১৮০° দ্রাঘিমারেখা
(১৮০তম মধ্যরেখা থেকে পুনর্নির্দেশিত)
১৮০তম মধ্যরেখা বা এন্টিমেরিডিয়ান হলো একটি মধ্যরেখা। এটি মূল মধ্যরেখা হতে ১৮০° পূর্ব বা পশ্চিমে অবস্থিত এবং মূল মধ্যরেখার সাথে মিলিতভাবে মহাবৃত্ত গঠন করে। এটির মান পূর্ব এবং পশ্চিম উভয় দ্রাঘিমাংশের ক্ষেত্রে সমান। এই মধ্যরেখাটি আন্তর্জাতিক তারিখ রেখার ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়, কারণ এর অধিকাংশ প্রশান্ত মহাসাগরের খোলা পানির উপর দিয়ে গমন করেছে। তবে এই মধ্যরেখার কিছু অংশ রাশিয়া, ফিজি এবং এন্টারক্টিকার উপর দিয়েও গমন করেছে।
উত্তর মেরু হতে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত ১৮০তম মধ্যরেখা যেসকল স্থানের উপর দিয়ে গমন করেঃ

১৮০° মধ্যরেখা, তাভেউনি, ফিজি