গ্রিক পুরাণে ক্রিউস (/ˈkrəs/; প্রাচীন গ্রিকΚρεῖος[] বা, Κριός, ক্রিয়োস/ক্রিঅস) ছিলেন বারোজন টাইটানদের একজন। তিনি ছিলেন উরানোসগাইয়ার সন্তান এবং একজন টাইটান দেবতা। ক্রিউসের সাথে পোন্তুস এর কন্যা এউরিবিয়ার মিলনে আস্ত্রাইয়ুস, পাল্লাসপের্সেস নামের তিনজন পুত্রের জন্ম হয়।

গ্রীক পুরাণের টাইটানগণ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Etymology uncertain: traditionally considered a variation of κρῑός "ram"; the word κρεῖος was also extant in Ancient Greek but only in the sense of "type of mussel" [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ ফেব্রুয়ারি ২০১২ তারিখে[২][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ].