২০১৪ ইংল্যান্ড ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর

ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৯ মে, ২০১৪ তারিখে স্কটল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে একটি একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করে। এ খেলাটি মূলতঃ শ্রীলঙ্কা দল ও আসন্ন গ্রীষ্মে ভারতীয় দলের ইংল্যান্ড সফরকালীন সময়ের জন্য প্রস্তুতিমূলক খেলা। এ খেলাটি অ্যাবরদিনের ম্যানোফিল্ড পার্কের দ্বাদশ খেলা; তন্মধ্যে একটি খেলা পরিত্যক্ত হয়। ইংল্যান্ড ৩৯ রানের ব্যবধানে জয়ী হয়।[] খেলা শেষে ইংরেজ অধিনায়ক অ্যালাস্টেয়ার কুক তার প্রতিক্রিয়ায় বলেন, প্রকৃত অর্থে মাঠে খেলার উপযোগী পরিবেশ ছিল না। যেহেতৃ, একটিমাত্র খেলা, তাই খেলতে বাধ্য হয়েছি।[]

২০১৪ ইংল্যান্ড ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
 
  স্কটল্যান্ড ইংল্যান্ড
তারিখ ৯ মে, ২০১৪
অধিনায়ক কাইল কোয়েতজার অ্যালাস্টেয়ার কুক
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ইংল্যান্ড ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান মাইকেল লিস্ক (৪২) ইয়ান বেল (৫০)
সর্বাধিক উইকেট জোস ডেভি (৩) জেমস ট্রেডওয়েল (৪)

দলের সদস্য

সম্পাদনা
  স্কটল্যান্ড[]   ইংল্যান্ড[]

খেলা পরিচালনাকারী কর্মকর্তা

সম্পাদনা

খেলা পরিচালনার জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাগণ দায়িত্ব পালন করেন[]

আম্পায়ার সংরক্ষিত আম্পায়ার ম্যাচ রেফারী
  •   অ্যালান হ্যাগো

ওডিআই সিরিজ

সম্পাদনা

একমাত্র ওডিআই

সম্পাদনা
৯ মে ২০১৪
১০:৩০
স্কোরকার্ড
ওডিআই ৩৪৯১
ইংল্যান্ড  
১৬৭/৬ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১৩৩/৯ (২০ ওভার)
ইয়ান বেল ৫০ (৩৪)
জোস ডেভি ৩/২৮ (৪ ওভার)
ইংল্যান্ড ৩৯ রানে বিজয়ী (ডি/এল)
ম্যানোফিল্ড পার্ক, অ্যাবরদিন
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও ইয়ান র‌্যামেজ (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মাইকেল লিস্ক (স্কটল্যান্ড)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে প্রথমে ২৩ ওভার ও পরবর্তীকালে ২০ ওভারে নিয়ে আসা হয়।
  • ইংল্যান্ডের পক্ষে হ্যারি গার্নি’র ওডিআই অভিষেক ঘটে।
  • ইয়ান বেল ইংল্যান্ডের পক্ষে দ্বিতীয় সর্বাধিক ওডিআই রান সংগ্রহকারী হন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "England beat Scotland in Peter Moores' return as coach"। BBC Sport (British Broadcasting Corporation)। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪ 
  2. "England: Alastair Cook says Aberdeen conditions 'borderline'"। BBC Sport (British Broadcasting Corporation)। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৯ মে ২০১৪ 
  3. "Scotland pick Josh Davey and Alasdair Evans for England ODI"। BBC Sport (British Broadcasting Corporation)। ২ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪ 
  4. "England: James Anderson named in ODI squad against Scotland"। BBC Sport (British Broadcasting Corporation)। ১ মে ২০১৪। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৪ 
  5. Global / Match Officials - Only ODI, Only ODI: Scotland v England at Aberdeen, May 9, 2014, May 1, 2014, retrieved: 9 May, 2014
  6. "England avoid Scottish slip-up"espncricinfo.com। ৯ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১০ মে ২০১৪