হিমাংশু বসু রায়(ইংরেজি: Himangshu Basu Roy)(১৮৯৬-১৯৪০) একজন ব্রিটিশ বিরোধী বাঙালি বিপ্লবী ও সমাজসেবক। বরিশাল নেতা অশ্বিনীকুমার দত্ত ভাগ্নে এবং কালীচরণ বসু রায়ের পুত্র হিমাংশু বসু রায় একই জেলার নাথুলাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় বাবাকে হারিয়ে বরিশালে মামার বাড়িতে বড় হয়েছেন তিনি। ধার্মিক স্বভাবের এই তরুণ প্রথম থেকেই গুপ্ত সমিতির প্রতি আকৃষ্ট হন। ১৯১৪ সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হলেও বরিশাল ব্রজমোহন কলেজে আইএ ছাত্র থাকা অবস্থায় পড়াশোনা বন্ধ করে দেন।

হিমাংশু বসু রায়
হিমাংশভূষণ বসু রায়
জন্ম১৮৯৬
মৃত্যু১৯৪০
আন্দোলনব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলন
পিতা-মাতা
  • কালীচরণ বসু রায় (পিতা)

বিপ্লবী জীবন সম্পাদনা

কলেজে পড়ার সময় তিনি একটি সমাজকল্যাণমূলক সংগঠনে (লিটল ব্রাদার্স অব দ্য পুওর) যোগ দেন এবং ধীরে ধীরে বরিশালে কর্মরত সোসাইটির সাথে ঘনিষ্ঠতা গড়ে তোলেন; বিশেষ করে গোপন বিপ্লবী কেন্দ্র শঙ্কর মঠ। ১৯২১ সালে বরিশালে অসহযোগ আন্দোলনের প্রধান সংগঠক হিসেবে হিমাংশু আত্মপ্রকাশ করেন। শঙ্কর মঠের মাধ্যমে তহবিল সংগ্রহের দায়িত্বে। পরের বছর তাঁকে যুগান্তর দলের সংগঠক হিসেবে ঢাকায় পাঠানো হয়, যেখানে তিনি কলকাতার সরস্বতী বুক স্টোরের একটি ইউনিট প্রতিষ্ঠা করেন যাতে বই/পুস্তিকা প্রচারের মাধ্যমে স্বদেশী আদর্শ প্রচার করা যায়। ১৯২৪ সালে তিনি ঢাকা রামকৃষ্ণ মিশন থেকে গ্রেফতার হন এবং ১৯২৮ সাল পর্যন্ত কারাভোগ করেন। পরবর্তী পর্যায়ে তাঁর জীবন বিপ্লবী সক্রিয়তা এবং তপস্যার মধ্যে ১৯৩১ সাল পর্যন্ত দুলছিল, যখন ঢাকার ম্যাজিস্ট্রেটের উপর আক্রমণের সাথে জড়িত থাকার অভিযোগে তিনি আবার গ্রেপ্তার হন। কিছুই প্রমাণ করা যায়নি তবে ১৯৩৮ সাল পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হয়নি; এরপর ধর্মীয় জীবনের সমাপ্তি ঘটে।[১][২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kanailal Basu (২০১০)। Netaji: Rediscovered। Author House। পৃষ্ঠা 109। 
  2. প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ২৫৯। আইএসবিএন 81-85626-65-0