ইয়ান ওয়ার্ডল

ইংরেজ ক্রিকেটার
(Iain Wardlaw থেকে পুনর্নির্দেশিত)

ইয়ান ওয়ার্ডল (জন্ম: ২৯ জুন, ১৯৮৫) ইয়র্কশায়ারের ডিউসবারি এলাকায় জন্মগ্রহণকারী স্কটিশ ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গণে স্কটল্যান্ড ক্রিকেট দলের পক্ষে খেলছেন।[১] ডানহাতি মিডিয়াম পেসার ও ডানহাতি ব্যাটসম্যান ওয়ার্ডল কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার দলে প্রতিনিধিত্ব করছেন।

ইয়ান ওয়ার্ডল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামইয়ান ওয়ার্ডল
জন্ম (1985-06-29) ২৯ জুন ১৯৮৫ (বয়স ৩৮)
ডিউসবারি, ইয়র্কশায়ার, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৫০)
৬ মার্চ ২০১৩ বনাম আফগানিস্তান
শেষ ওডিআই৮ সেপ্টেম্বর ২০১৩ বনাম আয়ারল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩২)
৩ মার্চ ২০১৩ বনাম আফগানিস্তান
শেষ টি২০আই৪ মার্চ ২০১৩ বনাম আফগানিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১১-বর্তমানইয়র্কশায়ার (জার্সি নং 7)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ২৫
রানের সংখ্যা ১৩ ৬৬ ৬৯
ব্যাটিং গড় ১৩.০০ ১৬.৫০ ৯.৮৫
১০০/৫০ ০/০ –/– ০/০ ০/০
সর্বোচ্চ রান ৭** ৩৩* ১৮
বল করেছে ৪৭১ ৪৮ ৮১০ ১,১৪৫
উইকেট ১৫ ৩৯
বোলিং গড় ২৭.২৬ ১৫.৫০ ৭০.০০ ২৮.০৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৪৩ ২/৩০ ৩/১০১ ৪/৪৩
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ০/– ২/– ২/–
উৎস: Cricinfo, ১৪ সেপ্টেম্বর ২০১৩

প্রারম্ভিক জীবন সম্পাদনা

২০১১ সালে ইয়র্কশায়ার দলে যোগ দেন। এরপূর্বে ব্রাডফোর্ড লীগে ক্লেকহিটন ক্রিকেট ক্লাবে খেলেন। দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপে ইয়র্কশায়ারের দ্বিতীয় একাদশে খেলেন। জুলাই, ২০১১ সালে নটিংহ্যামশায়ারের বিপক্ষে টুয়েন্টি২০ খেলায় অভিষেক ঘটে। খেলায় তিনি ৩.১ ওভার বোলিং করে দুই উইকেট পান।[২] এরপর তিনি আরও কয়েকটি টুয়েন্টি২০ খেলায় অংশ নিয়ে উইকেট পেলেও তার ওভারপ্রতি রান প্রদানের হার ৫.৮২।[৩] ২০১১ সালে চারটি টুয়েন্টি২০ ও কাউন্টি চ্যাম্পিয়নশীপের একটি খেলায় অংশগ্রহণ করেন।[৩] ২০১২ মৌসুমেও ইয়র্কশায়ারের পক্ষে খেলার জন্য চুক্তিবদ্ধ হন।

আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

জুলাই, ২০১১ সালে রোজেস ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন। খেলায় তিনি ৬৮ রান দিয়ে এক উইকেট পান।[৩] এ খেলার পর টিম ব্রেসনান আন্তর্জাতিক খেলা থেকে ফিরে আসায় তাকে দলের বাইরে রাখা হয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Iain Wardlaw"। Yorkshireccc.com। ২৮ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১১ 
  2. "Friends Life t20; North Group; Yorkshire v Nottinghamshire"। Espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১১ 
  3. "Iain Wardlaw"। Espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৫ জুলাই ২০১১