২য় কোর (পাকিস্তান)
২য় কোর বা মুলতান কোর হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর একটি কোর, ষাটের দশকে প্রতিষ্ঠিত হওয়া এই কোর পাকিস্তান সেনাবাহিনীর অন্যতম বড় ফরমেশন।[১]
২য় কোর | |
---|---|
সক্রিয় | নভেম্বর ১৯৬৮-বর্তমান |
দেশ | পাকিস্তান |
আনুগত্য | পাকিস্তান সেনাবাহিনী |
শাখা | সেনাবাহিনী |
ধরন | কোর (কয়েকটি ডিভিশন মিলে তৈরি সেনা ফরমেশন) |
ভূমিকা | বড়ো যুদ্ধ |
আকার | আনুমানিক ৫০,০০০ সদস্য (সৈনিক এবং কর্মকর্তা সহ) |
কোর সদর | মুলতান, পাঞ্জাব, পাকিস্তান |
ডাকনাম | মুলতান কোর |
Colors Identification | লাল, সাদা এবং কালো |
যুদ্ধসমূহ | ভারত-পাকিস্তান যুদ্ধ ১৯৭১ কার্গিল যুদ্ধ |
ইতিহাস
সম্পাদনা১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পাকিস্তান সেনাবাহিনীর হাতে মাত্র একটি কোর ছিলো (১ কোর), তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুসা খান পাকিস্তান সেনাবাহিনীর সর্বোচ্চ পদে ১৯৫৮ সালে আসীন হয়েই দ্বিতীয় কোর বানানোর পরিকল্পনা করছিলেন এবং ৪র্থ কোরের গঠন ১৯৬৫ সালে প্রায় শেষের দিকেই ছিলো, যদিও '৬৫ সালে ১ কোর ছাড়া আর কোনো কোর যুদ্ধক্ষেত্রে নামতে পারেনি, জেনারেল মুসা ১৯৬৬ সালে পাকিস্তান সেনাবাহিনী থেকে অবসরে যান এবং জেনারেল ইয়াহিয়া খান তার জায়গায় সেনাপ্রধান হন, ইয়াহিয়া খান ৬৫-এর যুদ্ধের ভয়াবহতার কথা মনে করে ৪র্থ কোরকে তাড়াতাড়ি উদ্বোধন করেন এবং ২য় কোর তৈরির নির্দেশ দেন।[২] পাঞ্জাব প্রদেশের মুলতানে এই ২য় কোর বানানোর পরিকল্পনা করেছিলেন জেনারেল খাজা ওয়াসিউদ্দিন, তিনি ছিলেন এই কোরের প্রতিষ্ঠাতা অধিনায়ক। ১৯৭১ সালের যুদ্ধে এই কোরের অধিনায়ক ছিলেন জেনারেল টিক্কা খান।[৩]
কোর অধিনায়কদের তালিকা
সম্পাদনা# | নাম | মেয়াদ শুরু | মেয়াদ শেষ |
---|---|---|---|
১ | লেঃ জেনারেল খাজা ওয়াসিউদ্দিন | ১৯৬৭ | সেপ্টেম্বর ১৯৭১ |
২ | লেঃ জেনারেল টিক্কা খান | সেপ্টেম্বর ১৯৭১ | মার্চ ১৯৭২ |
৩ | লেঃ জেনারেল মুহাম্মদ শরিফ | মার্চ ১৯৭২ | ১৯৭৫ |
৪ | লেঃ জেনারেল মুহাম্মদ জিয়া-উল-হক | ১৯৭৫ | মার্চ ১৯৭৬ |
৫ | লেঃ জেনারেল রহিমউদ্দিন খান | সেপ্টেম্বর ১৯৭৮ | মার্চ ১৯৮৪ |
৬ | লেঃ জেনারেল রাজা সরুপ খান | মার্চ ১৯৮৪ | মার্চ ১৯৮৮ |
৭ | লেঃ জেনারেল শামীম আলম খান | মার্চ ১৯৮৮ | মে ১৯৮৯ |
৮ | লেঃ জেনারেল হামিদ গুল | মে ১৯৮৯ | জানুয়ারি ১৯৯২ |
৯ | লেঃ জেনারেল জাহাঙ্গীর করামাত | জানুয়ারি ১৯৯২ | জুন ১৯৯৪ |
১০ | লেঃ জেনারেল মোহাম্মদ মকবুল | জুন ১৯৯৪ | জানুয়ারি ১৯৯৬ |
১১ | লেঃ জেনারেল সালাহউদ্দিন তিরমিজি | ফেব্রুয়ারি ১৯৯৬ | অক্টোবর ১৯৯৮ |
১২ | লেঃ জেনারেল ইউসুফ খান | অক্টোবর ১৯৯৮ | আগস্ট ২০০০ |
১৩ | লেঃ জেনারেল সৈয়দ মোহাম্মদ আমজাদ | আগস্ট ২০০০ | এপ্রিল ২০০২ |
১৪ | লেঃ জেনারেল শহীদ সিদ্দিক তিরমিযী | এপ্রিল ২০০২ | সেপ্টেম্বর ২০০৩ |
১৫ | লেঃ জেনারেল মোহাম্মদ আকরাম | সেপ্টেম্বর ২০০৩ | অক্টোবর ২০০৪ |
১৬ | লেঃ জেনারেল আফজাল মোজাফফর | অক্টোবর ২০০৪ | মে ২০০৫ |
১৭ | লেঃ জেনারেল সৈয়দ সাবাহাত হুসেন | মে ২০০৫ | এপ্রিল ২০০৬ |
১৮ | লেঃ জেনারেল সিকান্দার আফজাল | এপ্রিল ২০০৬ | নভেম্বর ২০০৯ |
১৯ | লেঃ জেনারেল শফকত আহমেদ | নভেম্বর ২০০৯ | নভেম্বর ২০১২ |
২০ | লেঃ জেনারেল আবিদ পারভাইজ | নভেম্বর ২০১২ | এপ্রিল ২০১৫ |
২১ | লেঃ জেনারেল ইশফাক নাদিম আহমেদ | এপ্রিল ২০১৫ | ডিসেম্বর ২০১৬ |
২২ | লেঃ জেনারেল সরফরাজ সাত্তার | ডিসেম্বর ২০১৬ | সেপ্টেম্বর ২০১৭ |
২৩ | লেঃ জেনারেল আবদুল্লাহ দোগার | সেপ্টেম্বর ২০১৭ | সেপ্টেম্বর ২০১৮ |
২৪ | লেঃ জেনারেল মুহাম্মদ নাঈম আশরাফ | সেপ্টেম্বর ২০১৮ | বর্তমান |
অধীনস্ত ইউনিটসমূহ
সম্পাদনা- ১ম সাঁজোয়া ডিভিশন
- ১৪তম পদাতিক ডিভিশন
- ৪০তম পদাতিক ডিভিশন
- স্বতন্ত্র সাঁজোয়া ব্রিগেড
- স্বতন্ত্র গোলন্দাজ ব্রিগেড
- স্বতন্ত্র পদাতিক ব্রিগেড
- স্বতন্ত্র সিগনাল ব্রিগেড
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "One-third of corps commanders replaced in major reshuffle"। Dawn। ২৫ আগস্ট ২০১৮।
- ↑ Khan, Agha Muhammad Yahya। The breaking of Pakistan। Lahore: Liberty Pubsihers।
- ↑ The Pakistan Army (1966-71), by Maj Gen (Retd) Shaukat Riza।