২০০৮ এএফসি প্রেসিডেন্ট কাপ

২০০৮ এএফসি প্রেসিডেন্ট কাপ এএফসি প্রেসিডেন্ট কাপের চতুর্থ আসর, এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক "উদীয়মান দেশ" হিসাবে তালিকাভুক্ত দেশসমূহের ফুটবল ক্লাবগুলিকে নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই আসরে দলের সংখ্যা আট থেকে এগারোতে উন্নীত করা হয়, আগের দুটি গ্রুপের পরিবর্তে তিনটি গ্রুপ করা হয়। বাংলাদেশ, মিয়ানমার ও তুর্কমেনিস্তান থেকে তিনটি নতুন দল নেওয়া হয়। অংশ নেওয়া এগারোটি দলকে তিনটি গ্রুপে বিভক্ত করা হয় এবং গ্রুপের প্রত্যেক দল একে অপরের বিরুদ্ধে একবার করে মোকাবেলা করে। প্রতি গ্রুপের বিজয়ী এবং সেরা রানার-আপ সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে এবং সেমিফাইনাল ম্যাচের বিজয়ীরা ফাইনাল ম্যাচে খেলে।

২০০৮ এএফসি প্রেসিডেন্ট কাপ
বিবরণ
স্বাগতিক দেশকিরগিজস্তান
তারিখ১২ এপ্রিল - ২৬ জুন (গ্রুপ পর্ব)
১৯-২১ সেপ্টেম্বর (চূড়ান্ত পর্যায়)
দল৪ (চূড়ান্ত পর্যায়)
১১ (মোট) (১১টি অ্যাসোসিয়েশন থেকে)
চূড়ান্ত অবস্থান
চ্যাম্পিয়নতাজিকিস্তান রেগার-তাদাজ (২য় শিরোপা)
রানার-আপকিরগিজস্তান দোরদোই-ডায়নামো নারিন
পরিসংখ্যান
ম্যাচ১৮
গোল সংখ্যা৭৫ (ম্যাচ প্রতি ৪.১৭টি)
শীর্ষ গোলদাতামিয়ানমার থি হা কিও (৬ গোল)

এপ্রিল মাসে প্রতিটি গ্রপের দলগুলো একই ভেন্যুতে খেলে - নেপালের দশরথ স্টেডিয়ামে গ্রুপ এ, তাইওয়ানের চুংশান স্টেডিয়ামে গ্রুপ বি এবং শ্রীলঙ্কার সুগাথাদাসা স্টেডিয়ামে গ্রুপ সি। তবে নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে গ্রুপ এ’র ম্যাচগুলি স্থগিত করা হয় এবং শেষ পর্যন্ত জুনে মালয়েশিয়ার এমপিপিজে স্টেডিয়ামে এই গ্রুপের খেলা অনুষ্ঠিত হয়।[১]

প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ১৯ থেকে ২২ সেপ্টেম্বর কিরগিজস্তানে অনুষ্ঠিত হয়।[২]

যোগ্যতা অর্জনকারী দলসমূহ সম্পাদনা

এসোসিয়েশন দল যোগ্যতা অর্জনের পদ্ধতি উপস্থিতি সর্বশেষ উপস্থিতি
  বাংলাদেশ আবাহনী লি. ২০০৭ বি লীগ চ্যাম্পিয়ন প্রথম
  ভুটান ট্রান্সপোর্ট ইউনাইটেড ২০০৭ ভুটান এ-বিভাগ চ্যাম্পিয়ন চতুর্থ ২০০৭
  কম্বোডিয়া নাগাকর্প এফসি ২০০৭ কম্বোডিয়ান লীগ চ্যাম্পিয়ন প্রথম
  চীনা তাইপে তাইপাওয়ার ২০০৭ এন্টারপ্রাইজ ফুটবল লীগ চ্যাম্পিয়ন দ্বিতীয় ২০০৫
  কিরগিজস্তান দোরদোই-ডায়নামো ২০০৭ কিরগিজস্তান লীগ চ্যাম্পিয়ন চতুর্থ ২০০৭
  মায়ানমার কানবাওজা ২০০৭ মিয়ানমার প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন প্রথম
  নেপাল নেপাল পুলিশ ক্লাব1 ২০০৬-০৭ মারটার’স মেমোরিয়াল এ-ডিভিশন লীগ চ্যাম্পিয়ন2 দ্বিতীয় ২০০৭
  পাকিস্তান ওয়াপদা3 ২০০৭–০৮ পাকিস্তান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন দ্বিতীয় ২০০৫
  শ্রীলঙ্কা রত্নম এসসি ২০০৭ কিট প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন তৃতীয় ২০০৭
  তাজিকিস্তান রেগার-তাদাজ ২০০৭ তাজিক লীগ চ্যাম্পিয়ন তৃতীয় ২০০৭
  তুর্কমেনিস্তান এফসি  আশগাবাত ২০০৭ তুর্কমেনিস্তান লীগ চ্যাম্পিয়ন প্রথম

1 মেহেন্দ্র পুলিশ ক্লাব এখন নেপাল পুলিশ ক্লাব হিসাবে পরিচিত।
2 ২০০৭–০৮ সালে কোন লীগ অনুষ্ঠিত হয়নি তাই ২০০৬–০৭ লীগের চ্যাম্পিয়নরা যোগ্যতা অর্জন করে।
3 মূলত পাকিস্তান সেনাবাহিনীর এফ.সি. পাকিস্তান থেকে যোগ্যতা অর্জনকারী দল ছিল, তবে গ্রুপ পর্বের পুনর্বিন্যাসের কারণে ওয়াপদা সুযোগ পায়।

গ্রুপ পর্ব সম্পাদনা

গ্রুপ এ সম্পাদনা

সকল ম্যাচ কুয়ালালামপুরের এমপিপিজে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
  রেগার-তাদাজ +২
  নেপাল পুলিশ ক্লাব +৪
  আবাহনী লি. -৪
  ওয়াপদা -২
নেপাল পুলিশ ক্লাব  ৪ – ০  আবাহনী লি.
থাপা   ১৫'
রাই   ১৮'   ৫৬'   ৭০' (পেনা.)
প্রতিবেদন





নেপাল পুলিশ ক্লাব  ২ – ২  রেগার-তাদাজ
ঘিমিরে   ৩৩'
রাই   ৬৭'
প্রতিবেদন রাবিমভ   ৪৭'   ৯০+১'

গ্রুপ বি সম্পাদনা

সকল ম্যাচ তাইপের চুংশান স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
 দোরদোই-ডায়নামো

+৫
  নাগাকর্প এফসি -২
  তাইপাওয়ার -৩


গ্রুপ সি সম্পাদনা

কলম্বোর সুগাথাদাসা স্টেডিয়ামে সকল ম্যাচ অনুষ্ঠিত হয়।
দল খেলা জয় ড্র হার গোল পক্ষে গোল বিপক্ষে গোল পার্থক্য পয়েন্ট
  এফসি আশগাবাত +৭
  কানবাওজা ১৪ +১১
  রত্নম এসসি ১০ +৫
  ট্রান্সপোর্ট ইউনাইটেড ২৫ -২৩


ট্রান্সপোর্ট ইউনাইটেড  ১ – ৭  এফসি আশগাবাত
প্রধান   ৯৩' প্রতিবেদন গুরবানি   ২১'
আমানোভ   ৩২',   ৩৬',   ৪৮'
মুরালিয়িউ   ৪১',   ৫০'
সাপারোভ   ৭১'


কানবাওজা  ১১ – ০ট্রান্সপোর্ট ইউনাইটেড  
কিও   ১১',   ৩৬',   ৯০+২'
তুন   ১৫',   ২৩',   ৩১',   ৭১'
লুইন   ৩৮'
হতেত   ৪১',   ৫১'
থান   ৭৪'
প্রতিবেদন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

চূড়ান্ত পর্ব সম্পাদনা

সেমি-ফাইনাল সম্পাদনা


ফাইনাল সম্পাদনা

দোরদোই-ডায়নামো  ১ – ১
(৩ – ৪ পেনা.)
  রেগার-তাদাজ
তেতেহ   ৩৩' প্রতিবেদন তুখতাসুনভ   ৫৩'
 
 
 
 
 
দোরদোই-ডায়নামো
 
 
 
 
 
রেগার-তাদাজ

কর্মকর্তা

  • লাইনসম্যান: সোখন্দন রেজা (ইরান)
  • লাইনসম্যান: বখতিওর তাগায়েভ (উজবেকিস্তান)


 এএফসি প্রেসিডেন্ট কাপ ২০০৮ 
টেমপ্লেট:-big
দ্বিতীয় শিরোপা

তথ্যসূত্র সম্পাদনা

  1. http://www.rsssf.com/tablesa/ascup08.html#excl
  2. "Archived copy"। ২০০৮-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৬-০৩ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:AFC President's Cup seasons টেমপ্লেট:2007-08 in Asian Football (AFC)