৩৬ জুলাই
বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে ৩৬ জুলাই বলতে ২০২৪ সালের ৫ আগস্টকে নির্দেশ করে।[১][২] অসহযোগ আন্দোলনের প্রেক্ষিত সৃষ্ট গণ-অভ্যুত্থানে বাংলাদেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিন পদত্যাগ করে দেশত্যাগ করেন।[৩]
প্রেক্ষাপট
২০২৪ সালের ৫ জুন বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করে রায় দিলে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ১৬ জুলাই আন্দোলন প্রাণঘাতী রূপ নেয়। ২১ জুলাই সুপ্রীম কোর্টের আপীল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে কোটা সংস্কারের পক্ষে রায় দিলেও আন্দোলনে প্রাণহানিকে “জুলাই গণহত্যা” আখ্যা দিয়ে নয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত থাকে। আন্দোলনকারীরা “দাবি পূরণ না হওয়া পর্যন্ত জুলাই মাস গণনা করার” কথা জানান; এইভাবে তারা ১ আগস্ট থেকে ৩২ জুলাই হিসেবে গণ্য করতে থাকেন।[৪][৫] আন্দোলনে নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ৪ আগস্ট (৩৫ জুলাই) থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং ৫ আগস্ট (৩৬ জুলাই) “মার্চ টু ঢাকা” কর্মসূচির ঘোষণা দেন। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করেন এবং বাংলাদেশ ত্যাগ করেন। আন্দোলনের সফলতাকে আন্দোলনকারীরা “দ্বিতীয় স্বাধীনতা” এবং এই দিনটিকে “৩৬ জুলাই” হিসেবে অভিহিত করেন।[১][৬]
জনপ্রিয় সংস্কৃতিতে
শেখ হাসিনার পদত্যাগের পরদিন ৬ আগস্ট দৈনিক আজকের পত্রিকা প্রিন্ট সংস্করণের প্রথম পাতায় “জুলাই গণহত্যা” শিরোনামে ৩৪ ও ৩৬ জুলাইয়ে আন্দোলনের সময়রেখা দেখানো হয়।[৭] মোস্তফা সরয়ার ফারুকী, আকবর আলী প্রমুখ “৩৬ জুলাই” শব্দবন্ধ ব্যবহার করে বক্তব্য রাখেন।[৮][৪]
শেখ হাসিনার পদত্যাগের পর দেশব্যাপী দেয়ালচিত্রে “৩৬ জুলাই”-কে বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়।[৯] ঢাকার ঝিগাতলায় ডেসকোর দেয়ালে জুলাইয়ের ৩৬ দিনের একটি দিনপঞ্জির গ্রাফিতি অঙ্কন করা হয়, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।[১০] এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রভৃতি এলাকায় ৩৬শে জুলাইয়ের গ্রাফিতি দেখা যায়।[১১][৩]
আরও দেখুন
তথ্যসূত্র
- ↑ ক খ "আগস্টের ৫ তারিখ যেভাবে '৩৬ জুলাই' হলো"। দেশ রূপান্তর। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ হায়দার, মুহাম্মদ লুৎফুল (১০ আগস্ট ২০২৪)। "প্রতিশোধের উন্মত্ততা: 'চিরদিন কাহারো সমান নাহি যায়'"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ ক খ মাহমুদ, আনিস (১০ আগস্ট ২০২৪)। "সিলেটে শিক্ষার্থীদের দেয়ালচিত্র"। প্রথম আলো। সিলেট। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ ক খ "'নব্য রাজাকাররা কই পালাবে এবার?'"। দৈনিক ইত্তেফাক। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "'অন্তর্বর্তিকালীন গণতান্ত্রিক সরকার চাই'! ছাত্র-জনতার স্লোগানে 'নতুন বাংলাদেশ' গড়ার ডাক জেলায় জেলায়"। আনন্দবাজার পত্রিকা। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "কেমন আছে ওপার বাংলা? '৩৬ জুলাই'-এর পরদিন ফোনে HT বাংলা শুনল সাধারণের কণ্ঠস্বর"। হিন্দুস্তান টাইমস। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "জুলাই গণহত্যা"। দৈনিক আজকের পত্রিকা। ৬ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "৩৬ জুলাই, স্বাধীন দেশে স্বাগতম!"। আমাদের সময়। ৫ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "গ্রাফিতিতে প্রতিবাদের ভাষা"। বাংলা ট্রিবিউন। ১০ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "ঢাকার দেয়ালে রক্তাক্ত জুলাইয়ের 'অন্যরকম' ক্যালেন্ডার"। দৈনিক যুগান্তর। ১০ আগস্ট ২০২৪। ১৩ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।
- ↑ "ঢাবির দেয়ালগুলো যেন গ্রাফিতির 'গ্যালারি'"। বিডিনিউজ২৪। ১২ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০২৪।