হোসেন কুলী বেগ
খান-ই-জাহান হোসেন কুলী বেগ মুঘল সম্রাট আকবরের অধীনে একজন উচ্চপদস্থ সেনাপতি ছিলেন। তার উপাধী ছিলোখান-ই-জাহান এবং ১৫৭৫ সালে সম্রাট আকবর তাকে এই উপাধি দিয়ে বাংলার সুবাহদার নিযুক্ত করেন।[১]
খান-ই-জাহান সুবাহদার হোসেন কুলী বেগ | |
---|---|
![]() | |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | অজ্ঞাত |
মৃত্যু | ১৫৭৮ তান্ডার, সুবাহ্ বাংলা |
ধর্ম | ইসলাম |
পিতামাতা | ওয়ালী বেগ জুল-কদর (বাবা) |
যে জন্য পরিচিত | বাংলার সুবাহদার |
কাজ | সেনাপতি |
আত্মীয় | খান-ই-খানান বৈরাম খান (মামা) |
জন্ম ও পারিবারিক পরিচিতি
সম্পাদনাহোসেন কুলী বেগের জন্ম সাল সম্পর্কে কিছু জানা যায় না; তবে তিনি ছিলেন ওয়ালী বেগ জুল-কদরের পুত্র এবং বৈরাম খান খান-ই-খানানের ভাগ্নে।[১]
প্রাথমিক জীবন
সম্পাদনামুগল সম্রাট আকবরের সেনাবাহিনীর একজন সাধারণ সৈনিক হিসেবে তার কর্মজীবন শুরু করে তিনি বৈরাম খানের বিদ্রোহকালে তার পিতাসহ বৈরাম খানের পক্ষ গ্রহণ করলে বৈরাম খানের পতনের পর বন্দি হোন এবং কিছুদিন কারাভোগের পর ক্ষমা প্রাপ্ত হয়ে পূর্ব পদে পুনর্বহাল হোন।[১]
মৃত্যু
সম্পাদনা১৫৭৮ সালের ১৯ ডিসেম্বর তিনি মারা যান।[১]
আরও দেখুন
সম্পাদনাপূর্বসূরী মুনিম খান |
সুবাহ বাংলার সুবাহদার ১৫৭৫–১৫৭৮ |
উত্তরসূরী মুজাফফর খান তুরবারি |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ এ.এ শেখ মোহম্মদ আসরারুল হক চিশতি (২০১২)। "হোসেন কুলী বেগ"। ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি। আইএসবিএন 9843205901। ওএল 30677644M। ওসিএলসি 883871743।