২০২২–২৩ বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
বাংলাদেশ নারী ক্রিকেট দল ২০২২ সালের ডিসেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য নিউজিল্যান্ড সফর করে।[১] ওডিআই সিরিজটি ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের একটি অংশ হিসেবে খেলা হয়।[২][৩]
২০২২–২৩ বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর | |||
---|---|---|---|
নিউজিল্যান্ড | বাংলাদেশ | ||
তারিখ | ২ ডিসেম্বর ২০২২ – ১৭ ডিসেম্বর ২০২২ | ||
অধিনায়ক | সোফি ডিভাইন | নিগার সুলতানা জ্যোতি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | সুজি বেটস (১৫৩) | নিগার সুলতানা জ্যোতি (৯২) | |
সর্বাধিক উইকেট | জেস কের (৫) | জাহানারা আলম (২) | |
সিরিজ সেরা খেলোয়াড় | সুজি বেটস (নিউজিল্যান্ড) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | অ্যামেলিয়া কের (১২১) | নিগার সুলতানা জ্যোতি (৩৫) | |
সর্বাধিক উইকেট | লিয়া টাহুহু (৮) | মারুফা আক্তার (৩) | |
সিরিজ সেরা খেলোয়াড় | লিয়া টাহুহু (নিউজিল্যান্ড) |
টি২০আই সিরিজে নিউজিল্যান্ড ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৪] ওডিআই সিরিজে নিউজিল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী হয়।[৫]
দলীয় সদস্য
সম্পাদনানিউজিল্যান্ড | বাংলাদেশ | |
---|---|---|
ওডিআই[৬] | টি২০আই[৭] | ওডিআই ও টি২০আই[৮] |
টি২০আই সিরিজ চলার সময়ে নিউজিল্যান্ডের ব্রুক হ্যালিডে চোটের কারণে পুরো সিরিজের দল থেকে ছিটকে গেলে নিউজিল্যান্ডের টি২০আই দলে রেবেকা বার্নসকে ও ওডিআই দলে জর্জিয়া প্লিমারকে যোগ করা হয়।[৯]
প্রস্তুতিমূলক ম্যাচ
সম্পাদনাসিরিজ শুরুর আগে একটি নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশ একটি ৫০ ওভারের ও একটি ২০ ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেলে।[১০]
ব
|
||
ঋতু মণি ৪৬ (৮০)
মলি পেনফোল্ড ৫/৩৬ (১০ ওভার) |
- টস হয়নি।
- ২০৪ রানের লক্ষ্য ৩ উইকেট হারিয়ে ৪৬.২ ওভারে পেরিয়ে যাওয়া সত্ত্বেও নিউজিল্যান্ড একাদশ অনুশীলনের উদ্দেশ্যে সম্পূর্ণ ৫০ ওভার ব্যাটিং সম্পন্ন করে।
ব
|
||
মুর্শিদা খাতুন ৩৮ (৪২)
মলি পেনফোল্ড ১/১৩ (৪ ওভার) |
- নিউজিল্যান্ড একাদশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেসিকা ম্যাকফ্যাডিয়েন (নিউজিল্যান্ড) ও দিলারা আক্তার (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- রেবেকা বার্নস (নিউজিল্যান্ড) ও মারুফা আক্তার (বাংলাদেশ)-এর টি২০আই অভিষেক হয়।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- নিউজিল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- জেসিকা ম্যাকফ্যাডিয়েন (নিউজিল্যান্ড), মারুফা আক্তার ও রাবেয়া খান (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ২, বাংলাদেশ ০।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে ম্যাচটি প্রথম ইনিংসে ৪৪ ওভারে খেলা হয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- দিলারা আক্তার (বাংলাদেশ)-এর ওডিআই অভিষেক হয়।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১, বাংলাদেশ ১।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
- নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: নিউজিল্যান্ড ১, বাংলাদেশ ১।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Jess McFadyen named in White Ferns squad to face Bangladesh in T20Is and ODIs"। স্টাফ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ নারী দলে 'দুই' নতুন মুখ"। বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২।
- ↑ "Bangladesh Women name four uncapped players for New Zealand tour"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২।
- ↑ "Amelia Kerr, Lea Tahuhu shine again as New Zealand blank Bangladesh 3-0"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "New Zealand take ODI series 1-0 after yet another washout"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২২।
- ↑ "McFadyen set for WHITE FERNS debut"। নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "Jess McFadyen set to debut in white-ball series against Bangladesh"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২২।
- ↑ "Bangladesh Women's Team announced for Tour of New Zealand 2022"। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২২।
- ↑ "Hand injury forces Brooke Halliday out of remainder of Bangladesh series"। ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২২।
- ↑ "Strong New Zealand XI squad named to face Bangladesh women"। নিউজিল্যান্ড ক্রিকেট (ইংরেজি ভাষায়)। ৩০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২।