১৯৯১ দক্ষিণ এশীয় গেমস
দক্ষিণ এশীয় গেমস এর ৫ম নিদর্শন
১৯৯১ দক্ষিণ এশীয় গেমস (৫ম দক্ষিণ এশীয় গেমস) ১৯৯১ সালে কলম্বো, শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[১] এটি ছিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত প্রথম দক্ষিণ এশীয় গেমস। আগের অন্য আসরের মত এই আসরের ভারত পদক তালিকায় প্রথম হয় এবং স্বাগতিক শ্রীলঙ্কা ২য় স্থান অর্জন করে।
৫ম দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | কলম্বো, শ্রীলঙ্কা | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ১০টি ক্রীড়া | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২২ ডিসেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ৩১ ডিসেম্বর | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | রানাসিংহে প্রেমাদাসা | ||
প্রধান মিলনস্থন | সুগাথাদাসা স্টেডিয়াম | ||
|
অংশগ্রহণকারী দেশ
সম্পাদনা১৯৮৭ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
ক্রীড়া
সম্পাদনাপদক তালিকা
সম্পাদনা* স্বাগতিক জাতি (শ্রীলঙ্কা)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত | ৬৪ | ৫৯ | ৪১ | ১৬৪ |
২ | শ্রীলঙ্কা* | ৪৪ | ৩৪ | ৪০ | ১১৮ |
৩ | পাকিস্তান | ২৮ | ৩২ | ২৭ | ৮৭ |
৪ | বাংলাদেশ | ৪ | ৮ | ২৮ | ৪০ |
৫ | নেপাল | ২ | ৮ | ২৯ | ৩৯ |
৬ | মালদ্বীপ | ০ | ১ | ০ | ১ |
৭ | ভুটান | ০ | ০ | ০ | ০ |
মোট (৭টি জাতি) | ১৪২ | ১৪২ | ১৬৫ | ৪৪৯ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ জাতীয় ক্রীড়া পরিষদ, নেপাল "দক্ষিণ এশীয় গেমস" ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৭ ডিসেম্বর ২০১০ তারিখে। সংগৃহীত ২৬ ফেব্রুয়ারি ২০১১