ক্যামেরন বয়েস
অস্ট্রেলীয় ক্রিকেটার
(Cameron Boyce (cricketer) থেকে পুনর্নির্দেশিত)
ক্যামেরন জন বয়েস (জন্ম ২৭ জুলাই, ১৯৮৯) কুইন্সল্যান্ডের শার্লেভিল শহরে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার।[১] লেগ স্পিনার ক্যামেরন বয়েস অস্ট্রেলীয় ঘরোয়া ক্রিকেটে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও কুইন্সল্যান্ডের পক্ষে খেলছেন। মার্চ, ২০১০ সালে গাব্বায় অনুষ্ঠিত খেলায় কুইন্সল্যান্ডের পক্ষে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত হন।[২] পরের সপ্তাহেই শেফিল্ড শিল্ডের চূড়ান্ত খেলায় অংশ নেন। বয়েস ভিক্টোরিয়া বুশর্যাঞ্জার্সের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট পেলেও তার দল কুইন্সল্যান্ড পরাজিত হয়।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ক্যামেরন জন বয়েস | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | শার্লেভিল, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া | ২৭ জুলাই ১৯৮৯|||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | লেগ স্পিনার | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||
২০১০ | কুইন্সল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
এফসি অভিষেক | ১০ মার্চ ২০১০ কুইন্সল্যান্ড বনাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: Cricinfo, ৭ জানুয়ারি ২০১২ |
২০১১ সালে অস্ট্রেলিয়া সভাপতি একাদশ দলের সদস্য মনোনীত হন তিনি ও ক্যানবেরায় অনুষ্ঠিত সফরকারী ভারতীয়দের বিপক্ষে মাঠে নামেন। সাবেক টেস্ট স্পিনার অ্যাশলে মলেটের মতে শেন ওয়ার্নের পর প্রথম-শ্রেণীর ক্রিকেটে বয়েস সেরা লেগ স্পিনার।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Cameron Boyce"। Player profile। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১০।
- ↑ "Queensland v Western Australia: Sheffield Shield 2009/10"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১০।
- ↑ Badel, Peter (১৮ ডিসেম্বর ২০১১)। "Spin great Ashley Mallett backs Bulls young gun Cameron Boyce to be the man"। The Courier-Mail। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১২।