২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ক্রিকেট প্রতিযোগিতা

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম সংস্করণ যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দ্বারা আয়োজিত বিশ্বের আটটি শীর্ষস্থানীয় পুরুষদের জাতীয় দলের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) এর একটি ক্রিকেট টুর্নামেন্ট। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
তারিখফেব্রুয়ারি – মার্চ ২০২৫
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড-রবিন এবং নকআউট
আয়োজক পাকিস্তান
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা১৫
আনুষ্ঠানিক ওয়েবসাইটআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

আয়োজক নির্ধারণ সম্পাদনা

২০২১ সালে, আইসিসি পুরুষদের টি২০ বিশ্বকাপ চলাকালীন ২০২১ সালের ১৬ নভেম্বর পাকিস্তানকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হিসাবে ঘোষণা করা হয়েছিল।[১] ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপের পর এটিই প্রথম পাকিস্তানে আইসিসির প্রধান কোনো টুর্নামেন্ট যা তারা আয়োজন করছে।

যোগ্যতা সম্পাদনা

স্বাগতিক দেশ হিসেবে পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছে এবং ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষ সাতটি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে।[২][৩]

যোগ্যতার মাধ্যম তারিখ আয়োজনস্থল আসন উত্তীর্ণ দল
আয়োজক ১৬ নভেম্বর ২০২১
  পাকিস্তান
২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ১২ নভেম্বর ২০২৩ ভারত
মোট

২০২৩ ক্রিকেট বিশ্বকাপ লীগ পর্যায় (যোগ্যতার পথ) সম্পাদনা

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট এনআরআর যোগ্যতা অর্জন
  ভারত (H) ১৮ +২.৫৭০ সেমিফাইনাল এবং ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ
  দক্ষিণ আফ্রিকা ১৪ +১.২৬১
  অস্ট্রেলিয়া ১৪ +০.৮৪১
  নিউজিল্যান্ড ১০ +০.৭৪৩
  পাকিস্তান −০.১৯৯ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তীর্ণ[ক]
  আফগানিস্তান −০.৩৩৬
  ইংল্যান্ড −০.৫৭২
  বাংলাদেশ −১.০৮৭
  শ্রীলঙ্কা −১.৪১৯
১০   নেদারল্যান্ডস −১.৮২৫
উৎস: আইসিসি
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট; ৪) টাই হওয়া দলগুলোর মধ্যে ম্যাচের ফলাফল; ৫) প্রতিযোগিতা-পূর্ববর্তী অবস্থান
(H) স্বাগতিক।
টীকা:
  1. পাকিস্তান স্বয়ংক্রিয়ভাবে স্বাগতিক হিসেবে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করেছে।


গ্রুপ পর্ব সম্পাদনা

২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আগের সংস্করণগুলির মত চারটি দলের দুটি গ্রুপ, সেমিফাইনাল এবং ফাইনাল থাকবে যেখানে প্রতি গ্রুপের প্রথম দুইটি দল সেমিফাইনালে উন্নীত হবে।

নকআউট পর্ব সম্পাদনা

  সেমি-ফাইনাল ফাইনাল
                 
এ১  নির্ণয়ের অপেক্ষায়  
বি২  নির্ণয়ের অপেক্ষায়  
    সেফা১  নির্ণয়ের অপেক্ষায়
  সেফা২  নির্ণয়ের অপেক্ষায়
এ২  নির্ণয়ের অপেক্ষায়
বি১  নির্ণয়ের অপেক্ষায়  

সেমি-ফাইনাল সম্পাদনা

সেমি-ফাইনাল ১ সম্পাদনা

নির্ণয়ের অপেক্ষায়
নির্ণয়ের অপেক্ষায়

সেমি-ফাইনাল ২ সম্পাদনা

নির্ণয়ের অপেক্ষায়
নির্ণয়ের অপেক্ষায়

ফাইনাল সম্পাদনা

নির্ণয়ের অপেক্ষায়
নির্ণয়ের অপেক্ষায়

তথ্যসূত্র সম্পাদনা

  1. "USA to stage T20 World Cup: 2024-2031 ICC Men's tournament hosts confirmed"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৯ 
  2. "ICC announces expansion of global events"www.icc-cricket.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৯ 
  3. "2025 Champions Trophy qualification at stake during ODI World Cup"ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২৯ 

টেমপ্লেট:২০২৫ পাকিস্তানি ক্রিকেট মৌসুম টেমপ্লেট:২০২৫-এ আন্তর্জাতিক ক্রিকেট