হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার হল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃক প্রদত্ত বার্ষিক পুরস্কার। প্রাইমটাইম এমি পুরস্কারের অংশ হিসেবে রাত্রীকালীন হাস্যরসাত্মক ধারাবাহিকে অতিথি চরিত্রে অসামান্য অভিনয়ের জন্য অভিনেতাদের এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৮৮ সালের পূর্বে এটি নির্দিষ্ট কোন লিঙ্গের জন্য প্রদান করা হত না, তাই এই বিভাগটির শিরোনাম ছিল হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী। অন্যান্য পুরস্কারের মত "অতিথি" পুরস্কার প্রাইমটাইম এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয় না, বরং এটি ক্রিয়েটিভ আর্টস এমি পুরস্কার আয়োজনে প্রদান করা হয়।

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাএকাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্সেস
প্রথম পুরস্কৃত১৯৮৬
বর্তমানে আধৃতডেভ চ্যাপেল,
স্যাটারডে নাইট লাইভ (২০২১)
ওয়েবসাইটemmys.com

বিজয়ী ও মনোনয়ন সম্পাদনা

১৯৮০-এর দশক সম্পাদনা

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি শিল্পী

বছর অভিনেতা অভিনেত্রী অনুষ্ঠান ভূমিকা অন্তর্জাল
১৯৮৬
(৩৮তম)
রসকো লি ব্রাউন দ্য কজবি শো ড বার্নাবাস ফস্টার এনবিসি
আর্ল হাইম্যান দ্য কজবি শো রাসেল হাক্সটেবল এনবিসি
ড্যানি কে ড. বার্নস
ক্ল্যারিস টেলর আনা হাক্সটেবল
স্টিভি ওয়ান্ডার স্বয়ং
১৯৮৭

(৩৯তম)

জন ক্লিস চিয়ার্স ড. সাইমন ফিঞ্চ-রয়েস এনবিসি
আর্ট কার্নি দ্য ক্যাভানাস জেমস "উইজেল" ক্যাভানা সিবিএস
হার্ব এডেলম্যান দ্য গোল্ডেন গার্লস স্ট্যান জোবর্নাক এনবিসি
লোইস নেটলটন জিন
ন্যান্সি ওয়াকার অ্যাঞ্জেলা
১৯৮৮

(৪০তম)

বিয়া রিচার্ডস ফ্রাঙ্ক্‌স প্লেস জনাবা. ভার্ডেন সিবিএস
হার্ব এডেলম্যান দ্য গোল্ডেন গার্লস স্ট্যান জোবর্নাক এনবিসি
জেরাল্ডিন ফিটজগারাল্ড অ্যানা
এলিন হেকার্ট দ্য কজবি শো মিসেস হিকসন
গিল্ডা রাডনার ইট্‌স গ্যারি শ্যান্ডলিং'স শো স্বয়ং শো টাইম

হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অতিথি অভিনেতা

বছর অভিনেতা অনুষ্ঠান ভূমিকা অন্তর্জাল
১৯৮৯

(৪১তম)

ক্লিভন লিটল ডিয়ার জন টনি লার্কিন এনবিসি
স্যামি ডেভিস জুনিয়র দ্য কজবি শো রে পালোমিনো এনবিসি
জ্যাক গিলফোর্ড দ্য গোল্ডেন গার্লস ম্যাক্স ওয়েইনস্টক
লেসলি নিলসেন ডে বাই ডে জ্যাক হারপার
রবার্ট পিকার্ডো দ্য ওয়ান্ডার ইয়ার্স মিস্টার কাটলিপ এবিসি

একাধিক পুরস্কার জয়ী অনুষ্ঠান সম্পাদনা

একাধিক মনোনয়ন প্রাপ্ত অভিনেতা সম্পাদনা

একাধিক মনোনয়ন প্রাপ্ত অনুষ্ঠান সম্পাদনা

টীকা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা