২০২২–২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

আফগানিস্তান পুরুষ ক্রিকেট দল ২০২২ সালের নভেম্বর মাসে তিনটি একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচ খেলার জন্য শ্রীলঙ্কা সফর করে।[][] ম্যাচগুলো ২০২০–২০২৩ আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে খেলা হয়।[][] সিরিজের সব ম্যাচ পাল্লেকেলের নিকটবর্তী বলগোল্লার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[] সিরিজটি ১–১ ব্যবধানে ড্র হয়।[]

২০২২–২৩ আফগানিস্তান পুরুষ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
 
  শ্রীলঙ্কা আফগানিস্তান
তারিখ ২৫ নভেম্বর ২০২২ – ৩০ নভেম্বর ২০২২
অধিনায়ক দাসুন শানাকা হাশমতউল্লাহ শাহিদি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান পাথুম নিশঙ্কা (১২৩) ইব্রাহিম জাদরান (২৭৮)
সর্বাধিক উইকেট কসুন রজিতা (৭) রাশিদ খান (৫)
সিরিজ সেরা খেলোয়াড় ইব্রাহিম জাদরান (আফগানিস্তান)

দলীয় সদস্য

সম্পাদনা
  শ্রীলঙ্কা[]   আফগানিস্তান[]

সিরিজ শুরুর আগে শ্রীলঙ্কা দলের ভানুকা রাজাপক্ষ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন।[] তাঁর বদলি হিসেবে দলে নুওয়ানিন্দু ফার্নান্দোকে যোগ করা হয়, যার সাথে চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া প্রমোদ মদুশনের পরিবর্তে মিলন রত্নায়কেকেও দলে নেয়া হয়।[১০]

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২৫ নভেম্বর ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
২৯৪/৮ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৩৪ (৩৮ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: আফগানিস্তান ১০, শ্রীলঙ্কা ০।

২য় ওডিআই

সম্পাদনা
২৭ নভেম্বর ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
২২৮ (৪৮.২ ওভার)
  শ্রীলঙ্কা
১০/০ (২.৪ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ৫, আফগানিস্তান ৫।

৩য় ওডিআই

সম্পাদনা
৩০ নভেম্বর ২০২২
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
৩১৩/৮ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
৩১৪/৬ (৪৯.৪ ওভার)
ইব্রাহিম জাদরান ১৬২ (১৩৮)
কসুন রজিতা ৩/৬০ (১০ ওভার)
চরিত আশালংকা ৮৩* (৭২)
রাশিদ খান ৪/৩৭ (১০ ওভার)
শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, বলগোল্লা
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও লিন্ডন হ্যানিবাল (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: চরিত আশালংকা (শ্রীলঙ্কা)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • নুর আহমদ (আফগানিস্তান)-এর ওডিআই অভিষেক হয়।
  • বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট: শ্রীলঙ্কা ১০, আফগানিস্তান ০।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Afghanistan Tour of Sri Lanka 2022 | Match Schedule"শ্রীলঙ্কা ক্রিকেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  2. "Schedule for Afghanistan tour of Sri Lanka announced"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  3. "Afghanistan to tour Sri Lanka in late November"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২২ 
  4. "Afghanistan include Naib, Noor in squad for Sri Lanka ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২২ 
  5. "ACB Name Squad for Sri Lanka series"আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২২ 
  6. "আসালাঙ্কা ম্যাজিকে শ্বাসরুদ্ধকর জয় শ্রীলঙ্কার, সমতায় শেষ সিরিজ"বিডিক্রিকটাইম। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২২ 
  7. "Lakshan and Wellalage return to national squad for Afghanistan series"ডেইলি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২২ 
  8. "Uncapped spinner named in Afghanistan's squad for Sri Lanka ODIs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২২ 
  9. "Sri Lanka recall Lakshan, Rajitha, Kumara for Afghanistan ODIs"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২২ 
  10. "Two late additions to the Sri Lanka ODI squad"দ্যপাপারে (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২২ 

বহিঃসংযোগ

সম্পাদনা