২০২৩ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর

দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[১] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[২] ২০২৩ সালের জুন মাসে সিরিজের সূচি নিশ্চিত করা হয়।[৩] এটি ছিল দক্ষিণ আফ্রিকা দলের প্রথম পাকিস্তান সফর।[৪]

২০২৩ দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর
 
  পাকিস্তান দক্ষিণ আফ্রিকা
তারিখ ১ সেপ্টেম্বর ২০২৩ – ১৪ সেপ্টেম্বর ২০২৩
অধিনায়ক নিদা দার লরা ভোলফার্ড্‌ট
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান আলিয়া রিয়াজ (১২১) মারিজান কাপ (১৫০)
সর্বাধিক উইকেট সাদিয়া ইকবাল (৪)
নাশরা সন্ধু (৪)
নাদিন দে ক্লের্ক (৮)
সিরিজ সেরা খেলোয়াড় নাদিন দে ক্লের্ক (দক্ষিণ আফ্রিকা)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সিদরা আমিন (১৩৩) লরা ভোলফার্ড্‌ট (১৫৭)
সর্বাধিক উইকেট নাশরা সন্ধু (৪)
সাদিয়া ইকবাল (৪)
নোনকুলুলেকো ম্লাবা (৩)
সিরিজ সেরা খেলোয়াড় লরা ভোলফার্ড্‌ট (দক্ষিণ আফ্রিকা)

টি২০আই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৫] ওডিআই সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী হয়।[৬]

দলীয় সদস্য সম্পাদনা

  পাকিস্তান   দক্ষিণ আফ্রিকা
ওডিআই[৭] টি২০আই[৮] ওডিআই ও টি২০আই[৯]

পাকিস্তানের ওডিআই দলে তুবা হাসান, নাজিহা আলভি ও নাতালিয়া পারভেজকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১০] পাকিস্তানের টি২০আই দলে আনোশা নাসির, ওমাইমা সোহেলওয়াহিদা আখতারকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১১] দক্ষিণ আফ্রিকা প্রাথমিকভাবে কোনও দলীয় অধিনায়ক নির্বাচন করা ছাড়াই নিজেদের দল ঘোষণা করে।[১২] পরবর্তীতে লরা ভোলফার্ড্‌টকে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়।[১৩]

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১ সেপ্টেম্বর ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৫০/৩ (২০ ওভার)
  পাকিস্তান
১৫১/৫ (২০ ওভার)
তাজমিন ব্রিটস ৭৮ (৬৪)
নাশরা সন্ধু ১/২০ (৪ ওভার)
বিসমাহ মারুফ ৩৭ (৩০)
মারিজান কাপ ১/২৪ (৪ ওভার)
পাকিস্তান ৫ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: ফয়সাল আফ্রিদি (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাজমিন ব্রিটস (দক্ষিণ আফ্রিকা)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শাওয়াল জুলফিকার (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

২য় টি২০আই সম্পাদনা

৩ সেপ্টেম্বর ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৫০/৩ (২০ ওভার)
  পাকিস্তান
১৫৬/৩ (১৯.১ ওভার)
তাজমিন ব্রিটস ৪৬ (৪৮)
সাদিয়া ইকবাল ১/২২ (৪ ওভার)
সিদরা আমিন ৬১ (৪৪)
নোনকুলুলেকো ম্লাবা ২/২০ (৩ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: তারেক রশিদ (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিদরা আমিন (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উম্মে হানি (পাকিস্তান)-এর টি২০আই অভিষেক হয়।

৩য় টি২০আই সম্পাদনা

৪ সেপ্টেম্বর ২০২৩
১৯:৩০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৫০/৫ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৪৪/৫ (২০ ওভার)
বিসমাহ মারুফ ৩৯ (৩৪)
তুমি সেখুখুনে ২/২৪ (৪ ওভার)
পাকিস্তান ৬ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: তারেক রশিদ (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: লরা ভোলফার্ড্‌ট (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মিকা ডে রিডার (দক্ষিণ আফ্রিকা)-এর টি২০আই অভিষেক হয়।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৮ সেপ্টেম্বর ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২৯২/৪ (৫০ ওভার)
  পাকিস্তান
১৬৫ (৩৬.৫ ওভার)
সুনে লুস ১০৭* (১২৯)
নাশরা সন্ধু ২/৫০ (১০ ওভার)
আলিয়া রিয়াজ ৪৯* (৫৮)
নাদিন দে ক্লের্ক ৩/২৩ (৬ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১২৭ রানে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: ফয়সাল আফ্রিদি (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • শাওয়াল জুলফিকার (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
  • সুনে লুস (দক্ষিণ আফ্রিকা) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৪]
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ২, পাকিস্তান ০।

২য় ওডিআই সম্পাদনা

১১ সেপ্টেম্বর ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৬৮ (৪৪.২ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৬৯/৪ (৩৪ ওভার)
ফাতিমা সানা ৬৯ (৮৭)
নাদিন দে ক্লের্ক ৪/৩২ (৮ ওভার)
তাজমিন ব্রিটস ৪৫ (৫৪)
সাদিয়া ইকবাল ২/৩২ (১০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: তারেক রশিদ (পাকিস্তান) ও রাশিদ রিয়াজ (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: দক্ষিণ আফ্রিকা ২, পাকিস্তান ০।

৩য় ওডিআই সম্পাদনা

১৪ সেপ্টেম্বর ২০২৩
১৫:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৮৫ (৪৮.১ ওভার)
  পাকিস্তান
১৮৬/২ (৩৮ ওভার)
নাদিন দে ক্লের্ক ৬০ (৯৫)
সাদিয়া ইকবাল ২/২৬ (১০ ওভার)
সিদরা আমিন ৬৮ (৮২)
আয়াবোংগা খাকা ১/২৭ (৮ ওভার)
পাকিস্তান ৮ উইকেটে জয়ী
জাতীয় স্টেডিয়াম, করাচি
আম্পায়ার: তারেক রশিদ (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিদরা আমিন (পাকিস্তান)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • ওয়াহিদা আখতার (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, দক্ষিণ আফ্রিকা ০।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Pakistan confirm schedule of first-ever home series against South Africa"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩ 
  2. "Proteas women's first-ever tour to Pakistan confirmed for September"সুপারস্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩ 
  3. "First-ever home series against South Africa to kick-start busy season for Pakistan women cricketers"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩ 
  4. "Pakistan women's team to host South Africa in first-ever home series in September"ডন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২৩ 
  5. "History made as Pakistan register first series sweep over South Africa"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৩ 
  6. "Pakistan women's team win last ODI against South Africa"জিও সুপার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৩ 
  7. "Diana Baig returns to Pakistan squad for South Africa series"উইমেন'স ক্রিকজোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 
  8. "Pakistan Women's squad for series against South Africa announced"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 
  9. "South Africa name 15-strong squad for upcoming tour of Pakistan"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  10. "Baig back in ODI squad for home South Africa series"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 
  11. "Pakistan women's squad for white-ball series against South Africa announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২৩ 
  12. "Luus steps down as South Africa captain ahead of Pakistan tour"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৩ 
  13. "South Africa name Wolvaardt as women team's interim captain"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৩ 
  14. "Luus, Kapp centuries flatten Pakistan as South Africa go 1-0 up"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা