২০১৯ বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতা

২০১৯ বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতা (পৃষ্ঠপোষকজনিত কারণে ওয়ালটন অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতা হিসাবেও পরিচিত) ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন দ্বারা আয়োজিত বাংলাদেশের যুব ক্লাব ফুটবল প্রতিযোগিতা, বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতার তৃতীয় সংস্করণ। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং ক্লাবগুলোর জন্য ভবিষ্যতের ফুটবল খেলোয়াড় তৈরি করা।[২][৩]

২০১৯ বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল প্রতিযোগিতা
দেশবাংলাদেশ বাংলাদেশ
তারিখ১৩ সেপ্টেম্বর – ২ অক্টোবর ২০১৯
দল১২
চ্যাম্পিয়ননোফেল অ-১৮[১] (1তম শিরোপা)
রানার্স-আপসাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
ম্যাচ খেলেছে১৯
গোল সংখ্যা৫৫ (ম্যাচ প্রতি ২.৮৯টি)
দর্শক উপস্থিতি৮,৭১৫ (ম্যাচ প্রতি ৪৫৯ জন)
শীর্ষ গোলদাতা৩ গোল
বাংলাদেশ রাহুল
(আরামবাগ ক্রীড়া সংঘ অ-১৮)
বাংলাদেশ জামাল
(চট্টগ্রাম আবাহনী অ-১৮)
বাংলাদেশ ইকবাল (ঢাকা আবাহনী অ-১৮)
বাংলাদেশ সাব্বির হোসেন (বসুন্ধরা কিংস অ-১৮)
বাংলাদেশ আরমান হোসাইন আবির (নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮)
শীর্ষ গোলদাতা৩ গোল
বাংলাদেশ রাহুল
(আরামবাগ ক্রীড়া সংঘ অ-১৮)
বাংলাদেশ জামাল
(চট্টগ্রাম আবাহনী অ-১৮)
বাংলাদেশ ইকবাল (ঢাকা আবাহনী অ-১৮)
বাংলাদেশ সাব্বির হোসেন (বসুন্ধরা কিংস অ-১৮)
বাংলাদেশ আরমান হোসাইন আবির (নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮)
সেরা খেলোয়াড়রাসেদুল ইসলাম (বসুন্ধরা কিংস অ-১৮)

ড্র সম্পাদনা

৩১ জুলাই ২০১৯ তারিখে, ঢাকার মতিঝিলস্থ বাফুফে ভবনে ড্র অনুষ্ঠিত হয়েছিল। ১২ টি দলকে ৪ টি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল কোয়ার্টার ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করবে।

গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি গ্রুপ ডি

ভেন্যু সম্পাদনা

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০


রেফারিগণ সম্পাদনা


গ্রুপ পর্ব সম্পাদনা

রঙ নির্দেশক
গ্রুপ বিজয়ী রানার্স-আপ দুইদল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে।

গ্রুপ এ সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ব্রাদার্স ইউনিয়ন অ-১৮ +৩ নক আউট পর্ব
চট্টগ্রাম আবাহনী অ-১৮ +৪
মুক্তিযোদ্ধা সংসদ অ-১৮ −৭

চট্টগ্রাম আবাহনী অ-১৮৫–০মুক্তিযোদ্ধা সংসদ অ-১৮
  • রাসেল   ১০'
  • জামাল   ২০'৩৯'৪৫' (পে.)
  • ইব্রাহিম   ৮৬'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২০০
রেফারি: ভূবন মোহন তালুকদার (বাংলাদেশ)

মুক্তিযোদ্ধা সংসদ অ-১৮১–৩ব্রাদার্স ইউনিয়ন অ-১৮
তৌহিদ   ৫০' প্রতিবেদন জালাল   ২'
রাশেদ   ৭০'
মিনহাজুল   ৯০'
দর্শক সংখ্যা: ৬২০
রেফারি: ওসমান গণী (বাংলাদেশ)

ব্রাদার্স ইউনিয়ন অ-১৮২–১চট্টগ্রাম আবাহনী অ-১৮
  • আশিকুল   ২৬'
  • হাবিবুর   ৫৫'
প্রতিবেদন
  • ফাহিম   ৮১'
দর্শক সংখ্যা: ৪০০
রেফারি: জি. চৌধুরী নয়ন (বাংলাদেশ)

গ্রুপ বি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
আরামবাগ ক্রীড়া সংঘ অ-১৮ +৪ নক আউট পর্ব
শেখ জামাল ধানমন্ডি ক্লাব অ-১৮ +৫
রহমতগঞ্জ এমএফএস অ-১৮ −৮

শেখ জামাল ধানমন্ডি ক্লাব অ-১৮৫–০রহমতগঞ্জ এমএফএস অ-১৮
  • বাধন   ১৩'৬৫'
  • রাব্বি   ২১'
  • মিলন   ৫৫'
  • জিহান   ৮৩'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫০০
রেফারি: ইকবাল আলম (বাংলাদেশ)

রহমতগঞ্জ এমএফএস অ-১৮০–৩আরামবাগ ক্রীড়া সংঘ অ-১৮
প্রতিবেদন আকাশ   ৫৫(পেনাল্টি)'
রাহুল   ৭২'৮৩'
দর্শক সংখ্যা: ২০০
রেফারি: ভূবন মোহন তালুকদার (বাংলাদেশ)

আরামবাগ ক্রীড়া সংঘ অ-১৮১–০শেখ জামাল ধানমন্ডি ক্লাব অ-১৮
  • রাহুল তালুকদার   ৫৩'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৫০০
রেফারি: জালালুদ্দিন (বাংলাদেশ)

গ্রুপ সি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
ঢাকা আবাহনী অ-১৮ +৪ নক আউট পর্ব
বসুন্ধরা কিংস অ-১৮ +৩
ঢাকা মোহামেডান অ-১৮ −৭

ঢাকা আবাহনী অ-১৮০–০বসুন্ধরা কিংস অ-১৮
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ১২৫০
রেফারি: জালালুদ্দিন (বাংলাদেশ)

বসুন্ধরা কিংস অ-১৮৩-০ঢাকা মোহামেডান অ-১৮
  • সাব্বির হোসাইন   ৫১'
  • রাহান বেপারি   ৬৩'
  • শুভ রাজবংশি   ৭০'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ২৫০
রেফারি: সোহরাব হোসেন (বাংলাদেশ)

ঢাকা আবাহনী অ-১৮৫–১ঢাকা মোহামেডান অ-১৮
  • ইকবাল   ১৭'৫৮'৬৮'
  • রাকিব   ২৪'
  • সাকির   ২৮'
প্রতিবেদন
  • ইমরান   ৪৩' (পে.)
দর্শক সংখ্যা: ৪০০
রেফারি: মিজানুর রহমান (বাংলাদেশ)

গ্রুপ ডি সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮ +৩ নক আউট পর্ব
নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮ +২
শেখ রাসেল ক্রীড়া চক্র −৫

সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮১–১নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮
  • সানিয়াত হাসান শাহাদ   ৩১' (পে.)
প্রতিবেদন
  • মেজবাহ   ৪৯'
দর্শক সংখ্যা: ৪৫০
রেফারি: মিজানুর রহমান (বাংলাদেশ)

নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮২–০শেখ রাসেল ক্রীড়া চক্র
  • পিয়াশ   ২৩'
  • আবির   ৮১'
প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৩০০
রেফারি: শফিকুল ইসলাম ইমন (বাংলাদেশ)

শেখ রাসেল ক্রীড়া চক্র০–৩সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
প্রতিবেদন
  • সুজন মাহাত   ৪৯'
  • ইমন মোল্লা   ৪৯' (পে.)
  • ইমন মিয়া   ৯০'
দর্শক সংখ্যা: ৪৬০
রেফারি: আহমেদ (বাংলাদেশ)

নক আউট পর্ব সম্পাদনা

ব্রাকেট সম্পাদনা

কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল
         
এ১ ব্রাদার্স ইউনিয়ন অ-১৮
সি২ বসুন্ধরা কিংস অ-১৮
সি২ বসুন্ধরা কিংস অ-১৮ ১ (৩)
ডি২ নোফেল স্পোর্টিং ক্লাব ১ (৪)
বি১ আরামবাগ ক্রীড়া সংঘ অ-১৮ ০ (২)
ডি২ নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮ ০ (৪)
ডি২ নোফেল স্পোর্টিং ক্লা
ডি১ সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
সি১ ঢাকা আবাহনী অ-১৮ ১ (৪)
এ২ চট্টগ্রাম আবাহনী অ-১৮ ১ (৫)
সি২ ঢাকা আবাহনী অ-১৮ 0
ডি১ সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
ডি১ সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
বি২ শেখ জামাল ধানমন্ডি ক্লাব অ-১৮ 1
  • চট্টগ্রাম আবাহনী অ-১৮ এর সাইদু ওরফে রমিজ ভুল পরিচয় দেওয়া এবং আসল বয়স লুকানোর কারণে প্রতিযোগিতার ২১.২ এবং ৩৮.৬ অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত হয়। যার কারণে ঢাকা আবাহনী অ-১৮ দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।

কোয়ার্টার ফাইনাল সম্পাদনা

ব্রাদার্স ইউনিয়ন২–৩বসুন্ধরা কিংস অ-১৮
  • হাবিবুর রহমান   ১১'
  • রাসেল   ২১'
প্রতিবেদন
  • রাহান বেপারি   ৩৩'
  • সাব্বির হোসাইন   ৪৫+১'৭৫'
দর্শক সংখ্যা: ৬৭০
রেফারি: শফিকুল ইসলাম ইমন (বাংলাদেশ)


ঢাকা আবাহনী অ-১৮১–১চট্টগ্রাম আবাহনী অ-১৮
  • নায়মুর রহমান ইমন   ৬৭' (পে.)
প্রতিবেদন
  • রাসেল ঊদ্দিন   ৮৬'
পেনাল্টি
৪–৫
* চট্টগ্রাম আবাহনী অ-১৮ এর সাইদু ওরফে রমিজ ভুল পরিচয় দেওয়া এবং আসল বয়স লুকানোর কারণে প্রতিযোগিতার ২১.২ এবং ৩৮.৬ অনুচ্ছেদ অনুযায়ী দোষী সাব্যস্ত হয়। যার কারণে ঢাকা আবাহনী অ-১৮ দলকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়।
দর্শক সংখ্যা: ৪২৫
রেফারি: ওসমান গনী (বাংলাদেশ)

সাইফ স্পোর্টিং ক্লাব২–১শেখ জামাল ধানমন্ডি ক্লাব অ-১৮
  • সুজন মাহাত   ২৯'
  • ইমন মোল্লা   ৮৯'
প্রতিবেদন
  • জীবন   ৮০'
দর্শক সংখ্যা: ৪৪০
রেফারি: জালালুদ্দিন (বাংলাদেশ)

সেমি ফাইনাল সম্পাদনা

বসুন্ধরা কিংস অ-১৮১–১নোফেল স্পোর্টিং ক্লাব
  • শাহিন   ২০'
প্রতিবেদন
  • আবির   ২৮'
পেনাল্টি
৩–৪
দর্শক সংখ্যা: ৪০০
রেফারি: জি. চৌধুরী চৌধুরী (বাংলাদেশ)

ঢাকা আবাহনী অ-১৮০–৫সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
প্রতিবেদন শাকিব বেপারি   ৩৮'৬৭'৮৫'
সুজন মাহাত   ৪১'
তাজ ঊদ্দিন   ৬২'
দর্শক সংখ্যা: ২০০
রেফারি: ফরিদ আহমেদ (বাংলাদেশ)

ফাইনাল সম্পাদনা

নোফেল স্পোর্টিং ক্লাব অ-১৮১–০সাইফ স্পোর্টিং ক্লাব অ-১৮
আরমান হোসেন আবির   ৮১' প্রতিবেদন

গোলদাতাগণ সম্পাদনা

এই প্রতিযোগিতায় ১৯টি ম্যাচে ৫৫টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৮৯টি গোল (২ নভেম্বর ২০১৯ পর্যন্ত তারিখ অনুযায়ী)।

৩টি গোল

২টি গোল

১টি গোল


তথ্যসূত্র সম্পাদনা

  1. "Nofel-upset-saif"The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৯-১০-০৩ 
  2. "Walton BFF U-18 Football: Abahani, MSC, Kings in group of death"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০১ 
  3. "Bashundhara, MSC, Abahani in same group"The Daily Star। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০১