চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৫
বাংলাদেশের মেয়র নির্বাচন
(২০১৫ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন থেকে পুনর্নির্দেশিত)
২০১৫ সালের ৩০ এপ্রিল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আ.জ.ম নাছির উদ্দীন বিপুল ভোটে নির্বাচনে জয়লাভ করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী পূর্ববর্তী মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রায় ১ লক্ষ ৭০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। নির্বাচন কারচুপির অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী ও সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ফল প্রকাশের আগে নির্বাচন বর্জন করেন।[১][২]
নিবন্ধিত ভোটার | ১৮,১৩,৪৪৯ | ||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ভোটের হার | ৪৭.৯০% (৬.৬১pp) | ||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
মেয়র নির্বাচন | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
৩০ এপ্রিল ২০১৫ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ৫৫টি আসন | |||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||
মেয়র নির্বাচনের ফলাফল
সম্পাদনাপ্রার্থী | দল | ভোট | % | |
---|---|---|---|---|
আবু জাহেদ মোহাম্মদ নাছির উদ্দীন | বাংলাদেশ আওয়ামী লীগ | ৪,৭৫,৩৬১ | ৫৭.৮৭ | |
মোহাম্মদ মনজুর আলম | বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ৩,০৪,৮৩৭ | ৩৭.১১ | |
আল্লামা এম এ মান্নান | বাংলাদেশ ইসলামী ফ্রন্ট | ১১,৬৫৫ | ১.৪২ | |
ওয়াজেদ হোসেন ভূইয়া | ইসলামী আন্দোলন বাংলাদেশ | ৯,৬৬৮ | ১.১৮ | |
সোলায়মান আলম শেঠ | জাতীয় পার্টি (এরশাদ) | ৬,১৩১ | ০.৭৫ | |
মোহাম্মদ মুজিবুল হক | স্বতন্ত্র | ৪,২১৫ | ০.৫১ | |
সাইফুদ্দিন আহমেদ | স্বতন্ত্র | ২,৬৬১ | ০.৩২ | |
আলাউদ্দিন চৌধুরী | স্বতন্ত্র | ২,১৫৯ | ০.২৬ | |
আরিফ মইউদ্দিন | স্বতন্ত্র | ১,৭৭৪ | ০.২২ | |
আবুল কালাম আজাদ | স্বতন্ত্র | ১,৩৮৫ | ০.১৭ | |
সাজ্জাদ জোহা | স্বতন্ত্র | ৮৪৫ | ০.১ | |
সাইফুল আলম | স্বতন্ত্র | ৬৮০ | ০.০৮ | |
মোট | ৮,২১,৩৭১ | ১০০ | ||
বৈধ ভোট | ৮,২১,৩৭১ | ৯৪.৫৬ | ||
অবৈধ/ফাঁকা ভোট | ৪৭,২৯২ | ৫.৪৪ | ||
মোট ভোট | ৮,৬৮,৬৬৩ | ১০০ | ||
নিবন্ধিত ভোটার/ভোটদান | ১৮,১৩,৪৪৯ | ৪৭.৯ | ||
উৎস: BD News 24 |
কাউন্সিলর নির্বাচনের ফলাফল
সম্পাদনাদল | আসন | |||
---|---|---|---|---|
সাধারণ কাউন্সিলর | সংরক্ষিত মহিলা কাউন্সিলর | মোট কাউন্সিলর | ||
বাংলাদেশ আওয়ামী লীগ | ৩৫ | ১১ | ৪৬ | |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল | ৫ | ২ | ৭ | |
বাংলাদেশ জামায়াতে ইসলামী | ১ | ১ | ২ | |
মোট আসন | ৪১ | ১৪ | ৫৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "AL-backed AJM Nasir Uddin leads in Chittagong City Corporation mayoral polls"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫।
- ↑ "Nasir takes over as CCC mayor"। NTVBD। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৫।