২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল
২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ১৮ জুন ২০১৭ তারিখে ওভাল, লন্ডন এ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ছিল ৮ম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ১৪ জুন ২০১৭ তারিখে সোফিয়া গার্ডেন্স, কার্ডিফ এ সেমি ফাইনালে পাকিস্তান ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনাল ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করে। এটি হচ্ছে পাকিস্তানের প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ।
প্রতিযোগিতা | ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
তারিখ | ১৮ জুন ২০১৭ | ||||||||
মাঠ | দি ওভাল, কেনিংটন, লন্ডন | ||||||||
আম্পায়ার | মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) | ||||||||
← ২০১৩ |
চূড়ান্ত রাস্তা
সম্পাদনাপাকিস্তান
সম্পাদনাওয়ানডে র্যাংকিংয়ের ৮ম স্থানে থাকা পাকিস্তান টুর্নামেন্টের শুরুটা খারাপ ভাবে শুরু করলেও, তবে পরবর্তীতে তারা প্রতিযোগিতার প্রতিটি খেলায় উন্নতি লাভ করে। প্রথম খেলায় তারা ইন্ডিয়ার কাছে ১২৪ রানের ব্যবধানে হেরে যায়,[১] কিন্তু তারপর তারা দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দারুনভাবে[২] এবং তারপর শ্রীলঙ্কাকে হারিয়ে[৩] গ্রুপ বি এ দ্বিতীয় স্থানে অবস্থান করে সেমি-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সেমিফাইনালে তারা তাদের ভালো পারফরম্যান্স নিয়ে খেলে, সেখানে তারা ৮ উইকেটে আয়োজক ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে।[৪]
ভারত
সম্পাদনাম্যাচের বিস্তারিত
সম্পাদনাম্যাচ অফিসিয়াল
সম্পাদনাম্যাচের সারাংশ
সম্পাদনাব
|
||
- ভারত টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ফখর জামান একদিনের আন্তর্জাতিক ম্যাচে তার প্রথম সেঞ্চুরি করেন।
- পাকিস্তানের ইনিংসের মোট রান কোন আইসিসি প্রতিযোগিতার ফাইনালে করা সর্বোচ্চ রান।
- এটি কোন দল দ্বারা আইসিসি ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পাওয়া সবচেয়ে বড় ব্যবধানের জয়।
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "India thrash sloppy Pakistan by 124 runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৭।
- ↑ "Pakistan trip up South Africa to revive campaign"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১৭।
- ↑ "Sarfraz sees shaky Pakistan into semi-finals"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১২ জুন ২০১৭।
- ↑ "Pakistan in final with smashing victory"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৭।