ব্রাইডন কার্স

ক্রিকেটার
(Brydon Carse থেকে পুনর্নির্দেশিত)

ব্রাইডন আলেকজান্ডার কার্স (জন্ম ৩১ জুলাই ১৯৯৫) একজন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার। যিনি ডারহাম কাউন্টি ক্রিকেট ক্লাব এবং ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে খেলেন। তিনি একজন ডানহাতি ফাস্ট বোলার ও ডান হাতে ব্যাটম্যান । তিনি জিম্বাবুয়ের ক্রিকেটার জেমস আলেকজান্ডার কার্সের ছেলে , যিনি ইংল্যান্ডে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলেছিলেন । ২০২১ সালের জুলাই মাসে ইংল্যান্ড ক্রিকেট দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয় ।

ব্রাইডন কার্স
২০২৩ সালে ব্রাইডন কার্স
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ব্রাইডন আলেকজান্ডার কার্স
জন্ম (1995-07-31) ৩১ জুলাই ১৯৯৫ (বয়স ২৯)
কেপ টাউন, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা
উচ্চতা৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম ফাস্ট
সম্পর্কজেমস কার্স (বাবা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২৫৯)
৮ জুলাই ২০২১ বনাম পাকিস্তান
শেষ ওডিআই১৯ জুলাই ২০২২ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১৪/১৫ইস্টার্ন প্রভিন্স
২০১৬–বর্তমানডারহাম (জার্সি নং ৯৯)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই প্রথম-শ্রেণি লিস্ট এ টি-টুয়েন্টি
ম্যাচ সংখ্যা ৩৮ ১৬ ৫১
রানের সংখ্যা ৭৭ ১১১৬ ৭৯ ৫১৪
ব্যাটিং গড় ১৯.২৫ ৩০.১৬ ১৫.৮০ ১৭.৭২
১০০/৫০ ০/০ ১/৩ ০/০ ০/১
সর্বোচ্চ রান ৩১ ১০৮* ৩১ ৫১
বল করেছে ৪০৬ ৪,৭০৩ ৬৫১ ৮৬৯
উইকেট ১২ ৯৭ ২২ ২৯
বোলিং গড় ৩১.৮৩ ৩১.১৯ ২৭.৫০ ৪৪.৪১
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৬১ ৬/২৬ ৫/৬১ ৩/৩০
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৫/– ৩/– ১৬/–

তথ্যসূত্র

সম্পাদনা

ফিফা অনুর্ধ্ব ২০

  • বিদেশি ক্রিড়া (বই)

বহিঃসংযোগ

সম্পাদনা