয়া মালহোত্রা, জি টিভি'র নাটক কসম সে-তে রোশনি চোপড়া এবং কালার্স টিভি'র নাগিন থ্রি-তে নাগিন সুমিত্রার চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত। এছাড়াও তিনি আদালত সহ বিভিন্ন জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করেছেন।[৪]
রক্ষন্দা খান | |
---|---|
रक्षंदा खान | |
![]() ২০১২ সালে খান | |
জন্ম | [১][২] | ২৭ সেপ্টেম্বর ১৯৭৪
পেশা | অভিনেত্রী |
দাম্পত্য সঙ্গী | শচীন ত্যাগী (বি. ২০১৪) |
সন্তান | ১ |
ব্যক্তিগত জীবন
সম্পাদনাতিনি অভিনেতা শচীন ত্যাগীকে বিয়ে করেন, যিনি তার প্রথম বিয়ে থেকে দুই কন্যার জনক ছিলেন।[৫] রক্ষন্দা ২০০৬ সালে টেলিভিশন শো কুচ আপনে কুছ পারায়ের সেটে ত্যাগীর সাথে দেখা করেন এবং ১৫ মার্চ ২০১৪-এ মুম্বইতে বিয়ে করেন।[৬] এই দম্পতির একজন কন্যা সন্তান রয়েছে, যার জন্ম ২০১৪ সালের ডিসেম্বরে হয়েছিল।[৭]
টেলিভিশন
সম্পাদনাবছর | ধারাবাহিক | ভূমিকা | চ্যানেল | টীকা |
---|---|---|---|---|
২০০০ | থ্রিলার অ্যাট টেন | নেতিবাচক ভূমিকা | ||
২০০৩ | কিয়া হাদসা কিয়া হাকিকত | সনি টিভি | নেতিবাচক ভূমিকা, ৭৪-৯৮ পর্ব | |
২০০৩–২০০৫ | জস্সী জ্যায়সী কোই নাহি | মল্লিকা শেঠ সুরি | সনি টিভি | নেতিবাচক ভূমিকা |
২০০৪–২০০৮ | কিউঁকি সাস ভি কাভি বহু থি | তানিয়া মালহোত্রা ভিরানি | স্টার প্লাস | নেতিবাচক ভূমিকা |
২০০৫ | কসৌটি জিন্দেগি কে | অ্যাডভোকেট মধুরা লোখান্ডে | স্টার প্লাস | |
২০০৬ | কসম সে | রশ্নি চোপড়া | জি টিভি | |
২০০৭ | কাজল | কামাযানি ভাসিন | সনি টিভি | |
২০০৮ | কহানি হমারে মহাভারত কি | অম্বা | ||
২০০৯ | কিতনি মোহাব্বত হ্যায় | অ্যাডভোকেট গঙ্গা রাই | ইমেজিন টিভি | |
২০১১–২০১২ | দেবোঁ কে দেব...মহাদেব | মদনিকে | লাইফ ওকে | |
ফুলওয়া | অ্যাডভোকেট রশ্নি মুখোপাধ্যায় | কালার্স টিভি | ||
২০১২–২০১৩ | ঝিলমিল সিতারোঁ কা অঙ্গন হোগা | কুসুম শর্মা / দামিনি | সাহারা ওয়ান | |
২০১৩ | বড়ে আচ্ছে লাগতে হ্যায় | এশা সিংহানিয়া | সনি টিভি | |
২০১৬–২০১৭ | ব্রহ্মারাক্ষস | মোহিনি নিগম শ্রীবাস্তব | জি টিভি | |
২০১৮–২০১৯ | নাগিন থ্রি | নাগিন সুমিত্রা চৌধুরী/ সুমিত্রা সেহগল | কালার্স টিভি | |
২০২০–২০২১ | দুর্গা - মাতা কি ছায়া | দামিনি অনেজা | স্টার ভারত | |
২০২১–২০২২ | তেরে বিনা জিয়া জায়ে না | জয়লক্ষ্মী ভূবন সিং | জি টিভি | |
২০২২–২০২৩ | জনম জনম কা সাথ | ডা. করুণা তমার | দঙ্গল | |
২০২৪–বর্তমান | প্রচান্দ অশোক | রাজমাতা হেলেনা মৌর্য | কালার্স টিভি |
ওয়েব সিরিজ
সম্পাদনাবছর | শিরোনাম | চরিত্র | প্লাটফর্ম | টীকা |
---|---|---|---|---|
২০১৯ | রাগিনী এমএমএস: রিটার্নস | ভারতী বর্মা | আল্ট বালাজী ও জি৫ | |
২০২০ | পেশওয়ার[৮] | ফাতিমা | উল্লু | ২০১৪ পেশওয়ার স্কুল গণহত্যার উপর ভিত্তি করে নির্মিত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Rakshanda Khan turns a year older; Naagin actress Surbhi Jyoti calls her Elizabeth Hurley"। The Times of India (ইংরেজি ভাষায়)। ২৭ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "Rakshanda Khan pregnant"। The Times of India (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৯।
- ↑ DESK, DNN24 (২০২৩-১২-০৫)। "Actress Rakshanda Khan's Inspiring Journey of Self-Discovery"। DNN24 (ইংরেজি ভাষায়)। ২০২৪-০১-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৩।
- ↑ "Rakshanda Khan back on TV with Adaalat"। The Times of India। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৩।
- ↑ "How I Met My Life Partner: Rakshanda Khan says, 'Every initiative in this relationship has to be credited to Sachin'"। www.freepressjournal.in। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৩।
- ↑ "TV actress Rakshanda Khan marries beau Sachin Tyagi"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৩-১৯। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৩।
- ↑ "BFFs Rakshanda Khan and Sania Mirza meet after long with their kids"। The Times of India। ২০১৯-০৭-১৫। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-০১-২৩।
- ↑ "Rakshanda Khan roped in for Ullu App's Peshawar"। Tellychakkar.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রক্ষন্দা খান (ইংরেজি)
উইকিমিডিয়া কমন্সে রক্ষন্দা খান সংক্রান্ত মিডিয়া রয়েছে।