রুশ প্রিমিয়ার লিগ

(রুশ প্রিমিয়ার লীগ থেকে পুনর্নির্দেশিত)

রুশ প্রিমিয়ার লিগ (আরপিএল; রুশ: Российская премьер-лига; РПЛ; এছাড়াও রুশ প্রিমিয়ার লিগা নামে পরিচিত) হচ্ছে পুরুষদের ফুটবল ক্লাবগুলোর মধ্যে আয়োজিত একটি রুশ পেশাদার লিগ।[] এই লিগটি রুশ ফুটবল লিগ পদ্ধতির শীর্ষস্তরের ফুটবল প্রতিযোগিতা। রুশ ফুটবল ইউনিয়ন দ্বারা পরিচালিত রুশ প্রিমিয়ার লিগে সর্বমোট ১৬টি ক্লাব প্রতিযোগিতা করে থাকে; যার মধ্য হতে পয়েন্ট টেবিলের নিচের দিকের দল ফুটবল জাতীয় লিগে অবনমিত হয়।

রুশ প্রিমিয়ার লিগ
সংগঠকরুশ ফুটবল ইউনিয়ন (আরএফইউ)
স্থাপিত২০০১; ২৩ বছর আগে (2001)
দেশরাশিয়া রাশিয়া
কনফেডারেশনউয়েফা
দলের সংখ্যা১৬
লিগের স্তর১ম
অবনমিতফুটবল জাতীয় লিগ
ঘরোয়া কাপরুশ কাপ
রুশ সুপার কাপ
আন্তর্জাতিক কাপউয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা ইউরোপা লিগ
বর্তমান চ্যাম্পিয়নজিনিত সেন্ট পিটার্সবার্গ (৫ম শিরোপা)
সর্বাধিক শিরোপাস্পার্তাক মস্কো (১০টি শিরোপা)
সম্প্রচারকসম্প্রচারকের তালিকা
ওয়েবসাইটpremierliga.ru

রুশ প্রিমিয়ার লিগের প্রতিটি মৌসুমে প্রতিটি ক্লাব একে অপরের সাথে দুইটি করে ম্যাচ খেলে; যার মধ্যে একটি হচ্ছে হোম ম্যাচ এবং অন্যটি হচ্ছে অ্যাওয়ে ম্যাচ। প্রতিটি মৌসুমের শেষে, নীচের দুটি ক্লাবটি স্বয়ংক্রিয়ভাবে রুশ ফুটবল লিগ পদ্ধতির দ্বিতীয় স্তরে অবনমিত হয়। একই সাথে, রুশ ফুটবল জাতীয় লিগের চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় স্থান অধিকারী দল স্বয়ংক্রিয়ভাবে রুশ প্রিমিয়ার লিগে উন্নীত হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Russian Premier League"uefa.com। ১১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লিগ মৌসুম টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লিগ টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লিগের ম্যানেজার টেমপ্লেট:রুশ প্রিমিয়ার লিগের মাঠ টেমপ্লেট:রাশিয়ায় ফুটবল

টেমপ্লেট:রাশিয়ার শীর্ষ ক্রীড়া লিগ