হারুয়ালছড়ি ইউনিয়ন

চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার একটি ইউনিয়ন

হারুয়ালছড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।

হারুয়ালছড়ি
ইউনিয়ন
৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ
হারুয়ালছড়ি চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
হারুয়ালছড়ি
হারুয়ালছড়ি
হারুয়ালছড়ি বাংলাদেশ-এ অবস্থিত
হারুয়ালছড়ি
হারুয়ালছড়ি
বাংলাদেশে হারুয়ালছড়ি ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪১′ উত্তর ৯১°৪৪′ পূর্ব / ২২.৬৮৩° উত্তর ৯১.৭৩৩° পূর্ব / 22.683; 91.733 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলাফটিকছড়ি উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানইকবাল হোসেন চৌধুরী
আয়তন
 • মোট৫৯.৭৮ বর্গকিমি (২৩.০৮ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট২৫,১৪৬
 • জনঘনত্ব৪২০/বর্গকিমি (১,১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৩.৮%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৫৪ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নের আয়তন ১৪,৭৭২ একর (৫৯.৭৮ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হারুয়ালছড়ি ইউনিয়নের মোট জনসংখ্যা ২৫,১৪৬ জন। এর মধ্যে পুরুষ ১২,৪০২ জন এবং মহিলা ১২,৭৪৪ জন। মোট পরিবার ৪,৬৫৯টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

ফটিকছড়ি উপজেলার মধ্য-পশ্চিমাংশে হারুয়ালছড়ি ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৭ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে সুয়াবিল ইউনিয়ন, পূর্বে সুন্দরপুর ইউনিয়নপাইন্দং ইউনিয়ন, উত্তরে ভূজপুর ইউনিয়নবাগানবাজার ইউনিয়ন এবং পশ্চিমে বাগানবাজার ইউনিয়নসীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়ন অবস্থিত।

নামকরণ সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নের বক্ষভেদ করে হারুয়ালছড়ি নামক একটি খাল বয়ে গেছে, তাই এ খালের নামানুসারে এই ইউনিয়নের নামকরণ হয় বলে জানা যায়।[২]

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়ন ফটিকছড়ি উপজেলার আওতাধীন ৫নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম উপজেলার ভূজপুর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৭৯নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-২ এর অংশ। এটি ৭টি মৌজায় বিভক্ত:

  • পশ্চিম আঁধারমানিক
  • পশ্চিম ফটিকছড়ি
  • পূর্ব ফটিকছড়ি
  • হারুয়ালছড়ি
  • পাটিয়ালছড়ি
  • সুজানগর
  • জঙ্গল হারুয়ালছড়ি

এ ইউনিয়নের গ্রামগুলো হল:[৩]

  • হারুয়ালছড়ি
  • সুজানগর
  • খয়রাতি পাড়া
  • রাঙ্গাপানি
  • লম্বাবিল
  • ফকির পাড়া
  • আব্দুল আজিজ চৌধুরীর বাড়ি‌/দরপ পাড়া
  • মোল্লাহ পাড়া
  • বড়ুয়াপাড়া
  • জঙ্গল হারুয়ালছড়ি
  • লট ১৩ সুজানগর
  • পশ্চিম আঁধারমানিক
  • পিনপিনিয়া
  • ত্রিপুরা পাড়া
  • বড়বিল
  • পশ্চিম ফটিকছড়ি
  • পাটিয়ালছড়ি
  • নতুন বাগান
  • পূর্ব ফটিকছড়ি
  • পালপাড়া
  • খামার পাড়া
  • মহানশাহ পাড়া
  • মাইজ পাড়া
  • নগর পাড়া
  • ফটিকছড়ি
  • রঞ্জিত সীতাকুণ্ড
  • কোম্পানি টিলা

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী হারুয়ালছড়ি ইউনিয়নের সাক্ষরতার হার ৪৩.৮%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি দাখিল মাদ্রাসা ও ১৫টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাধ্যমিক বিদ্যালয়[৪]
মাদ্রাসা[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোম্পানী টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম আঁধারমানিক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটিয়াল আর টি চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পাটিয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ফটিকছড়ি (এফ.পি) সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব ফটিকছড়ি ফাযিলিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পেলারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বড়বিল পিনপিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য ফটিকছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মধ্য হারুয়ালছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • রাঙ্গা পানি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • লম্বাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুজানগর এয়াকুব আলী পণ্ডিত সরকারি প্রাথমিক বিদ্যালয়

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নে যোগাযোগের প্রধান প্রধান সড়কগুলো হল নাজিরহাট-বাগানবাজার সড়ক এবং বারৈয়াঢালা-রামগড় সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম সিএনজি চালিত অটোরিক্সা।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নে ৫১টি মসজিদ[৬], ৩টি ঈদগাহ[৭] ও ৬টি মন্দির[৮] রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে বয়ে চলেছে হালদা নদী। এছাড়াও এ ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হারুয়ালছড়ি খাল, ফটিকছড়ি খাল, রক্তছড়ি খাল, লম্বাবিল খাল এবং পাটিয়ালছড়ি খাল।[৯]

হাট-বাজার সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল বাশি মহাজন হাট, পশ্চিম আঁধার মানিক নয়াহাট, রামহরি হাট, তালতলি বাজার, হারুয়ালছড়ি নয়াহাট, শান্তিরহাট (কমিটির হাট), আমান বাজার, বায়লা বাজার এবং লালাহাট।[১০]

দর্শনীয় স্থান সম্পাদনা

হারুয়ালছড়ি ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[১১]

  • হারুয়ালছড়ি রাবার ড্যাম
  • ফকির পাড়া গায়েবী জামে মসজিদ
  • হাজারীখীল ইকো টুরিজ্যম পার্ক
  • এলাহী নূর চা বাগান
  • রাঙ্গাপানি চা বাগান
  • হারুয়ালছড়ি বিমান চত্বর

জনপ্রতিনিধি সম্পাদনা

  • বর্তমান চেয়ারম্যান: ইকবাল হোসেন চৌধুরী[১২]
চেয়ারম্যানগণের তালিকা[১৩]
ক্রম নং চেয়ারম্যানের নাম সময়কাল
০১ হাসান সরওয়ার আজম চৌধুরী ২০০৪--২০১০ ০২ মোহাম্মদ জসিম সিকদার ১৯৯৯-২০০৩
০৩ আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ১৯৯৪--৯৯
০৪ রেজাউল করিম চৌধুরী ১৯৮৯-১৯৯৩
০৫ আলহাজ্ব মোহাম্মদ নুরুল আলম চৌধুরী ১৯৮০--৮৯
০৬ আবুল খায়ের চৌধুরী ১৯৭০-১৯৭৯
০৭ ফজলুল হক চৌধুরী ১৯৬০--১৯৭০
০৮ ছালেহ আহমদ চৌধুরী ১৯৫৫-৫৯
০৯ আবদুস ছোবহান চৌধুরী ১৯৫০-৫৪
১০ আবুল হোসেন চৌধুরী
১৯১৮--১৯৪৯
১১ ইকবাল হোসেন চৌধুরী ২০১১-বর্তমান


তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২০ 
  2. "হারুয়ালছড়ি ইউনিয়নের ইতিহাস - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  3. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  4. "মাধ্যমিকবিদ্যালয় - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd 
  5. "মাদ্রাসা - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd 
  6. "মসজিদ - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  7. "ঈদগাহ - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  8. "মন্দির - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 
  9. "খাল ও নদী - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  10. "হারুয়ালছড়ি ইউনিয়নের হাট বাজার - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  11. "দর্শনীয়স্থান - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৭ 
  12. Songbadshomogro.com। "তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের ফলাফল -"www.songbadshomogro.com [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. "ইউনিয়ন পরিষদের পূর্বতন চেয়ারম্যানবৃন্দ - হারুয়ালছড়ি ইউনিয়ন - হারুয়ালছড়ি ইউনিয়ন"harualchariup.chittagong.gov.bd। ৬ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা