৭ পদাতিক ডিভিশন (বাংলাদেশ)

(7th Infantry Division (Bangladesh) থেকে পুনর্নির্দেশিত)

৭ পদাতিক ডিভিশন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এটি পটুয়াখালী জেলার লেবুখালী তে অবস্থিত। বরিশাল বিভাগে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর এটিই প্রথম কোন সামরিক দল। বাংলাদেশের সামরিক বাহিনীর ফোর্সেস গোল ২০৩০-এর উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশ হিসেবে এই ইউনিটটি গঠন করা হয়েছিল। এই প্রকল্পের নির্মাণ ব্যয় আনুমানিক ১৬.৯৯ বিলিয়ন ধরা হয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত হবে।[১][২]

৭ পদাতিক ডিভিশন
সক্রিয়৮ ফেব্রুয়ারি, ২০১৮ - বর্তমান
দেশ বাংলাদেশ
আনুগত্য বাংলাদেশ
শাখা বাংলাদেশ সেনাবাহিনী
ধরনপদাতিক
আকারডিভিশন
গ্যারিসন/সদরদপ্তরশেখ হাসিনা সেনানিবাস
কমান্ডার
বর্তমান
কমান্ডার
মেজর জেনারেল আব্দুল কাইয়ুম মোল্লা

গঠন সম্পাদনা

বরিশাল বিভাগে কোন সেনাবাহিনীর দল না থাকায় পদাতিক ডিভিশনের উপর নির্ভর করতে হত। ফলে দেশের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ও সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে পটুয়াখালীর লেবুখালি এলাকায় ফোর্সেস গোল ২০৩০-এর অংশ হিসেবে একটি নতুন পদাতিক ডিভিশন ও সেনানিবাস প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়।[৩]

১৪ নভেম্বর, ২০১৭ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), এই প্রকল্পের অনুমোদন দেয়।[১] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ ফেব্রুয়ারি, ২০১৮-তে শেখ হাসিনা সেনানিবাস ও ৭ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে এর প্রতিষ্ঠা ঘোষণা করেন।[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "15,512 posts soon for 7th Infantry Division"The Independent (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৯ 
  2. "PM inaugurates Sheikh Hasina Cantonment in Patuakhali"Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-০৮ 
  3. News, United। "Remain vigil to protect constitution, sovereignty: PM to Army"unb.com.bd (ইংরেজি ভাষায়)। ২০১৮-০২-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৭ 
  4. "Remain vigil to protect constitution, sovereignty, PM tells army"New Age | The Outspoken Daily (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৮-০২-১৭