এনবিসি

যুক্তরাষ্ট্রের টেলিভিশন সংস্থা

এনবিসি (পূর্বের নাম ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি) একটি মার্কিন টেলিভিশন সংস্থা। এর প্রধান কার্যালয় নিউ ইয়র্ক শহরের রকেফেলার সেন্টারে অবস্থিত। এটি যুক্তরাষ্ট্রের প্রাচীনতম টেলিভিশন নেটওয়ার্ক। ময়ূর পুচ্ছের মতো বর্ণীল প্রতীকের কারণে এনবিসিকে অনেক সময় পিকক নেটওয়ার্ক বা ময়ূর নেটওয়ার্কও বলা হয়ে থাকে।[]

ন্যাশনাল ব্রডকাস্টিং কোম্পানি (এনবিসি)
ধরনব্রডকাস্ট টেলিভিশন নেটওয়ার্ক
নিউজ রেডিও নেটওয়ার্ক
স্পোর্টস রেডিও নেটওয়ার্ক
ব্র্যান্ডিংএনবিসি
দেশযুক্তরাষ্ট্র
প্রাপ্যতাজাতীয়
স্লোগানEvery Day is Full of Color.
We Comedy (Comedy Shows).
প্রধান কার্যালয়জিই ভবন
নিউ ইয়র্ক শহর
মালিকানাআরসিএ (১৯২৬-১৯৮৬)
জেনারেল ইলেকট্রিক
(১৯২৬=১৯৩০, ১৯৮৬-বর্তমান)
NBCUniversal (2004-present)
Vivendi (2004-2011)
Comcast (2011-present)
বিশেষ ব্যক্তি
Steve Burke, CEO
Bob Greenblatt, Chairman, NBC Entertainment
Mark Lazarus, Chairman, NBC Sports
Steve Capus, President, NBC News/
আরম্ভের তারিখ
রেডিও: ১৫ নভেম্বর ১৯২৬; ৯৮ বছর আগে (1926-11-15)
টেলিভিশন:১ জুলাই ১৯৩৮; ৮৬ বছর আগে (1938-07-01)
ছবি ফরম্যাট
720P (16:9 HDTV)
1080i (HDTV)
কলসাইনNBC
কলসাইনের অর্থ
National Broadcasting Company
শাখাসমূহLists:
By state or By DMA
অফিসিয়াল ওয়েবসাইট
NBC.com
১৯৮৬ থেকে ২০১১ পর্যন্ত এনবিসির লোগো

এই নেটওয়ার্কটি বর্তমানে এনবিসি ইউনিভার্সাল নামক সংস্থার অংশ, এবং সারা মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০ এর ও বেশি টিভি স্টেশনে অনুষ্ঠান সরবরাহ করে থাকে। এনবিসি ইউনিভার্সাল নিজে জেনারেল ইলেক্ট্রিক এর অঙ্গপ্রতিষ্ঠান।

এনবিসি প্রতিষ্ঠিত হয় ১৯২৬ সালে, আরসিএ এর অধীনে। ১৯৮৬ সালে ৬.৪ বিলিয়ন মার্কিন ডলারে আরসিএ কে জেনারেল ইলেক্ট্রিক কিনে নেয়ার মাধ্যমে এনবিসির মালিকানা লাভ করে।[]

ইতিহাস

সম্পাদনা

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম এবং প্রাচীনতম প্রধান সম্প্রচার নেটওয়ার্ক হলো এনবিসি। নেটওয়ার্কটি ১৯২৬ সালে রেডিও কর্পোরেশন অফ আমেরিকা (আরসিএ) দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, তারপরে জেনারেল ইলেকট্রিক (জিই), ওয়েস্টিংহাউস, এটিএন্ডটি কর্পোরেশন এবং ইউনাইটেড ফ্রুট কোম্পানি এ কোম্পানিটির মালিকানা বিভিন্ন সময়ে কিনে নেয়। ১৯৩২ সালে জেনারেল ইলেকট্রিক, অ্যান্টিট্রাস্ট চার্জের কারণে এনবিসি বিক্রি করতে বাধ্য হয়েছিল হয়েছিল। ১৯৮৬ সালে, জিই পূণরায় ৬.৪ বিলিয়ন ডলারের বিনিময়ে এনবিসি কিনে নেয়।

এনবিসি হল আমেরিকার ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী টেলিভিশন আয়োজনগুলোর সম্প্রচারকারী, যার মধ্যে রয়েছে সংবাদ অনুষ্ঠান মিট দ্য প্রেস (১৯৪৭ সাল থেকে); ট্যুডে (১৯৫২ সাল থেকে); দ্য টুনাইট শো (১৯৫৪ সাল থেকে) এবং স্যাটারডে নাইট লাইভ (১৯৭৫ সাল থেকে)।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Slanguage Dictionary"Variety (ইংরেজি ভাষায়)। ২০১৩-০২-২০। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১ 
  2. "NBC Universal > Company Overview"web.archive.org। ২০০৮-০৭-০৬। Archived from the original on ২০০৮-০৭-০৬। সংগ্রহের তারিখ ২০২২-১২-৩১