হাউসা ভাষা
(Hausa language থেকে পুনর্নির্দেশিত)
হাউসা (Hausa বা هَوْسَ) পশ্চিম আফ্রিকাতে প্রচলিত একটি আফ্রো-এশীয় ভাষা। প্রায় ৪৪ মিলিয়ন জনগণ মাতৃভাষা হিসেবে এই ভাষা ব্যবহার করে এবং প্রায় ২০ মিলিয়ন জনগণ দ্বিতীয় ভাষা হিসেবে এই ভাষা ব্যবহার করে। এথ্নোলগ অনুসারে হাউসা ভাষী মোট জনসংখ্যা আনুমানিক ৬৩ মিলিয়ন।[২] দক্ষিণ নাইজার ও উত্তর নাইজেরিয়া জুড়ে মূলত এই ভাষা ব্যবহৃত হয়। মার্কিন জনগণের একটি অংশ (অধিকাংশই ঘানা থেকে আগত) এই ভাষায় কথা বলে।
হাউসা | |
---|---|
هَوُسَ | |
দেশোদ্ভব | বেনিন, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, ঘানা, নাইজার, নাইজেরিয়া, টোগো |
মাতৃভাষী | ৪.৪ কোটি (মাতৃভাষা) ২ কোটি (দ্বিতীয় ভাষা)[১] |
সরকারি অবস্থা | |
সরকারি ভাষা | Northern States of Nigeria |
ভাষা কোডসমূহ | |
আইএসও ৬৩৯-১ | ha |
আইএসও ৬৩৯-২ | hau |
আইএসও ৬৩৯-৩ | hau |
ধ্বনিতত্ত্ব
সম্পাদনাব্যঞ্জনধ্বনি
সম্পাদনাভাষাভাষীর উপর ভিত্তি করে হাউসা ভাষায় ২৩ এবং ২৫টি ব্যঞ্জনধ্বনি রয়েছে।
উভয়ৌষ্ঠ্য | দন্তমূলীয় | পশ্চাৎ- দন্তমূলীয় |
Dorsal | Glottal | ||||
---|---|---|---|---|---|---|---|---|
তালব্য | পশ্চাত্তালব্য | round | ||||||
নাসিক্য | m | n | ||||||
Plosive/ Affricate |
implosive | ɓ | ɗ | |||||
voiced | b | d | (d)ʒ | ɟ | ɡ | ɡʷ | ||
tenuis | t | tʃ | c | k | kʷ | ʔ | ||
ejective | (t)sʼ | (tʃʼ) | cʼ | kʼ | kʷʼ | |||
উষ্ম | voiced | z | ||||||
tenuis | ɸ | s | ʃ | h | ||||
নৈকট্য | l | j; j̰ | w | |||||
Rhotic | r | ɽ |
স্বরধ্বনি
সম্পাদনা- হ্রস্য (একক) স্বরধ্বনি: /i, u, e, o, a/
- দীর্ঘ স্বরধ্বনি: /iː, uː, eː, oː, aː/.
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ এথ্নোলগে হাউসা ভাষা (২০তম সংস্করণ, ২০১৭)
- ↑ "Hausa"। Ethnologue (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০৮-১৬।