১৯৯৩ দক্ষিণ এশীয় গেমস
১৯৯৩ দক্ষিণ এশীয় গেমস, অফিসিয়ালভাবে ৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমস ২০শে ডিসেম্বর থেকে ২৭শে ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়।[১] এর ফলে সাফ গেমস ইতিহাসে, ঢাকা প্রথম শহর হিসেবে এই ইভেন্টের জন্য দ্বিতীয়বার স্বাগতিক হয়।
৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমস | |||
---|---|---|---|
স্বাগতিক শহর | ঢাকা, বাংলাদেশ | ||
অংশগ্রহণকারী জাতিসমূহ | ৭ | ||
বিষয়সমূহ | ১১টি ক্রীড়া | ||
উদ্বোধনী অনুষ্ঠান | ২০ ডিসেম্বর | ||
সমাপ্তি অনুষ্ঠান | ২৭ ডিসেম্বর | ||
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন | আবদুর রহমান বিশ্বাস | ||
প্রধান মিলনস্থন | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম | ||
|
অংশগ্রহণকারী দেশ
সম্পাদনা১৯৯৩ দক্ষিণ এশীয় গেমসে ৭টি দেশ অংশগ্রহণ করে।
ক্রীড়া
সম্পাদনা৬ষ্ঠ দক্ষিণ এশীয় গেমসে অফিসিয়ালভাবে ১১টি ক্রীড়া ছিল।[১]
পদক তালিকা
সম্পাদনা* স্বাগতিক জাতি (বাংলাদেশ)
অব | জাতি | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | ভারত | ৬০ | ৪৬ | ৩১ | ১৩৭ |
২ | পাকিস্তান | ২৩ | ২২ | ২০ | ৬৫ |
৩ | শ্রীলঙ্কা | ২০ | ২২ | ৩৯ | ৮১ |
৪ | বাংলাদেশ* | ১১ | ১৯ | ৩২ | ৬২ |
৫ | নেপাল | ১ | ৬ | ১৫ | ২২ |
৬ | ভুটান | ০ | ০ | ০ | ০ |
মালদ্বীপ | ০ | ০ | ০ | ০ | |
মোট (৭টি জাতি) | ১১৫ | ১১৫ | ১৩৭ | ৩৬৭ |