নিকে (পৌরাণিক চরিত্র)

(Nike (mythology) থেকে পুনর্নির্দেশিত)

গ্রিক পুরাণে, নিকে বিজয়ের দেবী। তিনি তিতান গোত্রভুক্ত দেবতা পাল্লাস ও ওকেয়ানিদ স্তাইক্সের কন্যা এবং জেলুস, ক্রাতুসবিয়ার বোন।[১] এছাড়া নিকে শক্তি ও গতির দেবী। তার রোমান সমকক্ষ দেবী ভিক্তোরিয়া

নিকে
বিজয়ের দেবী
প্রাচীন এফেসুস শহরের ধ্বংসাবশেষ থেকে প্রাপ্ত দেবী নিকের পাথরের মূর্তি
আবাসঅলিম্পাস পর্বত
প্রতীকসোনালি স্যান্ডেল, পাখা, মালা
ব্যক্তিগত তথ্য
মাতাপিতাপাল্লাসস্তাইক্স
সহোদরক্রাতুস, বিয়া, জেলুস
রোমান সমকক্ষভিক্তোরিয়া

পুরাণ সম্পাদনা

নিকে ও তার ভাইবোনেরা জিউসের ঘনিষ্ঠ সহচর ছিলেন। পুরাণ অনুসারে, পুরনো শ্বরদের বিরুদ্ধে তিতানদের সংঘর্ষে সময় তার মাতা স্তাইক্স তাদের জিউসের নিকট নিয়ে এসেছিলেন। নিকে স্বর্গীয় সারথীর ভূমিকা পালন করেছিলেন। নিকে যুদ্ধক্ষেত্রে গিয়ে বিজয়ীদের জলপাইয়ের পাতা দিয়ে গৌরব ও সম্মান প্রদান করতেন।

তথ্যসূত্র সম্পাদনা