২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ
২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ অংশগ্রহণ করে। এটি ২০২২ সালের ৯ থেকে ১৮ আগস্ট তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত হয়। শুরুতে ২০২১ সালের ২০ থেকে ২৯ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক-এর তারিখ কাছাকাছি সময়ে থাকায় আইএসএসএফ ইভেন্টটি পিছিয়ে ২০২১ সালের ১০ থেকে ১৯ সেপ্টেম্বর নেওয়ার কথা ঘোষণা করে। কিন্তু, অংশগ্রহণকারী দেশগুলোতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির কারণে এ তারিখটিও বাতিল করা হয় এবং ২০২২-এর আগস্টে প্রতিযোগিতাটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২১ ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ | |
---|---|
![]() | |
আইওসি কোড | BAN |
এনওসি | বাংলাদেশ অলিম্পিক সংস্থা |
ওয়েবসাইট | nocban |
কোনিয়া, তুরস্ক ৯ আগস্ট ২০২২ – ১৮ আগস্ট ২০২২ | |
প্রতিযোগী | ১১টি ক্রীড়ায় ৫৮ জন |
পতাকা বাহক | ফাতেমা মুজিব |
পদক |
|
ইসলামিক সলিডারিটি গেমসে অংশগ্রহণ | |
এ গেমসে বাংলাদেশের ৫৮ জন প্রতিযোগী অ্যাথলেটিক্স, কারাতে, কুস্তি, জিমন্যাস্টিক্স, টেবিল টেনিস, তীরন্দাজী, ফেনসিং, ভারোত্তোলন, শ্যুটিং, সাঁতার ও হ্যান্ডবল এই ১১টি খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন।[১] উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহন করেন ফেনসিং খেলোয়াড় ফাতেমা মুজিব।[২]
পদক তালিকাসম্পাদনা
|
|
তীরন্দাজীসম্পাদনা
পুরুষসম্পাদনা
- রিকার্ভ
খেলোয়াড় | ইভেন্ট | র্যাংকিং পর্ব | রাউন্ড অব ৬৪ | রাউন্ড অব ৩২ | রাউন্ড অব ১৬ | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / ব্রোঞ্জ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | সিড | প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
র্যাংক | ||
মোহাম্মদ হাকিম রুবেল | পুরুষদের ব্যক্তিগত | ৬৪৫ | ১০ | বাই | তহা (KUW) জয় ৬-০ |
Prastyadi (INA) হার ২-৬ |
অগ্রসর হননি | ৭ | ||
রোমান সানা | ৬৪৪ | ১১ | বাই | Eyeni (CIV) জয় ৬-৪ |
সাদিকভ (UZB) জয় ৬-৪ |
উঙ্গালভ (UZB) হার ০-৬ |
অগ্রসর হননি | ৭ | ||
সাগর ইসলাম | ৬২৯ | ১৬ | রাশাদ (KUW) জয় ৬-০ |
আশরাফি (IRI) জয় ৬-৪ |
গাজোজ (TUR) হার ১-৭ |
অগ্রসর হননি | ৯ | |||
মোহাম্মদ হাকিম রুবেল রোমান সানা সাগর ইসলাম |
পুরুষদের দলগত | ১৯১৮ | ৫ | বাই | সুদান জয় ৬–০ |
ইরান জয় ৫–১ |
তুরস্ক হার ২–৬ |
সৌদি আরব জয় ৬–০ |
- কম্পাউন্ড
খেলোয়াড় | ইভেন্ট | র্যাংকিং পর্ব | রাউন্ড অব ৩২ | রাউন্ড অব ১৬ | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / ব্রোঞ্জ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | সিড | প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
র্যাংক | ||
মোহাম্মদ আশিকুজ্জামান | পুরুষদের ব্যক্তিগত | ৬৮২ | ১১ | আল-সালাহি (KUW) জয় ১৪৩-১৩৩ |
হাসতিয়ান (INA) জয় ১৪৬-১৪৩ |
মাজুকি (MAS) হার ১৩৪-১৫০ |
অগ্রসর হননি | ৮ | |
সোহেল রানা | ৬৭৬ | ১৪ | আল-বাকমি (KSA) হার ১৩৯-১৪২ |
অগ্রসর হননি | ১৭ | ||||
মিতু রহমান | ৬৬৫ | ১৭ | আল-ওবায়দি (KSA) হার ১৪০-১৪২ |
অগ্রসর হননি | ১৭ | ||||
মোহাম্মদ আশিকুজ্জামান সোহেল রানা মিতু রহমান |
পুরুষদের দলগত | ২০২৩ | ৫ | বাই | মালয়েশিয়া হার ২২৭–২২৭ |
অগ্রসর হননি | ৫ |
মহিলাসম্পাদনা
- রিকার্ভ
খেলোয়াড় | ইভেন্ট | র্যাংকিং পর্ব | রাউন্ড অব ৬৪ | রাউন্ড অব ৩২ | রাউন্ড অব ১৬ | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / ব্রোঞ্জ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | সিড | প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
র্যাংক | ||
দিয়া সিদ্দিকি | মহিলাদের ব্যক্তিগত | ৬০২ | ৯ | বাই | ফোজি (MAS) জয় ৭-১ |
মামাতকুলোভা (KGZ) জয় ৬-০ |
ইয়াসেমিন (TUR) হার ৩-৭ |
অগ্রসর হননি | ৬ | |
নাসরিন আক্তার | ৫৮৩ | ১৩ | বাই | নাজরিন (AZE) জয় ৬-৪ |
অক্টাভিয়া (INA) হার ১-৭ |
অগ্রসর হননি | ৯ | |||
বিউটি রায় | ৫৮১ | ১৪ | বাই | কানাতবেক কিজি (KGZ) হার ৪-৬ |
অগ্রসর হননি | ১৭ | ||||
দিয়া সিদ্দিকি নাসরিন আক্তার বিউটি রায় |
মহিলাদের দলগত | ১৭৬৬ | ৩ | — | বাই | মালয়েশিয়া জয় ৬–০ |
ইন্দোনেশিয়া হার ৪–৫ |
উজবেকিস্তান জয় ৬–২ |
- কম্পাউন্ড
খেলোয়াড় | ইভেন্ট | র্যাংকিং পর্ব | রাউন্ড অব ১৬ | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / ব্রোঞ্জ | ||
---|---|---|---|---|---|---|---|---|
স্কোর | সিড | প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
র্যাংক | ||
রোকসানা আক্তার | মহিলাদের ব্যক্তিগত | ৬৮২ | ৫ | বাই | ইলদির (TUR) জয় ১৪৪-১৪০ |
বোস্তান (TUR) হার ১৪৩-১৪৬ |
আয়শে (TUR) হার ১৩৩-১৩৬ |
৪ |
শ্যামলী রায় | ৬৮০ | ৬ | বাই | বাইবরদি (IRI) হার ১৪৩-১৪৪ |
অগ্রসর হননি | ৫ | ||
পুস্পিতা জামান | ৬৭২ | ৮ | নূর (MAS) হার ১৩৮-১৩৯ |
অগ্রসর হননি | ৯ | |||
রোকসানা আক্তার শ্যামলী রায় পুস্পিতা জামান |
মহিলাদের দলগত | ২০২৩ | ৫ | — | তুরস্ক হার ২২২–২২৯ |
হ্যান্ডবলসম্পাদনা
মহিলাদের প্রতিযোগিতাসম্পাদনা
- গ্রুপ এ
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | তুরস্ক (H) | ৩ | ৩ | ০ | ০ | ১২৭ | ৬২ | +৬৫ | ৬ | সেমিফাইনাল |
২ | উজবেকিস্তান | ৩ | ২ | ০ | ১ | ৯৯ | ৮৯ | +১০ | ৪ | |
৩ | সেনেগাল | ৩ | ১ | ০ | ২ | ৯৫ | ৮৭ | +৮ | ২ | পঞ্চম স্থান নির্ধারণী |
৪ | বাংলাদেশ | ৩ | ০ | ০ | ৩ | ৫৫ | ১৩৮ | −৮৩ | ০ | সপ্তম স্থান নির্ধারণী |
৭ আগস্ট ২০২২ ১৩:০০ |
বাংলাদেশ | ১০–৫১ | তুরস্ক | সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল |
(৪–২৬) | ||||
৯ আগস্ট ২০২২ ১৩:০০ |
উজবেকিস্তান | ৪২–২০ | বাংলাদেশ | সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল |
১১ আগস্ট ২০২২ ১১:০০ |
সেনেগাল | ৪৫–২৫ | বাংলাদেশ | সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল |
- সপ্তম স্থান নির্ধারণী খেলা
১২ আগস্ট ২০২২ | আফগানিস্তান | ২০–৩৩ | বাংলাদেশ | সেলজুকলু মিউনিসিপ্যালিটি ইন্টারন্যাশনাল স্পোর্টস হল |
অ্যাথলেটিক্সসম্পাদনা
- পুরুষ
- ট্র্যাক অ্যান্ড রোড ইভেন্ট
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যাংক | সময় | র্যাংক | সময় | র্যাংক | ||
ইমরানুর রহমান | ১০০ মিটার | ১০.০১ জা.রে. | ৪কো | ১০.০৭ | ৪কো | ১০.১৭ | ৬ |
- মহিলা
- ফিল্ড ইভেন্ট
ক্রীড়াবিদ | ইভেন্ট | উচ্চতা | র্যাংক |
---|---|---|---|
রিতু আক্তার | উচ্চ লাফ | ১.৭৩ মি. (জা.রে.) | ৭ম |
উম্মে হাফসা রুমকী | উচ্চ লাফ | ১.৭০ মি. | ৯ম |
ভারোত্তোলনসম্পাদনা
ক্রীড়াবিদ | ইভেন্ট | স্ন্যাচ | ক্লিন অ্যান্ড জার্ক | মোট | ফলাফল | ||
---|---|---|---|---|---|---|---|
ফল | র্যাংক | ফল | র্যাংক | ||||
স্মৃতি আক্তার[৩] | মহিলাদের -৫৫ কেজি | ৭০ কেজি জা.রে. | ৪র্থ | ৮৬ কেজি জা.রে. | ৪র্থ | ১৫৬ কেজি জা.রে. | ৪র্থ |
মোছাঃ সোহায়বা রহমান রাফা[৪] | মহিলাদের +৮৭ কেজি | ৬৪ কেজি | ৮ম | ৮৪ কেজি | ৮ম | ১৪৮ কেজি | ৮ম |
টেবিল টেনিসসম্পাদনা
ক্রীড়াবিদ | ইভেন্ট | প্রথম পর্ব | কোয়ার্টার ফাইনাল | সেমিফাইনাল | ফাইনাল / ব্রোঞ্জ | ||
---|---|---|---|---|---|---|---|
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
প্রতিপক্ষ স্কোর |
র্যাংক | ||
রামহিমলিয়ন বম | পুরুষদের একক | সুলতানভ (TJK) হার ০―৩ |
— | উত্তীর্ণ হননি | |||
মুহতাসিন আহমেদ রিদয় | মাহমুদভ (TJK) হার ২―৩ |
— | উত্তীর্ণ হননি | ||||
সাদিয়া রহমান মৌ | মহিলাদের একক | ?? (DJI) জয় ৩―০ |
হাইকা (PAK) জয় ৩―২ |
?? (IRI) হার ০―৩ |
উত্তীর্ণ হননি | ||
সোনম সুলতানা সোমা | ?? (GUY) জয় (ওয়াকওভার) |
সারাহ হানাফু (CMR) হার ১―৩ |
উত্তীর্ণ হননি |
সাঁতারসম্পাদনা
ক্রীড়াবিদ | ইভেন্ট | হিট | সেমিফাইনাল | ফাইনাল | |||
---|---|---|---|---|---|---|---|
সময় | র্যাংক | সময় | র্যাংক | সময় | র্যাংক | ||
মাহমুদুন্নবী নাহিদ | ১০০ মি বাটারফ্লাই[৭] | ৫৬.২০ | ১১ম | ৫৬.৪৫ | ১৩তম | অগ্রসর হননি | |
৫০ মি বাটারফ্লাই | ২৬.২২ | ১৬তম | ২৬.২৪ | ১৪তম | অগ্রসর হননি | ||
আসিফ রেজা | ৫০ মি ফ্রিস্টাইল[৮] | ২৪.৬১ | ২২তম | অগ্রসর হননি | |||
১০০ মি ব্যাকস্ট্রোক | ৫৪.২৭ | ১৮তম | অগ্রসর হননি |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "আশা এখন সলিডারিটি গেমসকে ঘিরে"। নয়া দিগন্ত। ৭ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "তুরস্কে দেশের পতাকা বহন করবেন ফাতেমা মুজিব"। দৈনিক ইত্তেফাক। ১৮ জুলাই ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "তিনটি রেকর্ড গড়েও অল্পের জন্য পদকবঞ্চিত স্মৃতি"। জাগো নিউজ। ১২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "তুরস্কে ব্যক্তিগত সেরা সাফল্য টপকেও অষ্টম রাফা"। বিডিনিউজ২৪। ১৬ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "তুরস্কে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সাদিয়া"। প্রথম আলো। ৭ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "তুরস্কে আরেকটু হলেই ৯ ছুঁতে পারতেন ইমরানুর"। প্রথম আলো। ৮ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২২।
- ↑ "তুরস্কে সেমিফাইনাল থেকে বিদায় নাহিদের"। বাংলা ট্রিবিউন। ১৪ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
- ↑ "সাঁতারু আসিফ রেজা বাদ পড়লেন হিটেই"। জাগো নিউজ। ১৫ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ২০ আগস্ট ২০২২।
বহিঃসংযোগসম্পাদনা
- ইসলামিক সলিডারিটি গেমস ২০২১ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ আগস্ট ২০২২ তারিখে
- বাংলাদেশ অলিম্পিক সংস্থা