২০২১–২২ বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ
২০২১–২২ বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ হল বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগের উদ্বোধনী সংস্করণ, অনূর্ধ্ব-১৮ ফুটবল টুর্নামেন্টের পরিবর্তে।[১][২] বিপিএলের ১০টি ক্লাবের যুব দল লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে।[৩] উত্তর বারিধারা আর্থিক সঙ্কটের কারণে লিগ শুরু করার দুই দিন আগে নিজেদের প্রত্যাহার করে নেয়, যখন সাইফ এসসি তাদের ফুটবল বিভাগ বন্ধ করে দেওয়ায় অংশগ্রহণ করেনি।[৪][৫]
মৌসুম | ২০২১-২২ |
---|---|
তারিখ | ১৫ সেপ্টেম্বর–২৪ অক্টোবর ২০২২ |
চ্যাম্পিয়ন | শেখ জামাল অনূর্ধ্ব-১৮ |
দ্বিতীয় স্থান | বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮ |
তৃতীয় স্থান | মুক্তিযোদ্ধা সংসদ অনূর্ধ্ব-১৮ |
মোট খেলা | ৫৫ |
মোট গোলসংখ্যা | ১৬০ (ম্যাচ প্রতি ২.৯১টি) |
সেরা খেলোয়াড় | জয় দাস শেখ জামাল অনূর্ধ্ব-১৮ |
শীর্ষ গোলদাতা | ১১ গোল নাইমুল তালুকদার (মুক্তিযোদ্ধা সংসদ অনূর্ধ্ব-১৮) |
সবচেয়ে বড় জয় | বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮ ৭–১ স্বাধীনতা কেএস অনূর্ধ্ব-১৮ (১৫ সেপ্টেম্বর ২০২২) |
সর্বোচ্চ স্কোরিং | বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮ ৭–১ স্বাধীনতা কেএস অনূর্ধ্ব-১৮ (১৫ সেপ্টেম্বর ২০২২) |
দীর্ঘতম টানা জয় | শেখ জামাল অনূর্ধ্ব-১৮ ৮ ম্যাচ |
দীর্ঘতম টানা অপরাজিত | শেখ জামাল অনূর্ধ্ব-১৮ ৮ ম্যাচ |
দীর্ঘতম টানা জয়বিহীন | স্বাধীনতা কেএস অনূর্ধ্ব-১৮ ৯ ম্যাচ |
দীর্ঘতম টানা পরাজয় | স্বাধীনতা অনূর্ধ্ব-১৮ ৯ ম্যাচ |
২০২৩ →
সব পরিসংখ্যান ২৪ অক্টোবর ২০২২ অনুযায়ী সঠিক। |
শেখ জামাল অনূর্ধ্ব-১৮ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ২০২১–২২ মৌসুমের শিরোপা জিতেছেন।[৬]
বিন্যাস
সম্পাদনাদলগুলি সম্পূর্ণরূপে অনূর্ধ্ব-১৮ খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করবে। দশটি দল এক রাউন্ডের ভিত্তিতে আবারও একে অপরের সাথে নয়টি ম্যাচ খেলতে হয়েছে। মোট ৪৫টি ম্যাচ খেলা হয়েছিল। লিগ টেবিল পজিশন ১ম,২য় এবং ৩য় স্থান দখলকারী দলগুলিকে চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় স্থানের প্রাইজমানি দেওয়া হবে। লিগে প্রথম মৌসুমের মতো রেলিগেশন সিস্টেম নেই।
ভেন্যু
সম্পাদনাঢাকা জেলার দুটি ভেন্যু অনুসরণ করে সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে।
ঢাকা | ঢাকা | |
---|---|---|
শেখ জামাল ফুটবল মাঠ | মোহাম্মদপুর কলেজ মাঠ | |
ক্ষমতা: ৮,০০০ | ক্ষমতা: ৩,০০০ |
দল
সম্পাদনাদল | প্রধান কোচ | অধিনায়ক |
---|---|---|
বাংলাদেশ পুলিশ এফসি অনূর্ধ্ব-১৮ | ||
বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮ | মাহাবুব হোসেন রকসি | |
চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮ | শাইদুল আলম বুলবুল | |
ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮ | প্রাণতোষ কুমার দাস | |
ঢাকা মোহামেডান অনূর্ধ্ব-১৮ | আলফাজ আহমেদ | |
লে.শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড অনূর্ধ্ব-১৮ | কাজী মারুফ হোসেন | |
মুক্তিযোদ্ধা সংসদ অনূর্ধ্ব-১৮ | রাজা ঈসা | |
রহমতগঞ্জ এমএফএস অনূর্ধ্ব-১৮ | কামাল আহমেদ বাবু | |
শেখ রাসেল কেসি অনূর্ধ্ব-১৮ | হুমায়ুন কবির | |
স্বাধীনতা কেএস অনূর্ধ্ব-১৮ | মাসুদ আলম জাহাঙ্গীর | |
উত্তর বারিধারা অনূর্ধ্ব-১৮[note ১] | × | × |
পয়েন্ট টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | শেখ জামাল অনূর্ধ্ব-১৮ (১) (C) | ১০ | ৮ | ১ | ১ | ২৪ | ৬ | +১৮ | ২৫ | চ্যাম্পিয়নস |
২ | বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮ (২) | ১০ | ৬ | ৩ | ১ | ২৫ | ৬ | +১৯ | ২১ | রানার্স-আপ |
৩ | মুক্তিযোদ্ধা সংসদ অনূর্ধ্ব-১৮ (৩) | ১০ | ৭ | ০ | ৩ | ১৮ | ১৫ | +৩ | ২১ | তৃতীয় স্থান |
৪ | রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮ | ১০ | ৬ | ১ | ৩ | ২০ | ১৬ | +৪ | ১৯ | |
৫ | ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮ | ১০ | ৫ | ২ | ৩ | ১৫ | ৬ | +৯ | ১৭ | |
৬ | ঢাকা মোহামেডান অনূর্ধ্ব-১৮ | ১০ | ৫ | ২ | ৩ | ১৩ | ১০ | +৩ | ১৭ | |
৭ | শেখ রাসেল অনূর্ধ্ব-১৮ | ১০ | ৪ | ৪ | ২ | ১২ | ৯ | +৩ | ১৬ | |
৮ | চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮ | ১০ | ৩ | ১ | ৬ | ১৬ | ১৫ | +১ | ১০ | |
৯ | বাংলাদেশ পুলিশ অনূর্ধ্ব-১৮ | ১০ | ৩ | ০ | ৭ | ৯ | ২০ | −১১ | ৯ | |
১০ | স্বাধীনতা অনূর্ধ্ব-১৮ | ১০ | ১ | ০ | ৯ | ৮ | ২৭ | −১৯ | ৩ | |
১১ | উত্তর বারিধারা অনূর্ধ্ব-১৮[note ১] | ১০ | ০ | ০ | ১০ | ০ | ৩০ | −৩০ | ০ | প্রত্যাহার করা হয়েছে |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) গোল করেছেন।
(C) চ্যাম্পিয়ন।
ফলাফল
সম্পাদনাপরিসংখ্যান
সম্পাদনাএই প্রতিযোগিতায় ৫৫টি ম্যাচে ১৬০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৯১টি গোল (২৪ অক্টোবর ২০২২ তারিখ অনুযায়ী)।
১১টি গোল
- নাইমুল তালুকদার (মুক্তিযোদ্ধা অনূর্ধ্ব-১৮)
৯টি গোল
- সাব্বির হোসেন (বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮)
৬টি গোল
- অর্ক হাসান অপূর্ব (বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮)
- নাবিদুল ইসলাম (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- শাহাদাত হোসেন (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
৫টি গোল
- আসিফ (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
- তানিম হাসান (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
৪টি গোল
- মোহাম্মদ রফিকুল (বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮)
- মহিন (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
- মোঃ নুরুল ইসলাম (ঢাকা মোহামেডান অনূর্ধ্ব-১৮)
- কাগজি সাইফুল্লাহ বিন হাসান (ঢাকা মোহামেডান অনূর্ধ্ব-১৮)
৩টি গোল
- মোহাম্মদ সাঈদ (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- সাজ্জাত হাওত (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- রহিম হাসান বিল্টো (মুক্তিযোদ্ধা অনূর্ধ্ব-১৮)
- গোলাম রাব্বি খান (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
- আলী আকবর (বাংলাদেশ পুলিশ এফসি অনূর্ধ্ব-১৮)
২টি গোল
- জয় দাস (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
- মেহেদী হাসান (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- আবদুর রহমান (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
- দিপু (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- আসিফ (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- আনাম (স্বাধীনতা অনূর্ধ্ব-১৮)
১টি গোল
- মাশরাফি (বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮)
- রাজিন (স্বাধীনতা অনূর্ধ্ব-১৮)
- দেবজিৎ কর্মকার (মুক্তিযোদ্ধা অনূর্ধ্ব-১৮)
- মোঃ শাহাদাত হোসেন (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- আমিনুল ইসলাম রাকিব (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- শেখ সংগ্রাম (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- মোঃ নয়ন (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
- আবরার হোসেন (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- আলিফ মাহমুদ (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- সাব্বির হোসেন (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
- আব্দুল নুর আলম অপু (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
- মাশরাফি (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- ইরফান (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- রমজান (বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮)
- রাজু (বসুন্ধরা কিংস অনূর্ধ্ব-১৮)
- তাসনিম (বাংলাদেশ পুলিশ এফসি অনূর্ধ্ব-১৮)
- আপন (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- মনির (স্বাধীনতা কেএস অনূর্ধ্ব-১৮)
- রফিকুল (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- মোঃ রাতুল হাওলাদার (ঢাকা মোহামেডান অনূর্ধ্ব-১৮)
- আকাশ (বাংলাদেশ পুলিশ এফসি অনূর্ধ্ব-১৮)
- রাফিউল (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- আতিক (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- আলাউদ্দিন (ঢাকা আবাহনী অনূর্ধ্ব-১৮)
- রাকিবুল ইসলাম রকি (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
- সাইফুল (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- ফরহাদ (বাংলাদেশ পুলিশ এফসি অনূর্ধ্ব-১৮)
- তাহমিদ (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- মাহি আজম (রহমতগঞ্জ অনূর্ধ্ব-১৮)
- মোঃ সজিব হোসেন (ঢাকা মোহামেডান অনূর্ধ্ব-১৮)
- সাবেল (শেখ রাসেল অনূর্ধ্ব-১৮)
- স্বপন (শেখ জামাল অনূর্ধ্ব-১৮)
- নাহিদ (স্বাধীনতা অনূর্ধ্ব-১৮)
- সৈকত চাকমা (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
- সাজ্জাদ হোসেন মিজান (চট্টগ্রাম আবাহনী অনূর্ধ্ব-১৮)
উৎস: BFF
নোট
সম্পাদনা- ↑ ক খ লিগ শুরু হওয়ার আগেই উত্তর বারিধারা অনূর্ধ্ব-১৮ প্রত্যাহার করায় বিরোধী দলকে সব খেলায় ওয়াকওভার দেওয়া হয়েছিল।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "বয়সভিত্তিক ফুটবলের ২ আয়োজন নিয়ে আসছে বাফুফে"। dhakapost.com।
- ↑ Desk, Offside (আগস্ট ২৭, ২০২২)। "বৃদ্ধি পেলো বাফুফের বয়সভিত্তিক টুর্ণামেন্টের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "সূচি ঘোষণার পর সরে গেল বারিধারা"। Daily Dhaka Post। ১৩ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ sun, daily। "Baridhara pull out from BPL U-18 League | Daily Sun"। daily sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৮।
- ↑ Reporter, Sports (আগস্ট ৩১, ২০২২)। "Age-verification process dents BFF's youth league prospects"। The Daily Star।
- ↑ "প্রথম' চ্যাম্পিয়ন শেখ জামাল"। Daily Dhaka Post। ১৯ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০২২।