হ্যারল্ড জিলিগান

ইংরেজ ক্রিকেটার
(হ্যারল্ড জিলিগ্যান থেকে পুনর্নির্দেশিত)

আলফ্রেড হার্বার্ট হ্যারল্ড জিলিগান (ইংরেজি: Harold Gilligan; জন্ম: ২৯ জুন, ১৮৯৬ - মৃত্যু: ৫ মে, ১৯৭৮) লন্ডনে জন্মগ্রহণকারী প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও অধিনায়ক ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সারের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, লেগ ব্রেক বোলিং করতেন হ্যারল্ড জিলিগান

হ্যারল্ড জিলিগান
১৯২৯ সালের স্থিরচিত্রে হ্যারল্ড জিলিগান
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনলেগ ব্রেক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৩২১
রানের সংখ্যা ৭১ ৮৮৭৩
ব্যাটিং গড় ১৭.৭৫ ১৭.৯৬
১০০/৫০ ০/০ ১/৪৪
সর্বোচ্চ রান ৩২ ১৪৩
বল করেছে ৭০৯৪
উইকেট ১১৫
বোলিং গড় - ৩৩.৬৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং - ৪/১৩
ক্যাচ/স্ট্যাম্পিং ০/০ ১২৩/০
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ জুলাই ২০১৮

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

১০ জানুয়ারি, ১৯৩০ তারিখে টেস্ট অভিষেক ঘটে হ্যারল্ড জিলিগানের। ১৯২৯-৩০ মৌসুমে ইংরেজ দলের অধিনায়কের দায়িত্ব নিয়ে নিউজিল্যান্ড সফরে যান। চার টেস্টের ঐ সিরিজে তার দল ১-০ ব্যবধানে জয় পায়। ঐ একই সময়ে সম্মানীয় ফ্রেডি ক্যালথর্পের নেতৃত্বে আরও একটি ইংরেজ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যায়।

সীমিত দক্ষতাসম্পন্ন ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন হ্যারল্ড জিলিগান। এছাড়াও, মাঝে-মধ্যে পরিবর্তিত বোলার হিসেবে বোলিং করতেন। ১৯২৩ সালে গৌরববিহীন রেকর্ড গড়েন। ঐ মৌসুমে ৭০বার ব্যাটিং করে মাত্র ১৭.৭০ গড়ে ১,১৮৬ রান তুলেছিলেন। এক মৌসুমে সহস্রাধিক রান তোলা ক্রিকেটারদের মধ্যে এটি সর্বনিম্ন।

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

হ্যারল্ড জিলিগানের সহোদর ভাই আর্থার জিলিগান ১৯২৪-২৫ মৌসুমে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এরফলে ইংল্যান্ডের পক্ষে অদ্যাবধি একমাত্র ঘটনারূপে দুই ভাইয়ের অধিনায়কত্ব করার নজির সৃষ্টি হয়। উভয়েই ডালউইচ কলেজে অধ্যয়ন করেছেন। অন্য ভাই ফ্রাঙ্ক জিলিগান এসেক্সের পক্ষে খেলেছেন।[] ১৯৫৯ সালে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক পিটার মে’র সাথে স্বীয় কন্যা ভার্জিনিয়া জিলিগানের বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। তাদের সংসারে চার কন্যা ছিল।

৫ মে, ১৯৭৮ তারিখে সারের শামলি গ্রিন এলাকায় ৮২ বছর বয়সে হ্যারল্ড জিলিগানের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Hodges, S, (1981), God's Gift: A Living History of Dulwich College, Heinemann, London, p. 233.

বহিঃসংযোগ

সম্পাদনা
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
জ্যাক হোয়াইট
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক
সঙ্গে
সম্মানীয় ফ্রেডি ক্যালথর্প

১৯২৯-৩০
উত্তরসূরী
পার্সি চ্যাপম্যান
পূর্বসূরী
আর্থার জিলিগান
সাসেক্স ক্রিকেট অধিনায়ক
১৯৩০
উত্তরসূরী
দিলীপসিংজী