ফুটবল ক্লাব দিনামো মস্কো

(FC Dynamo Moscow থেকে পুনর্নির্দেশিত)

ফুটবল ক্লাব দিনামো মস্কো (এছাড়াও (দিনামো মস্কো অথবা এফসি দিনামো মস্কো[২] (রুশ: Дина́мо Москва́ [dʲɪˈnamə mɐˈskva]) নামে পরিচিত) হচ্ছে মস্কো ভিত্তিক একটি রুশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে রাশিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ রুশ প্রিমিয়ার লীগে খেলে।[৩] এই ক্লাবটি ১৯২৩ সালের ১৮ই এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। দিনামো মস্কো তাদের সকল হোম ম্যাচ মস্কোর ভিটিবি এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,৩১৯। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জান্দ্রো শোয়ার্টজ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ইয়ুরি বেলকিন। রুশ গোলরক্ষক আন্তোন শুনিন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

দিনামো মস্কো
পূর্ণ নামФутбольный клуб Динамо Москва
(ফুটবল ক্লাব দিনামো মস্কো)
ডাকনামবেলো-গলুবিয়ে (সাদা-নীল)
দিনামিকি (লাউডস্পিকার)
মেন্তি (পুলিশ)
মুসোরা (পুলিশ)
প্রতিষ্ঠিত১৮ এপ্রিল ১৯২৩; ১০০ বছর আগে (1923-04-18)
মাঠভিটিবি এরিনা, মস্কো
ধারণক্ষমতা২৬,৩১৯
মালিকভিটিবি ব্যাংক[১]
সভাপতিরাশিয়া ইয়ুরি বেলকিন
ম্যানেজারজার্মানি জান্দ্রো শোয়ার্টজ
লিগরুশ প্রিমিয়ার লীগ
২০১৯–২০৬ষ্ঠ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ঘরোয়া ফুটবলে, দিনামো মস্কো এপর্যন্ত ২০টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১১টি রুশ প্রিমিয়ার লীগ, ১টি রুশ জাতীয় ফুটবল লীগ, ৭টি রুশ কাপ এবং ১টি রুশ সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক ফুটবলে, দিনামো মস্কোর সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৭১–৭২ উয়েফা কাপ উইনার্স কাপে ফাইনালে পৌঁছানো, যেখানে তারা স্কটিশ ক্লাব র‍েঞ্জার্সের কাছে ৩–২ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

অর্জন সম্পাদনা

ঘরোয়া সম্পাদনা

সোভিয়েত শীর্ষ লীগ / রুশ প্রিমিয়ার লীগ[৪]
সোভিয়েত কাপ / রুশ কাপ[৫][৬]
সোভিয়েত সুপার কাপ / রুশ সুপার কাপ
রুশ ফুটবল জাতীয় লীগ

ইউরোপীয় সম্পাদনা

উয়েফা কাপ উইনার্স কাপ

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:ফুটবল ক্লাব দিনামো মস্কো টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লীগ