পিটার ফিলপট

অস্ট্রেলীয় ক্রিকেটার
(Peter Philpott থেকে পুনর্নির্দেশিত)

পিটার ইয়ান ফিলপট (ইংরেজি: Peter Philpott; জন্ম: ২১ নভেম্বর, ১৯৩৪) নিউ সাউথ ওয়েলসের ম্যানলি এলাকায় জন্মগ্রহণকারী সাবেক অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৫ থেকে ১৯৬৬ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে অস্ট্রেলিয়ার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। সাম্প্রতিক সময়ে তিনি কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

পিটার ফিলপট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামপিটার ইয়ান ফিলপট
জন্ম(১৯৩৪-১১-২১)২১ নভেম্বর ১৯৩৪
ম্যানলি, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক ও গুগলি
ভূমিকাঅল-রাউন্ডার, কোচ, লেখক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৩৪)
৩ মার্চ ১৯৬৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট৭ জানুয়ারি ১৯৬৬ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৭৬
রানের সংখ্যা ৯৩ ২৮৮৬
ব্যাটিং গড় ১০.৩৩ ৩১.৩৬
১০০/৫০ ০/০ ৪/১৫
সর্বোচ্চ রান ২২ ১৫৬
বল করেছে ২২৬২ ১৫৭১৭
উইকেট ২৬ ২৪৫
বোলিং গড় ৩৮.৪৬ ৩০.৩১
ইনিংসে ৫ উইকেট ১২
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৯০ ৭/৫৩
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/০ ৫৫/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩ ডিসেম্বর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর অস্ট্রেলীয় ক্রিকেটে নিউ সাউথ ওয়েলস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। লেগ ব্রেক ও গুগলি বোলিংয়ের পাশাপাশি ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করেছেন পিটার ফিলপট

প্রথম-শ্রেণীর ক্রিকেট সম্পাদনা

নর্থ সিডনি বয়েজ হাইস্কুলে অধ্যয়ন করেছেন। ১৯৫৪-৫৫ মৌসুম থেকে ১৯৬৬-৬৭ মৌসুম পর্যন্ত পিটার ফিলপটের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। পিটার ফিলপট লেগ স্পিনার ছিলেন। কার্যকরী ব্যাটসম্যানের পাশাপাশি স্লিপ ফিল্ডার হিসেবেও অসাধারণ ভূমিকা রেখেছেন।

১৯৫৪-৫৫ মৌসুম থেকে ১৯৬৬-৬৭ মৌসুম পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের পক্ষে খেলেন। ১৯৬৬-৬৭ মৌসুমে অস্ট্রেলীয় একাদশের সদস্যরূপে নিউজিল্যান্ড গমন করেন। ১৯৬৩-৬৪ মৌসুমে কুইন্সল্যান্ডের বিপক্ষে নিউ সাউথ ওয়েলসের সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৫৬ রান সংগ্রহ করেছিলেন।[১] ১৯৬০-৬১ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যক্তিগত সেরা বোলিং পরিসংখ্যান ৭/৫৩ দাঁড় করান।[২] ১৯৬৩-৬৪ ও ১৯৬৪-৬৫ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের বেশ কয়েকটি খেলায় অধিনায়কত্ব করে দলকে পরিচালনা করেছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে আটটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন পিটার ফিলপট। ৩ মার্চ, ১৯৬৫ তারিখে কিংস্টনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৭ জানুয়ারি, ১৯৬৬ তারিখে সিডনিতে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

১৯৬৪-৬৫ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। পাঁচ টেস্ট নিয়ে গড়া ঐ সিরিজে ৩৪.৯৪ গড়ে ১৮ উইকেট দখল করেছিলেন। দেশে ফিরে ১৯৬৫-৬৬ মৌসুমে ইংল্যান্ডের মুখোমুখি হন। ব্রিসবেনে সিরিজের প্রথম টেস্টের প্রথমে ইনিংসে ৫/৯০ লাভ করেন ও ইংল্যান্ডকে জোরপূর্বক ফলো-অনে প্রেরণ করতে মুখ্য ভূমিকা পালন করেন। তবে, সিরিজের প্রথমে তিন টেস্টে মাত্র আট উইকেট লাভ করানোর ফসলস্বরূপ দলের বাইরে তাকে রাখা হয়।

প্রথম সিরিজ শেষে ক্রিকেটবোদ্ধাদের অভিমত ছিল যে, হয়তোবা তিনি দলের সদস্যরূপে বহুদূর পাড়ি দেবার সক্ষমতা নিয়ে এসেছেন। ক্যারিবীয় অঞ্চলে ৩৪.৯৪ গড়ে ১৮ উইকেট পান। পরবর্তীতে তিন ইনিংসে ২৮১ রান খরচায় মাত্র তিন উইকেট পেয়েছিলেন। এর অল্প কিছুদিন পরই ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। এ সময়ে তিনি তার স্বর্ণালী সময়ে অবস্থান করছিলেন। এক পর্যায়ে শ্রীলঙ্কা দলকে পরিচালনা করার দায়িত্ব নেন। হারিয়ে যেতে বসা লেগ স্পিন চর্চার দিকে মনোনিবেশ ঘটান।

ল্যাঙ্কাশায়ার লীগে অংশগ্রহণ সম্পাদনা

পেশাদারী পর্যায়ে ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ার লীগে খেলেন। ১৯৫৫, ১৯৫৯ ও ১৯৬০ সালে রামসবটমে এবং ১৯৬২ সালে ইস্ট ল্যাঙ্কাশায়ারের পক্ষে খেলেছেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর প্রথিতযশা কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "New South Wales v Queensland 1963–64"। ২ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৩ 
  2. "Western Australia v New South Wales 1960–61"। ১১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ জুন ২০১৩ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা