গ্রিক পুরাণে, পাল্লাস তিতানদের একজন ছিলেন। হেসিয়ডের মতে, তিনি ক্রিউসএউরিবিয়ার সন্তান এবং আস্ত্রাইয়ুসপের্সেসের ভাই। তিনি স্তাইক্সের স্বামী এবং তাদের সন্তানেরা হলেন নিকে, জেলুস, ক্রাতুসবিয়া[] গাইয়াস জুলিয়াস হাইজিনাস পাল্লাসকে "দানব" বলে অভিহিত করেন এবং বলেন স্তাইক্সের গর্ভে তার আরও কয়েকজন সন্তান হলেন স্কাইলা, ফন্তেস]], ও লাকুস।[] পাল্লাসকে প্রায়ই তিতানের যুদ্ধবিগ্রহের দেবতা বলে আখ্যায়িত করা হয়।[][]

তথ্যসূত্র

সম্পাদনা