২৭৪৩০১ উইকিপিডিয়া
২৭৪৩০১ উইকিপিডিয়া (প্রাথমিক নাম ২০০৮ কিউএইচ২৪) হলো ভেস্টা পরিবারের একটি উপগ্রহ, যেটি প্রায় ১ কিলোমিটার (০.৬ মা) ব্যাসার্ধ বিশিষ্ট। এটি ২০০৮ সালের ২৫ আগস্ট উত্তর ইউক্রেনের আন্দ্রুশিভকা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষকরা আবিষ্কার করেন।[১] ২০১৩ সালের জানুয়ারিতে গ্রহাণুটি উইকিপিডিয়ার নামে নামকরণ করা হয়।[২]
আবিষ্কার [১] | |
---|---|
আবিষ্কারক | আন্দ্রুশিভকা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, ইউক্রেন |
আবিষ্কারের স্থান | আন্দ্রুশিভকা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, ইউক্রেন |
আবিষ্কারের তারিখ | ২৫ আগস্ট ২০০৮ |
বিবরণ | |
উচ্চারণ | /ˌwɪkiˈpiːdiə/ WIK-i-PEE-dee-ə |
নামকরণের উৎস | উইকিপিডিয়া [১] (অনলাইন বিশ্বকোষ) |
বিকল্প নামসমূহ | ২০০৮ কিউএইচ২৪ ১৯৯৭ আরও৪ ২০০৭ এফকে৩৪ |
ক্ষুদ্র গ্রহসমূহের শ্রেণী | প্রধান বেষ্টনী [১][২] · (অভ্যন্তরীণ) ভেস্টা পরিবার [৩][৪] |
কক্ষপথের বৈশিষ্ট্য [২] | |
যুগ ২৭ এপ্রিল ২০১৯ (জুলিয়ান দিবস ২৪৫৮৬০০.৫) | |
অপসূর | ২.৭৩০৬ জ্যোতির্বিদ্যা-একক |
অনুসূর | ২.০৩২৫ জ্যোতির্বিদ্যা-একক |
অর্ধ-মুখ্য অক্ষ | ২.৩৮১৫ জ্যোতির্বিদ্যা-একক |
উৎকেন্দ্রিকতা | ০.১৪৬৬ |
কক্ষীয় পর্যায়কাল | ৩.৬৮ বছর (১,৩৪২ দিন) |
গড় ব্যত্যয় | ৩৩৫.৭১° |
নতি | ৬.৭৩১২° |
উদ্বিন্দুর দ্রাঘিমা | ১৮৩.৩৭° |
অনুসূরের উপপত্তি | ১৩৯.৩৭° |
ভৌত বৈশিষ্ট্যসমূহ | |
বর্ণালীর ধরন | ভি টাইপ গ্রহাণু অথবা এস টাইপ গ্রহাণু (স্লোয়ান ডিজিটাল স্কাই সার্ভে-এমওসি)[৩] |
পরম মান (H) | ১৬.৯[১] |
আবিষ্কার
সম্পাদনাউইকিপিডিয়া ইউক্রেনের একমাত্র বেসরকারি মহাকাশ কেন্দ্র আন্দ্রুশিভকা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রে আবিষ্কৃত হয়।[৫] ২০০৩ সালে মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রটি প্রায় ৯০ টি গ্রহাণু আবিষ্কার করেছে।[৬] এটা ২০০৮ সালের ২৫ আগস্ট ২২:৪৭ ইউটিসিতে প্রথমবারের মত পর্যবেক্ষিত হয়।[১] এটা পরের রাতেও পর্যবেক্ষিত হয় এবং এর প্রাথমিক নাম দেওয়া হয় ২০০৮ কিউএইচ২৪।[৭] ৬ সেপ্টেম্বর পুনরায় পর্যবেক্ষণের পর আন্দ্রুশিভকা মহাকাশ গবেষণা কেন্দ্রের পর্যবেক্ষকেরা গ্রহাণুটি সংবলিত হিসেব নিকেশ করতে বসেন। এটা পরে দেখা যায় যে,২০০৮ কিউএইচ২৪ পূর্বেই ১৯৯৭ আরও৪ এবং ২০০৭ এফকে৩৪ নামে পূর্বে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্রে পর্যবেক্ষিত হয়েছিল।[১]
২০১১ সালের এপ্রিল মাসের ১৮ তারিখে উইকিপিডিয়া পরিচিতি মান ২৭৪৩০১ লাভ করে।[৮]
বৈশিষ্ট্য ও কক্ষপথ
সম্পাদনাউইকিপিডিয়া ভেস্টা পরিবারের সদস্য, যা গ্রহাণু বেষ্টনীর অন্যতম বৃহৎ গ্রহাণু পরিবার।[৩] উইকিপিডিয়া ২৭৪৩০১ গ্রহাণুটি ২১৭৯১ ম্যাটউইগম্যান গ্রহাণুর নিকটে অবস্থিত।[৪]
উইকিপিডিয়া অভ্যন্তরীণ গ্রহাণু বেষ্টনীতে তিন-চার হাজার লক্ষ কিলোমিটার দূর থেকে ৩ বছর ৮ মাসে (১,৩৪২ দিন) সূর্যকে প্রদক্ষিণ করে। এর উৎকেন্দ্রিকতা প্রায় ০.১৫ এবং কক্ষীয় নতি প্রায় ৭°।[২] গ্রহাণুটির অবজার্ভেশন আর্ক আনুষ্ঠানিকভাবে আবিষ্কারের ১১ বছর পূর্বে ১৯৯৭ সালের সেপ্টেম্বরে ফ্রান্সে পর্যবেক্ষণের মাধ্যমে শুরু হয়েছিল।[১]
নামকরণ
সম্পাদনাগ্রহাণু-ধূমকেতু নামকরণ কমিটি ২০১৪ সালের ২৭ জানুয়ারিতে গ্রহাণুটিকে উইকিপিডিয়ার নামে নামকরণ করার কথা গ্রহাণু বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে।[৯] নামটির প্রস্তাবক ছিলেন আন্দ্রি মাখুলা, যিনি উইকিমিডিয়া ইউক্রেনের সাথে যুক্ত ছিলেন। নামটি আন্দ্রুশিভকা মহাকাশ গবেষণা কেন্দ্রের মালিক ইউরি ইভাশ্চেঙ্কো গ্রহাণু-ধূমকেতু নামকরণ কমিটির কাছে পেশ করেন।[৫] সেখানে বলা হয়েছিল:
“ | ২০০১ সালে যাত্রা শুরু করা উইকিপিডিয়া একটি মুক্ত, কপি লেফট বিশ্বকোষ, যেটি স্বেচ্ছাশ্রমে সম্পাদিত হয়ে আসছে। প্রতিষ্ঠার ১১ বছরের মাথায় এটি অন্যতম বৃহৎ অথ্য প্রদানের মাধ্যম ও সবচেয়ে বেশিবার দেখা ওয়েবসাইটগুলোর একটি হয়ে দাঁড়িয়েছে। এটি ২৭০ টিরও বেশি ভাষায় স্বেচ্ছাসেবীদের দ্বারা বিকশিত হয়েছে। | ” |
— ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন, ১৩ জানুয়ারি ২০১৩[২] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ "274301 Wikipedia (2008 QH24)"। Minor Planet Center। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ গ ঘ ঙ "JPL Small-Body Database Browser: 274301 Wikipedia (2008 QH24)" (2018-04-21 last obs.)। Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ গ "Asteroid 274301 Wikipedia"। Small Bodies Data Ferret। ৭ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮।
- ↑ ক খ "Asteroid (274301) Wikipedia – Proper Elements"। AstDyS-2, Asteroids – Dynamic Site। সংগ্রহের তারিখ ২২ জুন ২০১৮।
- ↑ ক খ "Астероїд, відкритий в Україні, було названо "Вікіпедія""। RegioNews। ৩১ জানুয়ারি ২০১৩। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "Minor Planet Discoverers"। Minor Planet Center। ৩১ মে ২০১৮। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮।
- ↑ "MPS 255948" (পিডিএফ)। Minor Planet Center। ১৪ সেপ্টেম্বর ২০০৮।
- ↑ "MPC 74684" (পিডিএফ)। Minor Planet Center। ১৮ এপ্রিল ২০১১।
- ↑ "MPC/MPO/MPS Archive"। Minor Planet Center। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- Discovery Circumstances: Numbered Minor Planets (270001)-(275000), মাইনর প্লানেট সেন্টার
- Dictionary of Minor Planet Names, গুগল বুকস