২০২২–২৩ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল ২০২২ সালের নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ও তিনটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ খেলার জন্য পাকিস্তান সফর করে।[১][২] ওডিআই ম্যাচগুলো ২০২২–২০২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা হয়।[৩][৪] সিরিজের সব ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[৫] এটি ছিল আয়ারল্যান্ডের কোনও জাতীয় ক্রিকেট দলের প্রথম পাকিস্তান সফর।[৬][৭]

২০২২–২৩ আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের পাকিস্তান সফর
 
  পাকিস্তান আয়ারল্যান্ড
তারিখ ৪ নভেম্বর ২০২২ – ১৬ নভেম্বর ২০২২
অধিনায়ক বিসমাহ মারুফ লরা ডেলানি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান সিদরা আমিন (২৭৭) লরা ডেলানি (১১৫)
সর্বাধিক উইকেট গুলাম ফাতিমা (৮) এইমেয়ার রিচার্ডসন (৪)
সিরিজ সেরা খেলোয়াড় সিদরা আমিন (পাকিস্তান)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে আয়ারল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান নিদা দার (১১৫) গ্যাবি লুইস (১৪৪)
সর্বাধিক উইকেট নিদা দার (৪)
নাশরা সন্ধু (৪)
আরলিন কেলি (৫)
সিরিজ সেরা খেলোয়াড় গ্যাবি লুইস (আয়ারল্যান্ড)

ওডিআই সিরিজে পাকিস্তান ৩–০ ব্যবধানে জয়লাভ করে।[৮] টি২০আই সিরিজে আয়ারল্যান্ড ২–১ ব্যবধানে জয়ী হয়।[৯]

দলীয় সদস্য সম্পাদনা

  পাকিস্তান   আয়ারল্যান্ড
ওডিআই[১০] টি২০আই[১১] ওডিআই[১২] টি২০আই[১৩]

পাকিস্তানের ওডিআই দলে আয়েশা নাসিম ও তুবা হাসানকে এবং টি২০আই দলে উম্মে হানি, গুলাম ফাতিমাসিদরা নওয়াজকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে রাখা হয়।[১৪] সিরিজ শুরুর আগে চোটের কারণে তুবা হাসান পাকিস্তানের টি২০আই দল থেকে ছিটকে যান।[১৫]

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

৪ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
পাকিস্তান  
৩৩৫/৩ (৫০ ওভার)
  আয়ারল্যান্ড
২০৭ (৪৯.৩ ওভার)
সিদরা আমিন ১৭৬* (১৫১)
আরলিন কেলি ২/৬২ (১০ ওভার)
লরা ডেলানি ৬৯ (৯২)
নিদা দার ৩/৩৪ (৯.৩ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • সাদাফ শামাস (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
  • মুনিবা আলি (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[১৬]
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, আয়ারল্যান্ড ০।

২য় ওডিআই সম্পাদনা

৬ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৯৪ (৪৭.২ ওভার)
  পাকিস্তান
১৯৫/১ (৩২.৪ ওভার)
ম্যারি ওয়ালড্রন ৩৫ (৫৭)
গুলাম ফাতিমা ৩/৩২ (১০ ওভার)
পাকিস্তান ৯ উইকেটে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ইমরান জাভেদ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: সিদরা আমিন (পাকিস্তান)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, আয়ারল্যান্ড ০।

৩য় ওডিআই সম্পাদনা

৯ নভেম্বর ২০২২
০৯:৩০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
২২৫ (৪৯.৫ ওভার)
  পাকিস্তান
২২৬/৫ (৪৭.১ ওভার)
লিয়া পল ৬৫ (৯৪)
গুলাম ফাতিমা ৫/৩৪ (১০ ওভার)
সাদাফ শামাস ৭২ (৮০)
এইমেয়ার রিচার্ডসন ২/৪৫ (১০ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • উম্মে হানি (পাকিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
  • গুলাম ফাতিমা (পাকিস্তান) ওডিআই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[১৭]
  • নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট: পাকিস্তান ২, আয়ারল্যান্ড ০।

টি২০আই সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১২ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
পাকিস্তান  
১৩৫/৫ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১৩৯/৪ (১৮.৪ ওভার)
গ্যাবি লুইস ৬৯* (৫৪)
গুলাম ফাতিমা ১/২৬ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৬ উইকেটে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ইমরান জাভেদ (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: ওর্লা প্রেন্ডারগাস্ট (আয়ারল্যান্ড)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় টি২০আই সম্পাদনা

১৪ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১১৮/৭ (১৭ ওভার)
  পাকিস্তান
১২১/৪ (১৬ ওভার)
অ্যামি হান্টার ৩৬ (৩৯)
নিদা দার ২/১৯ (৩ ওভার)
জাভেরিয়া খান ৩৫ (৩৯)
আরলিন কেলি ১/১৮ (৩ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে ম্যাচটি ইনিংসপ্রতি ১৭ ওভারে খেলা হয়।

৩য় টি২০আই সম্পাদনা

১৬ নভেম্বর ২০২২
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৬৭/৪ (২০ ওভার)
  পাকিস্তান
১৩৩ (১৮.৫ ওভার)
গ্যাবি লুইস ৭১ (৪৬)
নিদা দার ১/২৭ (৪ ওভার)
জাভেরিয়া খান ৫০ (৩৭)
আরলিন কেলি ৩/১৯ (৩ ওভার)
আয়ারল্যান্ড ৩৪ রানে জয়ী
গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর
আম্পায়ার: আসিফ ইয়াকুব (পাকিস্তান) ও ফয়সাল আফ্রিদি (পাকিস্তান)
ম্যাচ সেরা খেলোয়াড়: গ্যাবি লুইস (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Ireland Women set for historic first-ever tour to Pakistan"ক্রিকেট আয়ার‍ল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২২ 
  2. "Schedule of Ireland's Historic tour to Pakistan for 3 ODIs and 3 T20Is"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  3. "Former Pakistan captains excited for Ireland tour"ক্রিকেট ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২২ 
  4. "Pakistan women train hard ahead of Ireland series"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০২২ 
  5. "Details of Pakistan v Ireland women's series announced"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  6. "Ireland name squad for Pakistan tour"ক্রিকেটইউরোপ (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  7. "Pakistan aim to win second successive ICC Women's Championship series at home"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০২২ 
  8. "Leah Paul half-century and improved all-round Irish performance can't deny Pakistan a 3-0 series win"ক্রিকেট আয়ার‍ল্যান্ড (ইংরেজি ভাষায়)। ৯ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 
  9. "Gaby Lewis powers Ireland to an emphatic series win over Pakistan"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  10. "Fatima Sana returns to the national side for series against Ireland"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  11. "Pakistan's ODI and T20I Squad announced for historic series against Ireland"ফিমেল ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২ 
  12. "Squads named and tour details confirmed for Ireland Women first-ever tour to Pakistan"ক্রিকেট আয়ার‍ল্যান্ড (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  13. "Ireland recall Louise Little, Celeste Raack for first white-ball tour of Pakistan"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২২ 
  14. "Pakistan's Javeria Khan makes comeback for T20Is against Ireland"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০২২ 
  15. "Tuba Hassan ruled out of Ireland series"পাকিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২২ 
  16. "Sidra Ameen breaks Pakistan batting records to sink Ireland in first ODI"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২২ 
  17. "Maroof, Shamas fifties help Pakistan secure 3-0 sweep"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ সম্পাদনা