সাহারা ওয়ান
ভারতীয় টেলিভিশন চ্যানেল
সাহারা ওয়ান হল মুম্বাই ভিত্তিক একটি ভারতীয় হিন্দি সাধারণ বিনোদনমূলক চ্যানেল।[১] চ্যানেলটি সাহারা ইন্ডিয়া পরিবার, ম্যানেজিং ওয়ার্কার এবং সাহারা ইন্ডিয়া পরিবার চেয়ারম্যান সুব্রত রায় কর্তৃক গঠিত কোম্পানী দ্বারা পরিচালিত হয়।
সাহারা ওয়ান | |
---|---|
উদ্বোধন | মার্চ ২৮, ২০০০ |
মালিকানা | সাহারা ওয়ান মিডিয়া ও ইন্টারটেইন্টমেন্ট লিমিটেড |
দেশ | ভারত |
প্রধান কার্যালয় | নয়া দিল্লি |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | ফিল্মি ফিরাঙ্গি সাহারা সময় |
ওয়েবসাইট | http://www.saharaone.in |
প্রাপ্তিস্থান | |
কৃত্রিম উপগ্রহ | |
ওয়ার্ল্ড টিভি ইউরোপ (ইউরোপ) | চ্যানেল ৫ |
টাটা স্কাই (ভারত) | চ্যানেল ১১৫ |
Dish Network (USA) | Channel 702 |
Cignal Digital TV (Philippines) | Channel TBA |
ক্যাবল | |
Rogers Cable (Canada) | Channel 832 |
Hathway (India) | Channel 16 |
Cable Star Iloilo (Philippines) | Channel 78 |
SkyCable (Philippines) | Channel TBA |
Destiny Cable (Philippines) | Channel TBA |
চ্যানেলটি সাহারা ইন্ডিয়া পরিবারের সুব্রত রায় এর গঠিত একটি কোম্পানীর দ্বারা পরিচালিত হয়ে থাকে যিনি মূলত একজন ম্যানেজিং ওয়ার্কার এবং সাহারা ইন্ডিয়া পরিবারের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ইতিহাস
সম্পাদনাসাহারা ওয়ান ২০০০ সালের মার্চ তারিখে সাহারা টিভি নামে চালু করা হয়েছিল কিন্তু ২০০৩ সালের এপ্রিল মাসে সাহারা টিভিকে পুনরায় সাহারা মনোরঞ্জন নামে নামকরণ করা হয়। অন্যান্য চ্যানেলের সঙ্গে প্রতিযোগিতার জন্য এবং শ্রোতাদেরকে আরোও আকর্ষণ করতে চ্যানেলটি আবারও ২০০৪ সালের ১০ অক্টোবর তারিখে সাহারা ওয়ান নামে পরিবর্তন করেন।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sahara One"। Saharaone.in। ২০০৪-১০-১০। ২০১০-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৭।
- ↑ "India's Sahara Television Puts Their Trust In Tektronix"। Embeddedstar.com। ২০১০-০১-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৭।