২০১৮ নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর

নিউজিল্যান্ড জাতীয় মহিলা ক্রিকেট দল ২০১৮ সালের জুনের ইংল্যান্ড মহিলা ক্রিকেট দলের সাথে খেলার জন্য ইংল্যান্ড সফর করে। সফরসূচীতে অন্তর্ভুক্ত ছিল তিনটি মহিলাদের একদিনের আন্তর্জাতিক (ডব্লিউওডিআই) এবং একমাত্র মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক (ডব্লিউটি২০আই), যা ছিল ২০১৭-২০ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতার অংশ।

 
  আয়ারল্যান্ড মহিলা ক্রিকেট দল নিউজিল্যান্ড মহিলা
তারিখ ৬ – ১৩ জুন ২০১৮
অধিনায়ক লরা ডেলানি সুজি বেটস
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড মহিলা ৩–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান লরা ডেলানি (৭৫) অ্যামেলিয়া কের (৩৪২)
সর্বাধিক উইকেট লারা মারিটজ (৬) অ্যামেলিয়া কের (৮)
সিরিজ সেরা খেলোয়াড় অ্যামেলিয়া কের (নিউজিল্যান্ড)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড মহিলা ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান গ্যাবি লুইস (৬১) জেস ওয়াটকিন (৭৭)
সর্বাধিক উইকেট n/a লেই কাস্পারেক (৩)

দলীয় সদস্য

সম্পাদনা
ডব্লিউওডিআই ডব্লিউটি২০আই
  আয়ারল্যান্ড   নিউজিল্যান্ড   আয়ারল্যান্ড   নিউজিল্যান্ড

ডব্লিউওটি২০আই সিরিজ

সম্পাদনা

একমাত্র ডব্লিউওটি২০আই

সম্পাদনা
৬ জুন ২০১৮
১৬:০০ (দিন/রাত)
আয়ারল্যান্ড  
১৩৬/৮ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৪২/০ (১১ ওভার)
গ্যাবি লুইস ৬১ (৪৫)
লেই কাস্পারেক ৩/২৫ (৪ ওভার)
নিউজিল্যান্ড ১০ উইকেটে জয়ী
ওয়াইএমসিএ ক্রিকেট ক্লাব, ডাবলিন
আম্পায়ার: আজম বেগ (আয়ারল্যান্ড) ও অ্যালান নেল (আয়ারল্যান্ড)
  • আয়ারল্যান্ড মহিলা দল টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • র‌্যাচেল ডেলানি, লারা মারিটজ, কারা মুরারী (আয়ারল্যান্ড) ও জেস ওয়াটকিন (নিউজিল্যান্ড) সব তার মহিলাদের টি২০আই অভিষেক হয়।
  • বার্নাডাইন বেজুইডেনহোট (নিউজিল্যান্ড) এর আগে খেলার পরে নিউজিল্যান্ডের হয়ে তার ডব্লিউওটি২০আই অভিষেক হয়েছিল দক্ষিণ আফ্রিকা
  • বার্নাডাইন বেজুইডেনহোট (নিউজিল্যান্ড) ডব্লিউওটি২০আই (৫) এর উইকেট কিপারের দ্বারা সর্বাধিক বরখাস্তের রেকর্ডটি সমান।
  • সুজি বেটসজেস ওয়াটকিন নিউজিল্যান্ড মহিলাদের জন্য সর্বোচ্চ অংশীদারিত্ব এবং যে কোনও দলের জন্য পঞ্চম বৃহত্তম অংশীদারিত্ব করেছে ডব্লিউওটি২০আইর।

ডব্লিউওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ডব্লিউওডিআই

সম্পাদনা

২য় ডব্লিউওডিআই

সম্পাদনা

৩য়ডব্লিউওডিআই

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Ireland women's cricket team