৫৫ ক্যানক্রি

(55 cancri থেকে পুনর্নির্দেশিত)
৫৫ ক্যানক্রি
পর্যবেক্ষণকৃত উপাত্ত
ইপক জে২০০০.০
উপাদান ৫৫ ক্যানক্রি এ ৫৫ ক্যানক্রি বি
তারামণ্ডল
(উচ্চারণ)
কর্কট কর্কট
বিষুবাংশ  ০৮ ৫২মি ৩৫.৮সে  ০৮ ৫২মি ৪০.৯সে
বিষুবলম্ব +২৮° ১৯′ ৫১″ +২৮° ১৯′ ৫৯″
আপাত মান (V) ৫.৯৫ ১৩.১৫
বৈশিষ্ট্য
বর্ণালী ধরণ জি৮ভি এম৩.৫-৪ভি
ইউ-বি বর্ণ সূচক ০.৬৫ ১.২১
বি-ভি বর্ণ সূচক ০.৮৬ ১.৬৬
বিষুবীয় ধরণ নেই অজ্ঞাত
জ্যোতির্মিতি
অরীয় বেগ (Rv) ২৭.৩ কিমি/সে ?
সঠিক গতি (μ) বিষুবাংশ: -৪৮৫.৪৬ এমএএস/বছর
বিষুবলম্ব: -২৩৪.৪০ এমএএস/বছর
?
লম্বন (π) ৭৯.৮০ ± ০.৮৪ এমএএস ?
দূরত্ব ৪০.৯ ± ০.৪ আলোকবর্ষ
(১২.৫ ± ০.১ পারসেক)
?
পরম মান (MV) ৫.৪৬ ১২.৬৬
বিস্তারিত
ভর ০.৯৫ ± ০.১[] M ০.১৩ M
ব্যাসার্ধ ০.৯৬[] R ০.৩০ R
উজ্জ্বলতা ০.৬৩[] L ০.০০৭৬ L
তাপমাত্রা ৫২৫০[] কেলভিন ?
ধাতবতা ১৮৬%[] ?
ঘূর্ণন ৪২.২[] দিন ?
বয়স ৪.৫×১০[] বছর ?
অন্যান্য বিবরণ
ρ1 ক্যিনক্রি, জি১ ৩২৪, বিডি +২৮°১৬৬০, এইচডি ৭৫৭৩২

৫৫ ক্যানক্রি এ

এইচআর ৩৫২২, এলএইচএস ২০৬২, এলটিটি ১২৩১০, জিসিটিপি ২১১৭.০০, সাও ৮০৪৭৮, এলএফটি ৬০৯, হিপ ৪৩৫৮৭

৫৫ ক্যানক্রি বি

এলএইচএস ২০৬৩, এলটিটি ১২৩১১, এলএফটি ৬১০

৫৫ ক্যানক্রি (ইংরেজি: 55 cancri; /ˈkæŋkriː/, ইংরেজিতে কখনও কখনও ক্যানক্রাই নামে উচ্চারিত হয়) হচ্ছে কর্কট রাশিতে অবস্থিত একটি যুগল তারা। এটি পৃথিবী থেকে প্রায় ৪১ আলোকবর্ষ দূরে অবস্থিত । ৫৫ ক্যানক্রির জগতে একটি হলদে বামন তারা (৫৫ ক্যানক্রি এ) অবস্থিত যেটি অনেকটা আমাদের সূর্যের মত দেখতে। এবং একটি লাল বামন তারা (৫৫ ক্যানক্রি বি) ও অবস্থিত। এবং এই দুটি বামন তারার মধ্যবর্তী দূরত্ব পৃথিবী থেকে সূর্যের মধ্যবর্তী দূরত্বের প্রায় ১০০০ গুন ।

২০০৮ সাল পর্যন্ত ৫৫ ক্যানক্রি এ এর কক্ষপথে পাঁচটি বহির্গ্রহের সন্ধান পাওয়া গেছে। এরমধ্যে চারটি গ্রহের ভর প্রায় বৃহস্পতি গ্রহের ভরের সমান। এবং অন্যটির ভর প্রায় নেপচুনের ভরের সমান| ৫৫ক্যানক্রি হলো আমদের জানা সর্বপ্রথম বহির্জাগতিক সৌরমণ্ডল যেখানে পাঁচটি গ্রহ রয়েছে। ৫৫ ক্যানক্রি এ কে NASA Terrestrial Planet Finder mission এর ১০০টি তারকার মধ্যে ৬৩ তম স্থান দেয়া হয়েছে।[]

এই নক্ষত্রটির বেয়ার সূচকের মান "Rho1 ক্যানক্রি" এবং ফ্লেমস্টেড সূচকের মান "৫৫ ক্যানক্রি"। সাধারণত নক্ষত্রের বর্ণনা দেবার জন্য যারা ফ্লেমস্টেড সূচক ব্যবহার করেন তারা একে ঐ সূচকের মান অনুসারে একে "৫৫ ক্যানক্রি" বলে থাকেন।

দূরত্ব এবং দর্শনকাল

সম্পাদনা

৫৫ ক্যানক্রি জগৎ আমাদের সৌরজগতের খুব কাছে অবস্থিত। Hipparcos astrometry satellite এর মাধ্যমে দেখা গেছে ৫৫ ক্যানক্রি এ আমাদের থেকে মাত্র ৭৯.৮০ মিলি আর্ক সেকেন্ড দূরে অবস্থিত (দুরত্ব ১২.৫ পারসেক এ তুলনা করা হয়েছে)[] ৫৫ ক্যানক্রি এ এর apparent magnitude প্রায় ৫.৯৫ এবং এটি সাধারণ দুরবীন এর সাহায্যি দেখা যায়। এছাড়া আকাশ পরিষ্কার থাকলে এটিকে খালি চোখেও দেখা সম্ভব। এছাড়া ৫৫ ক্যানক্রি বি আকৃতিতে ১৩তম; এবং এটিকে নভোদূরবীক্ষন যন্ত্রের সাহায্যে দেখা যায়।

তারা জগতের উপাদানসমূহ

সম্পাদনা

গ্রহ জগৎ

সম্পাদনা
কাছাকাছি গ্রহসমূহ
(In order from star)
ভর
(MJ)
কক্ষপথে একবার আবর্তন
করতে সময় লাগে
(দিন)
অক্ষরেখা
(AU)
উৎকেন্দ্রিকতা
>০.০৩৪ ± ০.০০৩৬ ২.৮১৭০৫ ± ০.০০০১ ০.০৩৮ ± ১০−৬ ০.০৭ ± ০.০৬
বি >০.৮২৪ ± ০.০০৭ ১৪.৬৫১৬২ ± ০.০০০৭ ০.১১৫ ± ০.০০০১ ০.০১৪ ± ০.০০৮}
সি >০.১৬৯ ± ০.০০৮ ৪৩.৯৩ ± ০.০২১ ০.২৪০ ± ৪.৫×১০−৫ ০.০৮৬ ± ০.০৫২}
এফ >০.১৪৪ ± ০.০৪ ২৬০ ± ১.১ ০.৭৮১ ± ০.০০৭ ০.২ ± ০.২

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Marcy, Geoffrey W.; ও অন্যান্য (২০০২)। "A planet at 5 AU Around 55 Cancri"। The Astrophysical Journal581 (2): 1375–1388। arXiv:astro-ph/0207294 ডিওআই:10.1086/344298বিবকোড:2002ApJ...581.1375M 
  2. Henry, Gregory W. (২০০০)। "Photometric and Ca II H and K Spectroscopic Variations in Nearby Sun-like Stars with Planets. III."The Astrophysical Journal531 (1): 415–437। সংগ্রহের তারিখ ২০০৭-১১-০৮  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  3. "TPF-C Top 100"। ১৫ আগস্ট ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০০৮  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); অজানা প্যারামিটার |accessmonthday= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  4. "HIP 43587"The Hipparcos and Tycho Catalogues। ESA। ১৯৯৭।  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); অজানা প্যারামিটার |accessmonthday= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা