২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভুটান

ভুটান যুক্তরা্জ্যের লন্ডনে ২৭ জুলাই - ১২ আগস্ট ২০১২ পর্যন্ত অনুষ্ঠিত ২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে। দুইজন তীরন্দাজ এবং দু্ইজন শুটার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

অলিম্পিক গেমসে ভূটান

ভূটানের জাতীয় পতাকা
আইওসি কোড  BHU
এনওসি ভূটান অলিম্পিক কমিটি
ওয়েবসাইটbhutanolympiccommittee.org (ইংরেজি)
২০১২ গ্রীষ্মকালীন অলিম্পিক লন্ডন
প্রতিযোগী টি ক্রীড়ায় জন
পতাকা বাহক শেরাব যাম
পদক স্বর্ণ
রৌপ্য
ব্রোঞ্জ
মোট
অলিম্পিক ইতিহাস (সারসংক্ষেপ)
গ্রীষ্মকালীন গেমস

ইভেন্ট অনুযায়ী ফলাফল

সম্পাদনা

  তীরন্দাজী

সম্পাদনা

ভুটানকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য একটি ওয়াইল্ড কার্ড দেওয়া হয়।[] ২০১২ এর মে এ ভুটান অলিম্পিক কমিঠি ২৮ বছর বয়সী মহিলা তীরন্দাজ শেরাব যামকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনোনীত করেন।[] শেরাবের কোচ ছিলেন শেরিং ছোদেন যিনি ২০০০ ও ২০০৪ অলিম্পিকে অংশগ্রহণ নেন।

ক্রীড়াবিদ ইভেন্ট র‌্যাঙ্কিং রাউন্ড রাউন্ড ৬৪ রাউন্ড ৩২ রাউন্ড ১৬ কোর্য়াটার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল
স্কোর সীড প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
প্রতিপক্ষ
স্কোর
র‌্যাঙ্ক
শেরাব যাম [মহিলা একক ৫৮৯ ৬১   লরিগ (USA) (৪)
হার ০-৬
এগুতে পারেননি
মহিলা
ক্রীড়াবিদ ইভেন্ট বাছাইপর্ব ফাইনাল
পয়েন্ট র‌্যাঙ্ক পয়েন্ট র‌্যাঙ্ক
কুনযাং ছোদেন ১০ মিটার এয়ার রাইফেল ৩৮১ ৫৬ এগুতে পারেননি

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Archery Invitation places for London 2012 Olympic Games"FITA। ১৯ এপ্রিল ২০১২। ১১ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০১২ 
  2. Sherab Zam to represent Bhutan in London