২০১০ ফিফা বিশ্বকাপ গ্রুপ এইচ

ফুটবল টুর্নামেন্ট

২০১০ ফিফা বিশ্বকাপের এইচ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২৫ জুন, ২০১০ পর্যন্ত।[] এই গ্রুপের প্রতিদ্বন্দীতাকারী দলগুলোর মধ্যে আছে বর্তমান উয়েফা ইউরো বিজয়ী স্পেন, সুইজারল্যান্ড, হন্ডুরাস, এবং চিলি

স্পেন ও চিলি ১৯৫০ সালের বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করেছিলো। সেবার ঐ গ্রুপ থেকে একমাত্র স্পেন পরবর্তী পর্বে যাবার যোগ্যতা অর্জন করে। এছাড়া ১৯৬২ সালে চিলি ও সুইজারল্যান্ড একই গ্রুপে খেলেছিলো। ঐ বার বিশ্বকাপের স্বাগতিক দেশ ছিলো চিলি, এবং তারা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যেতে সমর্থ হয়। ১৯৬৬ সালে সুইজারল্যান্ড ও স্পেন একই গ্রুপে খেললেও তাদের কেউই প্রথম রাউন্ডের গণ্ডি পেরোতে পারেনি। হন্ডুরাস ও চিলিও ১৯৮২-এর বিশ্বকাপে একই গ্রুপে প্রতিদ্বন্দীতা করে।

এই গ্রুপের চ্যাম্পিয়ন দল দ্বিতীয় পর্বে জি গ্রুপের রানার্স-আপ দলের মুখোমুখি হবে। অপর দিকে এই গ্রুপের রানার্স-আপ দল প্রতিদ্বন্দীতা করবে জি গ্রুপের চ্যাম্পিয়ন দলের সাথে। এই গ্রুপের পরিসংখ্যান টেবিল নিচে উল্লেখ করা হলো।

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 স্পেন +২ নকআউট পর্বের উন্নীত
 চিলি +১
  সুইজারল্যান্ড
 হন্ডুরাস −৩
উৎস: ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: টাই-ভঙ্গের মানদণ্ড

খেলাসমূহ

সম্পাদনা

এই গ্রুপে মোট ছয়টি খেলা অনুষ্ঠিত হয়েছে। সেগুলো হলো:

  • হন্ডুরাস বনাম চিলি
  • স্পেন বনাম সুইজারল্যান্ড
  • চিলি বনাম সুইজারল্যান্ড
  • স্পেন বনাম হন্ডুরাস
  • চিলি বনাম স্পেন
  • সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস

(সকল সময় দক্ষিণ আফ্রিকার আঞ্চলিক সময় (ইউটিসি +২) অনুসারে দেওয়া হয়েছে।)

হন্ডুরাস বনাম চিলি

সম্পাদনা

হন্ডুরাস  ০ – ১  চিলি
(প্রতিবেদন) বুসেজুর   ৩৪'
 
 
 
 
 
 
 
 
হন্ডুরাস
 
 
 
 
 
চিলি
 
হন্ডুরাস:
GK 18 Noel Valladares
RB 23 Sergio Mendoza
CB 2 Osman Chávez
CB 3 Maynor Figueroa
LB 21 Emilio Izaguirre
CM 8 Wilson Palacios   ৩৩'
CM 20 Amado Guevara (c)   ৬৬'
RW 17 Edgar Álvarez
LW 13 Roger Espinoza
AM 7 Ramón Núñez   ৭৮'
CF 9 Carlos Pavón   ৬০'
বদলি খেলোয়াড়:
FW 12 Georgie Welcome   ৬০'
MF 6 Hendry Thomas   ৬৬'
FW 15 Walter Martínez   ৭৮'
কোচ:
  Reinaldo Rueda
 
 
চিলি:
GK 1 Claudio Bravo (c)
RB 4 Mauricio Isla
CB 17 Gary Medel
CB 3 Waldo Ponce
LB 8 Arturo Vidal   ৮১'
DM 6 Carlos Carmona   ৪'
RM 20 Rodrigo Millar   ৫২'
LM 14 Matías Fernández   ১৯'
AM 10 Jorge Valdivia   ৮৭'
CF 7 Alexis Sánchez
CF 15 Jean Beausejour
বদলি খেলোয়াড়:
DF 18 Gonzalo Jara   ৫২'
DF 5 Pablo Contreras   ৮১'
FW 11 Mark González   ৮৭'
কোচ:
  Marcelo Bielsa

ম্যান অফ দ্য ম্যাচ:
জন বুসেজুর (চিলি)

Assistant referees:
Evarist Menkouande (Cameroon)[]
Bechir Hassani (Tunisia)[]
Fourth official:
Yuichi Nishimura (Japan)[]
Fifth official:
Toru Sagara (Japan)[]

স্পেন বনাম সুইজারল্যান্ড

সম্পাদনা

 
 
 
 
 
 
 
 
 
স্পেন
 
 
 
 
 
 
 
 
সুইজারল্যান্ড
 
স্পেন:
GK ইকার ক্যাসিয়াস (দ)
RB ১৫ সার্জিয়ো রামোস
CB কার্লেস পুইয়োল
CB জেরার্ড পিক
LB ১১ জোয়ান ক্যাপদেভিলা
DM ১৬ সার্জিয়ো বাসকেটস   ৬২'
CM ১৪ শাবি আলোনসো
CM শাবি
RW ২১ ডেভিড সিলভা   ৬২'
LW আন্দ্রেজ ইনিয়েস্তা   ৭৭'
CF ডেভিড ভিলা
বদলি খেলোয়াড়:
FW ফের্নান্দো তোরেস   ৬২'
MF ২২ জেসুস নাভাস   ৬২'
FW ১৮ পেদ্রো রড্রিগেজ   ৭৭'
কোচ:
  ভিসেন্টা দেল বস্ক
 
সুইজারল্যান্ড:
GK Diego Benaglio   ৯০+১'
RB Stephan Lichtsteiner
CB Philippe Senderos   ৩৬'
CB ১৩ Stéphane Grichting   ৩০'
LB ১৭ Reto Ziegler   ৭৩'
RM Tranquillo Barnetta
CM Gökhan Inler (c)
CM Benjamin Huggel
LM ১৬ Gelson Fernandes
SS ১৯ Eren Derdiyok
CF ১০ Blaise Nkufo
বদলি খেলোয়াড়:
DF স্টিভ ভন বার্গেন   ৩৬'
MF ১৫ Hakan Yakin   ৯০+৪'   ৭৯'
DF ২২ Mario Eggimann   ৯০+২'
কোচ:
  অটোমার হাইটজফিল্ড

ম্যান অফ দ্য ম্যাচ:
  গেলসন ফার্নান্দেজ (সুইজারল্যান্ড)

চিলি বনাম সুইজারল্যান্ড

সম্পাদনা

স্পেন বনাম হন্ডুরাস

সম্পাদনা

চিলি বনাম স্পেন

সম্পাদনা

সুইজারল্যান্ড বনাম হন্ডুরাস

সম্পাদনা

পরিশিষ্ট

সম্পাদনা
  • গোলরক্ষকGK বা Goalkeeper
  • সুইপার বা লিবেরো – SW বা Sweeper
  • রক্ষণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CB বা Center Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (পার্শ্বীয়) – FB বা Full Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RB বা Right Back
  • রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LB বা Left Back
  • মধ্যমাঠের খেলোয়াড়MF বা Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (রক্ষণাত্মক) – DF বা Defensive Midfielder
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় – WB বা Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RWB বা Right Wing Back
  • আক্রমণাত্মক রক্ষণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LWB বা Left Wing Back
  • মধ্যমাঠের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CM বা Center Midfielder
  • মধ্যমাঠের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RM বা Right Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LM বা Left Midfield
  • মধ্যমাঠের খেলোয়াড় (আক্রমণাত্মক) – AM বা Attacking Midfielder
  • আক্রমণভাগের খেলোয়াড়FW বা Forward বা Striker বা Winger
  • আক্রমণভাগের খেলোয়াড় (মাধ্যমিক) – SS বা Secondary Striker
  • আক্রমণভাগের খেলোয়াড় (ডান পার্শ্বীয়) – RW বা RS বা RF
  • আক্রমণভাগের খেলোয়াড় (কেন্দ্রীয়) – CF বা Center Forward
  • আক্রমণভাগের খেলোয়াড় (বাম পার্শ্বীয়) – LW বা LS বা LF

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Match Schedule 2010 FIFA World Cup South Africa" (পিডিএফ) (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA.com। ২০১৯-০৩-২৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৬ 
  2. "Referee designations for matches 1-16" (পিডিএফ)FIFA.comFédération Internationale de Football Association। ৫ জুন ২০১০। ৫ জুলাই ২০১০ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১০