আস্ত্রাইয়ুস
গ্রিক পুরাণে, আস্ত্রাইয়ুস ছিল টাইটান গোত্রভুক্ত একজন দেবতা। সে ছিল টাইটান ক্রিউস ও পোন্তুসের কন্যা এউরিবিয়ার সন্তান। তার সাথে ঊষাদেবী এয়সের বিয়ে হয়। তাদের সন্তানেরা হল - উত্তর (বোরেয়াস), দক্ষিণ (নোতুস), পূর্ব (এউরুস) ও পশ্চিমা (জেফাইরুস) বায়ু এবং ৫ জন আস্ত্রা প্লানেতা (গ্রহ)। ৫ জন আস্ত্রা প্লানেতার নামগুলো হল - এয়স্ফোরুস, পাইরয়ইস, স্তিল্বন, ফাইনন ও ফাইথন।
![]() |
পুরাণ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |