১৯৯১ দক্ষিণ এশীয় গেমস

দক্ষিণ এশীয় গেমস এর ৫ম নিদর্শন

১৯৯১ দক্ষিণ এশীয় গেমস (৫ম দক্ষিণ এশীয় গেমস) ১৯৯১ সালে কলম্বো, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[] এটি ছিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গেমস। আগের অন্য আসরের মত এই আসরের ভারত পদক তালিকায় প্রথম হয় এবং স্বাগতিক শ্রীলঙ্কা ২য় স্থান অর্জন করে।

৫ম দক্ষিণ এশীয় গেমস
স্বাগতিক শহরশ্রীলঙ্কা কলম্বো, শ্রীলঙ্কা
অংশগ্রহণকারী জাতিসমূহ
বিষয়সমূহ১০টি ক্রীড়া
উদ্বোধনী অনুষ্ঠান২২ ডিসেম্বর
সমাপ্তি অনুষ্ঠান৩১ ডিসেম্বর
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেনরানাসিংহে প্রেমাদাসা
প্রধান মিলনস্থনসুগাথাদাসা স্টেডিয়াম
১৯৮৯ ১৯৯৩  >

অংশগ্রহণকারী দেশ

সম্পাদনা

১৯৮৭ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।

ক্রীড়া

সম্পাদনা
  •   এথলেটিক
  •   বাস্কেটবল
  •   মুষ্টিযুদ্ধ
  •   ফুটবল
  •   শুটিং (অভিষেক)
  •   সাঁতার
  •   টেবিল টেনিস
  •   টেনিস (অভিষেক)
  •   ভলিবল
  •   ভারোত্তোলন

পদক তালিকা

সম্পাদনা

  *   স্বাগতিক জাতি (শ্রীলঙ্কা)

অবজাতিস্বর্ণরৌপ্যব্রোঞ্জমোট
  ভারত৬৪৫৯৪১১৬৪
  শ্রীলঙ্কা*৪৪৩৪৪০১১৮
  পাকিস্তান২৮৩২২৭৮৭
  বাংলাদেশ২৮৪০
    নেপাল২৯৩৯
  মালদ্বীপ
  ভুটান
মোট (৭টি জাতি)১৪২১৪২১৬৫৪৪৯

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জাতীয় ক্রীড়া পরিষদ, নেপাল "দক্ষিণ এশীয় গেমস" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১০ তারিখে। সংগৃহীত ২৬ ফেব্রুয়ারি ২০১১