প্রবেশদ্বার:অলিম্পিক
অলিম্পিক প্রবেশদ্বার
অলিম্পিক গেমস, অথবা অলিম্পিক, একটি আন্তর্জাতিক বহু-ক্রীড়া প্রতিযোগিতা যা গ্রীষ্ম ও শীতকালে প্রতি চার বছর অন্তর সংগঠিত হয়। প্রাচীন গ্রীসে এই খেলার সূচনা। পরে ১৬১২সালের আগে পিউরিটানিজমের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ইংরেজ ক্যাপ্টেন ও উকিল রবার্ট ডোভার চিপিং ক্যাম্পডেনে এই খেলার পুনঃপ্রবর্তন করেন। এর প্রায় ২০০ বছর পরে ব্রিটিশ অভিজাত উইলিয়াম পেনি ব্রুকস মাচ ওয়েনলকে আবার অলিম্পিক শুরুর চেষ্টা করেন। শেষ পর্যন্ত, ফরাসি অভিজাত পিয়ের দ্য কুবেরত্যাঁ ১৯শ শতাব্দীর শেষে আজকের অলিম্পিকের সূচনা করেন। মাঝে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯১৬, ১৯৪০, এবং ১৯৪৪ সাল বাদে সেই ১৮৯৬সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকস (অলিম্পিয়াড) প্রতি চার বছর অন্তর আয়োজিত হয়ে আসছে। শুধুমাত্র শীতকালীন ক্রীড়াগুলির জন্য শীতকালীন অলিম্পিক গেমসের বিশেষ অধিবেশন প্রথম হয় ১৯২৪ সালে। প্রথমে এই শীতকালীন অলিম্পিকস কোনোরকম স্বীকৃতি ছাড়াই অনুষ্ঠিত হয়। তবে পরের বছরই ১৯২৫ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একে স্বীকৃতি দেয়। শুরুর দিকে গ্রীষ্মকালীন অলিম্পিকের বছরেই শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হত, তবে ১৯৯৪ থেকে দুই ধরণের অলিম্পিকের মাঝে দুই বছরের ব্যবধান রাখা হয়।
নির্বাচিত নিবন্ধ"প্রবেশদ্বার:অলিম্পিক/নির্বাচিত নিবন্ধ/৩" নামক কোন পাতার অস্তিত্ব নেই। নির্বাচিত ক্রীড়াবিদ"প্রবেশদ্বার:অলিম্পিক/নির্বাচিত ক্রীড়াবিদ/৩" নামক কোন পাতার অস্তিত্ব নেই। অলিম্পিক প্রসঙ্গনির্বাচিত চিত্র"প্রবেশদ্বার:অলিম্পিক/নির্বাচিত চিত্র/৪" নামক কোন পাতার অস্তিত্ব নেই। অলিম্পিক সংবাদআপনি জানেন কি...অলিম্পিক দিনগণনা
সম্পর্কিত প্রবেশদ্বারউইকিমিডিয়া |